NIFTY 50: নিফটি নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে এই সপ্তাহেই!

NIFTY 50: নিফটি নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে এই সপ্তাহেই!

লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই নিফটী নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল! সকল বিনিয়োগকারীরা ভেবেছিল লোকসভা নির্বাচনের পর আরও উচ্চতায় পৌঁছে যেতে পারে নিফটি। তবে লোকসভা নির্বাচনের ফলাফলের দিন তার উল্টো হয়, অর্থাৎ NIFTY প্রায় ১৫০০+ পয়েন্ট নেমে যায়। করোনা মহামারীর পর এই প্রথম এতো বড় ধস শেয়ার বাজারে দেখতে পাওয়া যায়। বর্তমানে শেয়ার বাজারের পরিবর্তনের চমক 23,800 পর্যন্ত দেখতে পারেন তবে অবশ্যই নিজের পড়াশোনার ওপর ভিত্তি করেই কেনা-বেচা করবেন।

আরও পড়ুন- WB CAA Update 2024: সদ্য ভারতীয় নাগরিকত্ব পাওয়া বিকাশের দাবি, “বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার অভাব রয়েছে।”

একটি উত্তেজনায় পরিপূর্ণ সপ্তাহ কেটে যাওয়ার পর শেয়ার বাজার আবারও নতুন উচ্চতায় যাওয়ার চেষ্টা করছে। এই চলতি সপ্তাহ শেয়ার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে বিনিয়োগকারীরা প্রবল ক্রয়ের জন্য তৈরি রয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞগণ। এক বিশেষজ্ঞ একটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, চলতি সপ্তাহেই NIFTY-তে নতুন উচ্চতার (লাইফ টাইম হাই) হবে মনে করছেন। বর্তমানে যেভাবে NIFTY-তে বৃদ্ধির গতি লক্ষণীয় হচ্ছে, তাতে করে এই সপ্তাহেই 23,600, 23,700 এবং 23,800 পর্যন্ত NIFTY যেতে পারে বলে মনে করেছেন।

চলতি সপ্তাহে NIFTY-র বৃদ্ধি অব্যাহত থাকবে?

গত সপ্তাহে বিনিয়োগকারীরা যেভাবে প্রফিট বুক করেছেন, এবং লোকসভা নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে 21,250 পর্যন্ত নেমে যায়। তখন শেয়ার বাজার যথেষ্ট দুর্বল বা Nifty এর বৃদ্ধি পাওয়া সম্ভব মনে হয়নি । তবে আবহাওয়ার মতোই শেয়ার বাজারের পরিবর্তনের চমক দেখতে পাওয়া গেলো। 22,900 এর ওপরে Nifty শক্তিশালী হয়ে প্রায় অল টাইম হাই-র কাছে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে VIX-17 তে নেমে গেছে সেক্ষেত্রে মার্কেট এ আবারও নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেছেন। নিফটি নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে এই সপ্তাহেই!

নিফটি নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে এই সপ্তাহেই!
নিফটি নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে এই সপ্তাহেই!
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Lakshmir Bhandar June Payment: লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনগুণ বেশি দিবে এই মাসে! 1000 এর বদলে 3000 এবং 1200 এর বদলে 3600!

নিফটি নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে এই সপ্তাহেই!

Nifty যতদিন 22,900 ভেঙ্গে নিচে পরে ততদিন আমরা নিফটিতে বুলিশ অবস্থানে রয়েছি। NIFTY All Time High যাওয়ার জন্য এই 22,900 ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে সর্বকালীন হাই 23,600/23,700/23,800 পৌঁছে যেতে পারে।

একটি উত্তেজনায় পরিপূর্ণ সপ্তাহ কেটে যাওয়ার পর শেয়ার বাজার আবারও নতুন উচ্চতায় যাওয়ার চেষ্টা করছে। এই চলতি সপ্তাহ শেয়ার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে বিনিয়োগকারীরা প্রবল ক্রয়ের জন্য তৈরি রয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞগণ। এক বিশেষজ্ঞ একটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, চলতি সপ্তাহেই NIFTY-তে নতুন উচ্চতার (লাইফ টাইম হাই) হবে মনে করছেন। বর্তমানে যেভাবে NIFTY-তে বৃদ্ধির গতি লক্ষণীয় হচ্ছে, তাতে করে এই সপ্তাহেই 23,600, 23,700 এবং 23,800 পর্যন্ত NIFTY যেতে পারে বলে মনে করেছেন।

আরও পড়ুন- PM Kisan Yojana 2024: ক্ষমতায় আসার পর মোদী সরকারের বড়ো ঘোষণা ,যদি না থাকে এগুলি ৬০০০ টাকা পাবেন না!

Disclaimer:

বর্তমানে শেয়ার বাজারের পরিবর্তনের চমক 23,800 পর্যন্ত দেখতে পারেন তবে অবশ্যই নিজের পড়াশোনার ওপর ভিত্তি করেই কেনা-বেচা করবেন। আপনার লস বা লাভের জন্য Yoo Bong কোনো ভাবেই দায়ী থাকবে না।

প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

SEBI অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

আরও পড়ুন- SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন ২৭ শে জুন পর্যন্ত।

Leave a Comment