2002 voter list download west bengal: পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ হয়েছে! এখনি ডাউনলোড করুন।

2002 voter list download west bengal

2002 Voter List Download West Bengal: পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত হল। আপনার আপনাদের বুথ থেকে এই তালিকা ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন ? আপনাদের সুবিধার্থে জন্য আমাদের প্রতিবেদনটিতে তার লিংক নিচে দিয়ে দিয়েছি লিংকে ক্লিক করেই আপনারা ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করে নিন।

২০০২ সালের ভোট তালিকা গুরুত্বপূর্ণ কেন?

আপনারা জানেন যে, ইতিমধ্যেই বিহারে ভোটার ভেরিফিকেশন(SIR) শুরু হয়েছে। তাছাড়াও পশ্চিমবঙ্গে আগস্ট থেকে শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য ২০০২ সালের ভোটার তালিকাকে মান্যতা দেওয়া হবে। এর ফলে ২০০২ সালে যাদের নাম ভোটার তালিকা ছিল তারা খুব সহজেই বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। তাদের ক্ষেত্রে কোন রকম কাগজপত্রের ঝামেলা থাকবে না। তাই আপনাদের এই তালিকায় নাম রয়েছে কিনা? আপনার বাবা-মা বা আত্মীয়স্বজনের নাম রয়েছে কিনা? অবশ্যই চেক করে নিবেন, না হলে অসুবিধা পড়তে হবে।

কিভাবে ২০০২ সালের ভোট তালিকা?

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করার জন্য, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:

প্রথমত, প্রধান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে (CEO West Bengal) যান।

দ্বিতীয়ত, “ELECTORAL ROLL 2002 (Voter List)” বিভাগে ক্লিক করুন।

তৃতীয়ত, আপনার জেলার নাম নির্বাচন করুন।

চতুর্থত, প্রয়োজনীয় তথ্য যেমন – বুথ নম্বর, ইত্যাদি নির্বাচন করুন।

পঞ্চমত, ভোটার তালিকা ডাউনলোড করুন।

গুরুত্বপূর্ণ তথ্য:

আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, ২০০২ সালে আপনি যেই জেলার মধ্যে ছিলেন সেই জেলার আপনি তালিকা দেখবেন কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক নতুন জেলা তৈরি হয়েছে সেই জেলার নাম আপনি এই তালিকা পাবেন না তাই আপনারা ২০০২ সালে আপনার জেলার নাম যেটা ছিল সেই তালিকা দেখবেন।

*যদি আপনি নির্দিষ্ট কোনো জেলার ভোটার তালিকা খুঁজে না পান, তাহলে CEO West Bengal-এর ওয়েবসাইটে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

২০০২ সালের ভোট তালিকা :

পশ্চিমবঙ্গের ২০০২ সালের বেশ কয়েকটি জেলা ভিত্তিক ভোট তালিকা-

* জেলা ভিত্তিক ভোট তালিকা *
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
পশ্চিম মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর
পশ্চিম বর্ধমান
পূর্ব বর্ধমান
পুরুলিয়া
বাঁকুড়া
বীরভূম
কোচবিহার
দার্জিলিং
হুগলি
হাওড়া
জলপাইগুড়ি
কলকাতা
মালদহ
মুর্শিদাবাদ
নদিয়া
উত্তর চব্বিশ পরগণা
দক্ষিণ চব্বিশ পরগণা
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
2002 voter list download west bengal
2002 voter list download west bengal | 2002 voter list download west bengal

বিশেষ দ্রষ্টব্য :- নির্বাচন কমিশন এখনো সমস্ত বুথের তালিকা প্রকাশ করেনি। তাই অনেকেই হয়তো নিজের বুথে তালিকা দেখতে পাবেন না। তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা পরবর্তী সময়ে চেষ্টা করবেন। নির্বাচন কমিশন পরবর্তী সময়ে প্রত্যেক বুথের তালিকা প্রকাশ করবে। আপনারা তখনি তালিকা ডাউনলোড করতে পারবেন ।
এখনও সব তালিকা প্রকাশ হয়নি ওয়েবসাইটে , নির্বাচন কমিশন ধীরে ধীরে সব তালিকা প্রকাশ করছে তাই অপেক্ষা করবেন ও পরে চেষ্টা করবেন।

আরও পড়ুন:- Indian Citizenship Proof: নাগরিকত্বের প্রমাণ আধার নয়, এই ৪ নথি থাকলেই ভারতের নাগরিক হয়ে যাবেন..

Leave a Comment