দেশে চালু হল নয়া 3 ফৌজদারি আইন, IPC-র বদলে ভারতীয় ন্যায় সংহিতা, জেনে নেওয়া যাক আইপিসিতে নতুন কী বদল হল!

দেশে চালু হল নয়া 3 ফৌজদারি আইন, IPC-র বদলে ভারতীয় ন্যায় সংহিতা, জেনে নেওয়া যাক আইপিসিতে নতুন কী বদল হল !

দেশে চালু হল নয়া 3 ফৌজদারি আইন

PC-র বদলে ভারতীয় ন্যায় সংহিতা। CRPC বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে ভারতীয় সাক্ষ্য় অধিনিয়ম। গত বছর নতুন ৩ আইন পাশ হওয়ার পর, এবার তা কার্যকরের পালা। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন আইন।

আজ থেকে দেশে চালু হল নতুন তিন ফৌজদারি আইন। ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা। ১৯৯৮ সালের ক্রিমিন্যাল প্রসিডিওর অ্যাক্টের পরিবর্তে চালু হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে চালু হল ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ন্যায় সংহিতায় বাদ পড়েছে ১৯ পুরনো বিধান। বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্বেও তিন আইন কার্যকর করা হল।

দেশে চালু হল নয়া 3 ফৌজদারি আইন
দেশে চালু হল নয়া 3 ফৌজদারি আইন
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১)বাড়ল পুলিশি হেফাজতের সময় সিমা পুলিশি হেফাজতের সময়সীমা। আগে ছিল ১৪ দিন। সেটা বাড়িয়ে করা হয়েছে ৪০ দিন। নতুন আইনে পুলিশ যতবারখুশি জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতের নিতে পারবে।

২)প্রথম বিবাহ গোপন রেখে যদি নতুন কাউকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয় সেক্ষেত্রে সাজার মেয়াদ ন্যূনতম ১০ বছর। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন।

৩) সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে প্যারোলের কোনও সুযোগ থাকবে না।

৪) সাক্ষীদের সুরক্ষার বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

৫) সংহিতা আইনে অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা আইনে ৩৫ সাব সেকশন ৭ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানায় ছাড়াই গ্রেফতার করতে পারবে।

৬) গুরুতর আঘাতের ক্ষেত্রে সংজ্ঞায় বেশ কিছু পরিবর্তন এসেছে।

৭) পাঁচ জন বা তাঁর অধিক ব্যক্তি কনো ঘটনা ঘটালে বা হত্যা সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত থাকলে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড।

৮) বারো বছর বা তার নিচে কোনও নাবালিকাকে ধর্ষণ করলে সর্বচ্চ সাজা মৃত্যুদন্ড।

৯) নির্দিষ্ট ভাবে বেঁধে দেওয়া হয়েছে পুলিশি তদন্তের সময়্যসীমা।

১০) বিয়ের পণ নিয়ে কোন মহিলার মৃত্যু হলে ন্যূনতম সাজা ৭ বছর। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ড।

১১) একের অধিক অর্থাৎ সঙ্ঘবদ্ধ অপরাধের (ডাকাতি, অপহরণ, মুক্তিপণ, সাইবার ক্রাইম) কারনে কেউ গেলে ন্যূনতম ১০ লক্ষ টাকা জরিমানা ও মৃত্যুদন্ডের সুপারিশ।

১২) গাড়ি চালকের অসতর্কতায় কোন ব্যক্তির মৃত্যু হলে ২ থেকে ৫ বছরের জেল।

১৩) ছিনতাইয়ের অপরাধে সর্বাধিক ৩ বছরের জেল পাশাপাশি জরিমানা।

১৪) তদন্ত চলাকালীন পুলিশ যে বয়ান নথিভুক্ত করে সেটিকে তদন্তকারি সংস্থা চাইলে বিচার প্রক্রিয়ায় প্রমাণ্য নথি হিসেবে ব্যবহার করতে পারে।

MINISTRY OF HEALTH & FAMILY WELFARE, GOVERNMENT OF INDIA

আরও পড়ুন- Airtel Jio VI New Plan List 2024: সিম কার্ড পোটিং নিয়ম পরিবর্তন!

Leave a Comment