হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা! বাস অতীত, এবার অটো-টোটো নিয়ে বিরাট নির্দেশ!

হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা! বাস অতীত, এবার অটো-টোটো নিয়ে বিরাট নির্দেশ!

হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা

শহরাঞ্চলের রাস্তাঘাটে ছেয়ে গিয়েছে অটো- টোটোয় । প্রায়ই সাধারণ মানুষের মুখে এই অভিযোগই শোনা যায়। সেই সঙ্গেই রাস্তাঘাটে যানজট এবং দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে রাজ্য পরিবহণ দফতর আগেই কড়াকড়ির পথে হেঁটেছিল। কলকাতা হাইকোর্টে এবার বিরাট নির্দেশ দিল।

হাইকোর্ট অটো-টোটো নিয়ে কী নির্দেশ দিল ?

পরিবহণ দফতরের তরফ থেকে ইতিমধ্যেই জাতীয় সড়কের ওপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গেই সুপ্রিমকোর্ট টোটো নিয়ন্ত্রণের জন্য পরিবহণ দফতরকে গাইডলাইন বেঁধে দেওয়ার নির্দেশও দিয়েছেন। হাইকোর্টও এবার একই পথে হাঁটলেন অবৈধ ম্যাজিক ট্রেকার, অটো, টোটো, এবং ই-রিকশা নিয়ে বিরাট নিদের্শ দেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা উঠেছিল। মামলার বয়ান অনুসারে, ঘটনাটি নদিয়ার রানাঘাটে। অভিযোগ, সেখানকার এসবিআই মোড় থেকে পায়রাডাঙা অবধি রাস্তায় অসংখ্যা অটো চলাচলের কারণে যানজট তৈরি হচ্ছে। যে কারণে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

অভিযোগ, এখানেই শেষ নয়! এতকিছুর পরেও ওই রাস্তায় নতুন অটো চলার অনুমোদন দেওয়া হচ্ছে। যে কারণে এই সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এই মর্মে বেশ কয়েকজন অটো চালক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানিতেই হাইকোর্টে নিদের্শ দিয়েছেন ওই সকল যান অবৈধ হলে তা বাজেয়াপ্ত করার।আদালত সেই সঙ্গেই আরও পরামর্শও দিয়েছে অবৈধ যান ধরার জন্য হঠাৎ পরিদর্শনের। এর জন্য আদালত বিশেষ টিম তৈরির করার নির্দেশও দিয়েছেন। (হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা)

হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা
হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একই দিনের শুনানিতে সকলের বক্তব্য শোনার পর হাইকোর্টের নির্দেশ, 8 সপ্তাহের মধ্যে আরটিএ-কে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদিও এই প্রথম নয়, এর আগে বসিরহাট পুরসভায় টোটো নিয়ন্ত্রণ সম্বন্ধিত একটি মামলায় সুপ্রিমকোর্টের তরফ থেকে টোটো নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এক্ষেত্রেও কার্যত একই নির্দেশ দিল হাইকোর্ট।

উল্লেখ্য, 2010 সালে নতুন অটো অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পরিবহণ দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, নতুন অটো অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সেই রাস্তার অবস্থা আগে খতিয়ে দেখতে হবে। তবে অভিযোগ করা হয়েছে রানাঘাটের ওই রাস্তার ক্ষেত্রে ওই নিয়ম মানা হয়নি। (হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা)

Source- Bahrs Global News

আরও পড়ুন- West Bengal Group D Recruitment 2024: অষ্টম শ্রেনী পাশে প্রচুর পরিমাণে গ্রুপ – ডি পদে কর্মী নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন।

আরও পড়ুন- Rose Valley Good News 2024: রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর!রোজভ্যালির টাকা দেওয়ায় ছাড়পত্র, পুজোর আগেই উপকৃত লক্ষাধিক..

Leave a Comment