রাজ্যে বিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ: জানুন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য। WB School Teacher Job Recruitment 2024
রাজ্যে বিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ:
পূজোর মধ্যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। আবারও শিক্ষক পদে কর্মী নিয়োগের জন্য রাজ্য সরকার দ্বারা একটি সরকার অনুমোদিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, রাজ্যে একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ করা হবে। শুধু মাত্র নির্দিষ্ট কোনো বিষয়ের জন্য না রাজ্যের একলব্য মডেল স্কুলে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে এই নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতির মাধ্যমে। এমনকি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আগ্রহ যোগ্য প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তো আসুন বেশি দেরী না করে জেনে নেওয়া যাক রাজ্যে একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার হিসাবে চুক্তিভিত্তিক পদ্ধতির মাধ্যমে নিয়োগ হওয়ার জন্য সরকার থেকে কি কি শর্ত রাখা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
Table of Contents
এই শিক্ষক পদে নিয়োগের জন্য বিস্তারিত বিষয়সূচীগুলি নিম্নে আলোচনা করা হলো।
Employment No.-
1342 / 1 (11)/ BCW/ Pas. BDN
Recruitment Agency-
Eklavya Model School
কোন কোন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে? এবং সেই সম্পর্কিত তথ্য নিম্নে ছকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। রাজ্যে বিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ
বিষয়, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন:
বিষয় | শিক্ষাগত যোগ্যতা | মাসিক বেতন |
রসায়নবিদ্যা | যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.S.C অনার্স কোর্স সম্পন্ন হতে হবে এবং এর পার্শ্ববর্তী NCTE অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E.D পাশ থাকতে হবে। | উল্লেখিত এই বিষয়ে শিক্ষক হিসাবে কর্মে নিযুক্ত হওয়ার জন্য মাসিক ১২,০০০/- টাকা বেতন ধার্য করা হয়েছে সরকার থেকে। |
সাঁওতালি ভাষা | সাঁওতালি ভাষাতে B.A অনার্স পাশ হতে হবে এবং NCTE অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে B.E.D পাশ হতে হবে। | উল্লেখিত এই বিষয়ে শিক্ষক হিসাবে কর্মে নিযুক্ত হওয়ার জন্য মাসিক ১২,০০০/- টাকা বেতন ধার্য করা হয়েছে সরকার থেকে। |
ইতিহাস | ইতিহাস বিষয়ে অনার্স পাশ হতে হবে এবং NCTE অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে B.E.D পাশ হতে হবে। | উল্লেখিত এই বিষয়ে শিক্ষক হিসাবে কর্মে নিযুক্ত হওয়ার জন্য মাসিক ১২,০০০/- টাকা বেতন ধার্য করা হয়েছে সরকার থেকে। |
বয়সসীমা:
সরকারি নিয়ম অনুযায়ী উপরিউক্ত প্রতিটি পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে ২০২৪ সালের ১ লা জানুয়ারি থেকে হিসাব করে ১৮ বছর থেকে শুরু করে ৩৮ বছরের মধ্যে।
প্রয়োজনীয় নথিপত্র:
১) জন্মের শংসাপত্রের পরিচয় পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড প্রয়োজন।
২) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে প্রয়োজন আবেদন প্রার্থীর আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র।
৪) জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়।
বিঃ দ্রঃ- প্রতিটি নথিপত্রের কপি জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আরও পড়ুন- New Rules 2024: 1 October থেকে সিম কার্ডের নতুন নিয়ম, গ্রাহকদের জন্য জরুরি খবর!
আবেদন পদ্ধতি:
সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন জানানোর প্রতিবেদনের শেষে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করে, তার সঙ্গে চাওয়া সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
সরকারি নিয়ম অনুযায়ী উক্ত বিষয়গুলোতে শিক্ষক নিয়োগ করার জন্য প্রথমে Academic Qualification দেখা হবে এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান:
উপরে আলোচিত বিষয়গুলির জন্য শিক্ষক নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলার Eklavya Model Residential School -এ। (বিদ্যালয়ের ঠিকানা- রঘুনাথপুর, পোঃ বোনকাটি, থানা- কাঁকসা, জেলা- পশ্চিম বর্ধমান)। রাজ্যে বিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ
আবেদনপত্র জমা করার ঠিকানা:
Office of the PO- cum- DWO, BCW & TD, Paschim Bardhaman, 1st Floor / 2nd Floor, SDO Office Building, Asansol, PIN- 713304।
আবেদন জানানোর শেষ তারিখ:
আবেদন জানানোর শেষ তারিখ ও সময় ২০২৪ সালের ৫ ই নভেম্বর বিকেল ৪ টার মধ্যে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ:
Official Website Link- | Click Here |
Official Notification Link- | Download Now |
Application Form Download Link- | Apply Now |
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।