আধার কার্ড নতুন আপডেট, বিয়ে থেকে বৌভাত সব কাজেই আধার কার্ডের গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি। ভারতের সকল নাগরিকদের জন্য আধার কার্ড সব চেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো সরকারি থেকে শুরু করে বেসরকারি সব কাজেই এই আধার কার্ডের গুরুত্ব অপিসীম। তাই আধার কার্ড নিয়ে নতুন কোনো নিয়ম আসলে তা জেনে রাখা অত্যন্ত জরুরি। আসুন দেখে নেওয়া যাক কি সেই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে।
আধার কার্ডের নতুন নিয়ম
দৈনন্দিন জীবনে চলতে সরকারি বা বেসরকারি সব কাজেই গ্রাহকদের তথ্য যাচাই করার জন্য এই আধার কার্ডের মাধ্যমে আধার অথেনটিকেশন করতে পারবে। সাধারণ মানুষের দ্রুত পরিষেবা দিতে এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই নিয়ম নিয়ে আশা হয়েছে। কারণ আধার অথেনটিকেশন বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা বোঝায় রাখবে। ২০১৬ সালের আধার প্রমাণীকরণ আইন অনুযায়ী এই আধার অথেনটিকেশন ২০২৫ এর অংশমাত্র। আধার অথেনটিকেশন বায়োমেট্রিক এবং আধার OTP এর মাধ্যমেও করা যাবে।
নতুন নিয়মে সাধারণ মানুষের কি সুবিধা?
বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI এর যুগে কে কার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ কাজ আপনার অনুমতি ছাড়াই প্রায় করেই নিতে পারে। তাই এখন থেকে আপনার অথেনটিকেশন বায়োমেট্রিক দিয়ে করলে আপনি ছাড়া আপনার নানা কাজ কোনো ভাবেই করা সম্বভ না। তাছাড়া নানা কাজ খুব দ্রুত এবং সঠিক ভাবে যাচাই করতে এটি একটি বিরাট ভূমিকা পালন করবে।
আধার অথেনটিকেশন কিভাবে ব্যবহার করবেন?
ক) আধার প্রমাণীকরণ ব্যবহার শুরু করতে হলে সরকারি বা বেসরকারি উভয় প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় বা রাজ্য বিভাগে আবেদন জানাতে হবে।
খ) তাদের দরকারি বিবরণ দিতে হবে এবং যা ভারতের অন্য পরিচয় কর্তৃপক্ষ UIDAI এর দ্বারা পর্যালোচনা করা হবে।
গ) যাচাই সম্পূর্ণ হলে বিভাগগুলো তাদের পরিষেবার জন্য আধার অথেনটিকেশন বা আধার প্রমাণীকরণ ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পাবে। এবং এরপর নিয়মিত এই আধার প্রমাণীকরণ ব্যবহার করে তাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে পারবে।
আধার কার্ড নতুন আপডেট

কারা আধার প্রমাণীকরণ ব্যবহার সহজেই করতে পারবে?
দেখুন আধার কার্ড যারা প্রতিনিয়ত আপডেট রাখবে তারা সহজেই যেকোনো কাজে অর্থাৎ সরকারি বা বেসরকারি কাজেই ব্যবহার করতে পারবে এবং যত কাজ সব খুব দ্রুত এবং সঠিক ও সহজেই করতে পারবে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার ৩০০০ টাকা দিবে, কবে থেকে বাড়বে?

বিগত প্রায় ৫ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।