পশ্চিমবঙ্গের সরকার জিতে গেল ? সুপ্রিমকোর্টের DA নিয়ে মাথা ঘামাবেন না।

পশ্চিমবঙ্গের সরকার জিতে গেল ? সুপ্রিমকোর্টের DA নিয়ে মাথা ঘামাবেন না।

পশ্চিমবঙ্গের সরকার জিতে গেল ?

4 মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে মহার্ঘভাতা (DA) মামলার শুনানি হয়নি। আজ না, কাল না করতে করতে পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তাও সেটি স্থগিত করা হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম আদালতকে বলেন, দুর্গাপূজার আগে যেন সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা(DA) পান তা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে, রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি বলেছেন যে এই বিষয়ে বেশ লম্বা শুনানির প্রয়োজন রয়েছে।

সুপ্রিমকোর্টের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়েছে, পরে এই বিষয়ে শুনানি হবে। সুপ্রিমকোর্ট শুনানির তারিখ পরে ঘোষণা করবে । এইভাবে অনিশ্চিত দিনের জন্য শুনানি পিছিয়ে দেওয়ার ব্যপারটা কি অদ্ভুত? অনেকেই এই নিয়ে চিন্তায় রয়েছে। তাহলে কি মহার্ঘভাতা(DA) মামলাটি এইভাবেই জিতে গেল রাজ্যে? এই নিয়ে উঠছে অনেক হতাশার প্রশ্ন।

সুপ্রিমকোর্টে প্রথমবার 2022সালে18 November মাসে মহার্ঘভাতা (DA) মামলার শুনানি হয়েছিল।গত বছরের 1 December মামলাটির শেষ শুনানি হয়েছিল । একই বছরের 3 November মাসে সুপ্রিমকোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলেছিল যে, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা (DA) নিয়ে আরও দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। এরপর সময় কম থাকার কারণে আর শুনানি করা যায়নি। মহার্ঘভাতা (DA) মামলার সাথে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করেন, বর্তমানের পরিস্থিতিতে মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা নয়। তার জন্য আরও সময় লাগতে পারে।

পশ্চিমবঙ্গের সরকার জিতে
পশ্চিমবঙ্গের সরকার জিতে
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, এই বছরেই এই মামলা শেষ। এই মহর্ঘভাতা (DA) মামলা নিয়ে সুপ্রিমকোর্ট কোন মাথা ঘামাবে না । দুর্গাপুজোর আগে কোনও বড়সড় হারে মহর্ঘভাতা (DA) পাবেন না। কারণ পরবর্তী শুনানির জন্য আগামী বছরের 7 January পর্যন্ত সময় চেয়ে নিয়েছে সুপ্রিমকোর্ট।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ কেন্দ্রীয় হার এবং মহার্ঘ ভাতা (DA) এর টাকা বাকির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। 2022 সালে 20 May, হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রের মতো 31 শতাংশ হারে রাজ্য কর্মচারীদের মহর্ঘভাতা (DA)দিতে হবে।

এরপর হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, একতা মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের পক্ষে রায় দিয়েছিল। এরপরেই এই আর্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুপ্রিম কোর্টে যায় 3 November, 2022-সালে। এই তারিখেই এই মামলাটি দায়ের করা হয়েছিল। বাকিটা আজও ইতিহাস।

রাজ্য সরকারের কাছে আর্থিক সংকট মিটানো কঠিন

প্রথম শুনানি হয়েছিল 28 November. রাজ্যের পক্ষে থেকে মামলাটি যুক্তি উপস্থাপন করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর প্রশ্ন ছিল, হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী মহর্ঘভাতা (DA) দিতে হলে প্রায় 41 হাজার 770 কোটি টাকা খরচ হবে। বর্তমানে রাজ্য সরকারের পক্ষে এই আর্থিক সংকট মিটানো কঠিন।

অন্যদিকে, মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহর্ঘভাতা (DA)-তে বেশ কিছু টাকা বৃদ্ধি করা ঘোষণা করেইছেন। বর্তমানে রাজ্য সরকারি কর্মীচারিরা ষষ্ঠ বেতন কমিশনের থেকে, 14% হারে মহর্ঘভাতা (DA) পাচ্ছেন।

Department of Expenditure, Ministry of Finance, Government of India

আরও পড়ুন- Ladla Bhai Yojana 2024: ঘোষনা করা হলো নতুন প্রকল্প “লাডলা ভাই যোজনা”। কোন যুবকেরা পাবেন কত টাকা?

Leave a Comment