আর চিন্তা নেই রেশন কার্ড নিয়ে! কেন্দ্রীয় সরকারের এই বড়ো ঘোষণায় জনগণের সবথেকে বড় সমস্যা দূর হল।
রেশন কার্ড নিয়ে! কেন্দ্রীয় সরকারের এই বড়ো ঘোষণা
বর্তমানে দেশের নাগরিক হিসেবে এক গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল আধার কার্ড। যেকোনো অফিসিয়াল কাজে , বিদ্যালয় ও কলেজের ভর্তি আবেদন, ব্যাংকের কাজ হোক কিংবা সরকারি কোন আবেদন,এই সবকিছুতেই আধার কার্ড গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বড়ো ভূমিকা পালন করে। এদিকে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, আধার কার্ডের সাথে প্রয়োজনীয় নথি লিঙ্ক করানো জুরুরী যেমন -প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক একাউন্ট সাথে। কিন্তু সম্প্রতি কালে সাধারণ মানুষের কাছে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা জন্য বিশেষ আপডেট এল।
এখনও যারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেনি এবার তাঁদের বড় স্বস্তি মিলতে চলেছে। এখন আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার জন্য পিছিয়ে দেওয়া হল সময়সীমা।আগে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করানো শেষ সময়সীমা ছিল ৩০ জুন। কিন্তু এবার এই সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হল। বাড়ানো হল ৩ মাস। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করাতে পারেন , আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রেশন কার্ড নিয়ে! কেন্দ্রীয় সরকারের এই বড়ো ঘোষণা।
Table of Contents
সরকার ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে PDS এর অধীনে সুযোগ সুবিধা পেতে হলে গ্ৰাহকদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছিল। আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক যদি নিদির্ষ্ট সময় মধ্যে না করলে PDS এর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল।এর জন্য নিদির্ষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সম্প্রতি এই নিদের্শে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এখনও যারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেনি এবার তাঁদের বড় স্বস্তি মিলতে চলেছে। এখন আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার জন্য পিছিয়ে দেওয়া হল সময়সীমা।আগে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করানো শেষ সময়সীমা ছিল ৩০ জুন। কিন্তু এবার এই সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হল। বাড়ানো হল ৩ মাস। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করাতে পারেন , আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রেশন কার্ড নিয়ে! কেন্দ্রীয় সরকারের এই বড়ো ঘোষণা।
রেশন কার্ডের e-KYC কীভাবে করা যাবে?
সূত্রের খবর, রেশন কার্ডের অনলাইন KYC করার জন্য আধার কার্ড আপডেট থাকা খুব প্রয়োজন। যদি কোনো গ্ৰাহক আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে নিকটবর্তী রেশন ডিলারের কাছে যান। তাহলে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে দেওয়া
পাশাপাশি গ্ৰাহকের রেশন e-KYC করিয়ে দেবেন রেশন ডিলার। এছাড়াও ঘরে বসে নিজেরাও KYC আপডেট করতে পারবে।
আরও পড়ুন- চিকেন খেলেও বাড়তে পারে কি হৃদ রোগের ঝুঁকি? কি জানালেন পুষ্টি বিশেষজ্ঞরা?1
KYC আপডেট অনলাইনে
সার্চ ইঞ্জিনে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের একটি অফিসিয়াল লিংক https://food.wb.gov.in/ – এ ক্লিক করে পেজে ঢুকুন।
এরপর সেখানে রেশন কার্ড অপশনের অধীনে থাকা Check the status of your Ration Card অপশনে ক্লিক করুন।
রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা সিলেক্ট করে সঠিকভাবে Captcha Code বসান। এরপর Search অপশনে ক্লিক করুন।
যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তবে আর চিন্তার কিছু নেই। কিন্তু যদি Deactivate দেখায় তাহলে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করে নিতে হবে।
খাদ্য দফতরের যে পেজে আছেন সেখানেই Do E-KYC অপশনে ক্লিক করে নিতে হবে। সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করুন।
নতুন যে পেজ খুলবে সেখানে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।
এবার Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে Submit করুন।
এরপর সমস্ত তথ্য একবার চেক করে Verify and Submit অপশন ক্লিক করুন। এরপরেই রেশন কার্ডটি Active হয়ে যাবে। রেশন কার্ড নিয়ে! কেন্দ্রীয় সরকারের এই বড়ো ঘোষণা।
Official Website Link- Click Here
আরও পড়ুন- Krishak Bandhu Status Check 2024: কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে অবশ্যই স্ট্যাটাস চেক করুন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।