প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫: প্রধানমন্ত্রী উচ্চ শিক্ষার জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছেন , কিন্তু কারা পাবেন? জানুন বিস্তারিত

প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫:

প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫: আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনার খরচ চালাতে না। ফলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। সেই সমস্যা রুখতে কেন্দ্র সরকার সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য প্রতি বছর স্কলারশিপ (PM Scholarship Scheme) চালু করে। ২০২৫-এর জন্য এই স্কিমে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হচ্ছে। সদ্য প্রকাশিত হয়েছে স্কলারশিপের স্ট্যাটাস। তাই যারা আবেদন করতে চান, তারা এখনই জেনে নিন আমাদের এই প্রতিবেদন থেকে সব খুঁটিনাটি বিষয়।

প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমের মূল উদ্দেশ্য কী?

প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিমটি মূলত তৈরি হয়েছে সেইসব পড়ুয়াদের জন্য, যারা উচ্চপ্রযুক্তি বা পেশাদার কোর্সে বা কলেজ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রেজুয়েশন ভর্তি হয়েছেন এবং যাঁরা বিভিন্ন পিছিয়ে পড়া শ্রেণি, সেনা/প্যারামিলিটারি কর্মীদের সন্তান, কিংবা RPF (Railway Protection Force) কর্মীদের সন্তান। এই স্কিমের মাধ্যমে প্রতিবছর হাজার হাজার পড়ুয়ারা তাদের পছন্দের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হন। আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনার খরচ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন।

কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন?

•আবেদনকারীদের অব্যশই ভারতীয় নাগরিক হতে হবে।

•আবেদনকারীকে সেনা, আধাসামরিক বাহিনী (CRPF, BSF, ITBP), RPF ইত্যাদি সংস্থার কর্মচারীর সন্তান হতে হবে।

•SC/ST/OBC/MBC অথবা অন্য অনগ্রসর শ্রেণির অন্তর্গত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

•আবেদনকারীকে ১২শ শ্রেণিতে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।

*শুধুমাত্র প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্সে ভর্তি শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

স্কলারশিপের পরিমাণ ও সুবিধা কী?

•ছাত্র ₹২,৫০০ (মাসিক) ₹৩০,০০০ (বার্ষিক) ₹৭৫,০০০ (৩ বছরে)।

•ছাত্রী ₹৩,০০০ (মাসিক) ₹৩৬,০০০ (বার্ষিক) ₹৭৫,০০০ (২+ বছরে)।

•RPF ছেলে ₹২,০০০ (মাসিক) ₹২৪,০০০ (বার্ষিক) নির্ভর করে।

•RPF মেয়ে ₹২,২৫০ (মাসিক) ₹২৭,০০০ (বার্ষিক) নির্ভর করে।

*এই টাকা DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

কীভাবে আবেদন করবেন?

প্রথম ধাপ : NSP পোর্টালে রেজিস্ট্রেশন করুন
অফিসিয়াল ওয়েবসাইট: ( ক্লিক করুন)
সেখানে গিয়ে “New Registration” অপশন সিলেক্ট করুন।

•সমস্ত নির্দেশিকা মনোযোগ সহকারে পড়ে Agree করে এগিয়ে যান।

দ্বিতীয় ধাপ : রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।

তৃতীয় ধাপ: Aadhaar নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি, ও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে ফর্ম পূরণ করুন।

চতুর্থ ধাপ : লগইন করে স্কলারশিপ ফর্ম পূরণ
ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

পঞ্চম ধাপ: “PM Scholarship Scheme 2025” সিলেক্ট করে আবেদন শুরু করুন।

ষষ্ঠ ধাপ: প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।

সপ্তম ধাপ: ফাইনাল সাবমিশন
ফর্ম সাবমিট করার আগে ভালভাবে রিভিউ করুন
সব তথ্য ঠিক থাকলে Submit করুন।

শেষ ধাপ:একটি Reference ID/Number সংরক্ষণ করে রাখুন।

প্রয়োজনীয় নথিপত্র:

•শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা, যেমন – মার্কশিট, প্রশংসাপত্র ইত্যাদি।

•পরিচয়পত্র, যেমন – আধার কার্ড, ভোটার আইডি ইত্যাদি।

•পিতার কর্মজীবনের প্রমাণপত্র, যেমন – প্রাক্তন কর্মীর পরিচয়পত্র, মৃত্যুর শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)।

•আবাসিক শংসাপত্র।

•ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশদ বিবরণ।

কীভাবে স্কলারশিপ স্ট্যাটাস জানবেন?

•NSP পোর্টাল-এ লগইন করে “Application Status” চেক করুন।

অথবা, PFMS পোর্টাল (ক্লিক করুন)-এ গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা অ্যাপ্লিকেশন ID দিয়ে চেক করুন।

প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫
প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গুরুত্বপূর্ণ তারিখ:

•ইভেন্ট তারিখ স্ট্যাটাস প্রকাশিত হয়েছে ২০২৫, ৮ জুলাই

•আবেদন শুরু হয়ে গেছে জুলাই ২০২৫ (প্রথম সপ্তাহ)।

•অবেদনের শেষ তারিখ ২০২৫, ১৫ আগস্ট।

•টাকা বিতরণ করা হবে (সম্ভাব্য) সেপ্টেম্বর ২০২৫ থেকে।

আরও পড়ুন:- 2002 voter list download west bengal: পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ হয়েছে! এখনি ডাউনলোড করুন।

Leave a Comment