গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!

গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!

অনলাইনে ডিজিটাল পেমেন্টের সময় অর্থাৎ গুগলপে, পেটিএম, আমাজন পে, ফোনপে ইত্যাদি অ্যাপগুলির মাধ্যেমে পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। দেশ যতই ডিজিটাল হচ্ছে, ততই জালিয়াতির পরিমাণও বেড়েই চলেছে। তাই এই জালিয়াতি থেকে নিজে সতর্ক থাকুন, বাড়ির লোককে সতর্ক করুন ও বন্ধু বান্ধবকে সতর্ক করুন। ডিজিটাল পেমেন্টের সময় কিছু নিয়ম মেনে চললে এই জালিয়াতি থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কি কি কৌশলে আপনি এই ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচতে পারেন।

অনলাইনে ডিজিটাল পেমেন্টের সময় অর্থাৎ গুগলপে, পেটিএম, আমাজন পে, ফোনপে ইত্যাদি অ্যাপগুলির মাধ্যেমে পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। দেশ যতই ডিজিটাল হচ্ছে, ততই জালিয়াতির পরিমাণও বেড়েই চলেছে। তাই এই জালিয়াতি থেকে নিজে সতর্ক থাকুন, বাড়ির লোককে সতর্ক করুন ও বন্ধু বান্ধবকে সতর্ক করুন। ডিজিটাল পেমেন্টের সময় কিছু নিয়ম মেনে চললে এই জালিয়াতি থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভাব। আসুন জেনে নেওয়া যাক কি কি কৌশলে আপনি এই ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচতে পারেন।

১. ফিঙ্গারপ্রিন্ট:

UPI পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই পিন কোড ব্যবহারের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে অনেক টা সুরক্ষিত রাখতে পারবেন, কেননা আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান না করে UPI পেমেন্টের অ্যাপ ওপেন করতে পারবে না সঙ্গে পেমেন্ট করার আগে আপনি যে পেমেন্ট করতে চান সেটা ভেরিফাই হয়ে যাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে।

২. ফেস রিকগনিশন:

ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই পিন নম্বর ব্যবহারের পাশাপাশি ফেস রিকগনিশন ব্যবহার করলে অনেক টা সুরক্ষিত রাখতে পারবেন, কেননা আপনার ফোনপে, গুগলপে, আমাজন পে ইত্যাদি পেমেন্টের অ্যাপ গুলো ওপেন করতে ও পেমেন্ট করতে অবশ্যই আপনার ফেস রিকগনিশন ব্যবহার করতে হবে, যার ফলে আপনি ছাড়া অন্য কোনো ব্যাক্তি আপনার সাথেই জালিয়াতি করতে চাইলেও পারবে না।

৩. ওটিপি: গুগলপে-ফোনপে UPI

OTP একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সকল ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচতে ব্যবহার করা উচিৎ। অর্থাৎ আপনি যখন কোনো ডিজিটাল পেমেন্ট করতে যাবেন তখন আপনার মোবাইলে ৪ বা ৬ সংখ্যার একটু নম্বর আসবে ওটা দিয়ে সাবমিট করলে তবেই আপনার একাউন্ট থেকে টাকা কাটবে। তাই কোনো ব্যাক্তি যদি আপনার সাথে জালিয়াতি করতে চায় সে ক্ষেত্রে OTP একটি চরম বাঁধা হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!

গুগলপে-ফোনপে UPI
গুগলপে-ফোনপে UPI
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪. সিকিউরিটি সফওয়্যার:

ম্যালওয়ার থেকে সুরক্ষা পেতে অবশ্যই আপনাদের মোবাইলে সিকিউরিটি সফওয়্যার ইনস্টল করুন। বিভিন্ন ধরনের সিকিউরিটি সফটওয়ার পাওয়া যায় যেগুলো ডাউনলোড করে ইনস্টল করলে যেকোনো হ্যাকিং থেকে সুরক্ষা পেতে পারেন।

৫. পাবলিক WiFi ব্যবহার বন্ধ করুন:

যেকোনো জায়গায় ফ্রী ইন্টারনেট পেলেই কানেক্ট করে ব্যাবহার করতে শুরু করবেন না, এতে করে আপনার মোবাইলের ডাটা দ্রুত হ্যাকার সংগঠনদের কাছে পৌঁছে যেতে পারে। যার আপনার মোবাইলের পুরো কন্ট্রোল তাদের হাতে চলে যেতে পারে। তাই এই পাবলিক ফ্রী ইন্টারনেট চালানো থেকে বিরত থাকুন।

৬. ক্রস চেক বা ডাবল চেল:

যেকোনো পেমেন্টের আগে দুইবার মিলিয়ে নিবেন সব ঠিক রয়েছে কিনা যদি দরকার হয় তবে প্রথমে ১ টাকা পাঠিয়ে চেক করে নিন তারপর পেমেন্ট করুন।

৭. প্রতিনিয়ত অ্যাপ আপডেট করুন:

আমাদের ফোনে অনেক অ্যাপ থাকে যেগুলোর কিছুদিন পর পর আপডেট আসে অনেক ধরনের সুরক্ষা ফিচার নিয়ে, তাই এই আপডেটেড ভার্সন সুরক্ষা ফিচার পেতে অবশ্যই আপনাদের মোবাইলে থাকা অ্যাপ গুলো আপডেট করা উচিৎ। যদি কোনো অ্যাপ দীর্ঘদিন ধরে আপডেট না করা হয় সেক্ষেত্রে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই কিছুদিন অন্তর অন্তর এই অ্যাপগুলি আপডেট করুন।

এই ৭ টি বিষয় ছাড়াও আরও অনেক সাবধানতা অবলম্বন করলেই এই ডিজিটাল পেমেন্টের জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

আরও পড়ুন- জুনেই কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে? Krishak Bandhu Next Installment Date 2024

ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল- Click Here

Leave a Comment