উত্তর দিনাজপুর জেলার কৃতী ফুটবলার মাননীয়া প্রীতিকা বর্মন সম্বর্ধনা প্রদান
উত্তর দিনাজপুর জেলার কৃতী ফুটবলার মাননীয়া প্রীতিকা বর্মন এবং তাঁর সুযোগ্য ব্যক্তিগত প্রশিক্ষক মাননীয় অনুপ কেরকেটটা মহাশয়কে সম্বর্ধনা প্রদান করতে আজ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের পক্ষে পৌঁছে গিয়েছিলাম।
Pritika Barman কে সুদৃশ্য স্মারক ও মিষ্টি উপহার দেওয়া হলো।

Pritika Barman এর মা – বাবার হাতে …. Pritika এর জন্য Special Care নেওয়ার উদ্দেশ্যে 30,000/- ( ত্রিশ হাজার টাকা) …. উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের সীমিত সাধ্যের মধ্যে…. তুলে দেওয়া হলো।
এবং সেই সঙ্গে জানানো হলো যে, আগামীতে, Pritika Barman যদি, আমাদের দেশের অভ্যন্তরে, যে কোনো, জায়গায়, বৃহত্তর প্রশিক্ষণের স্বার্থে যায়, তাহলে, তাঁর যাতায়াতের সমস্ত খরচ , আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন বহন করবে।

সব শেষে, ব্যক্তিগত প্রশিক্ষক মাননীয় Anup Kerketta মহাশয়কে, সুদৃশ্য স্মারক এবং মিষ্টি উপহার দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ থাকে যে, Pritika Barman আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের রেজিস্টার্ড খেলোয়াড়।
Pritika Barman এর আরো উজ্জ্বল সাফল্য কামনা করে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন।
রায়গঞ্জ চিকিৎসকদের কাছে নাম লেখার জন্য ফোন নাম্বার☆

বিগত প্রায় ৫ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।