রেশন কার্ডের নতুন নিয়ম: সবাইকে আবারও রেশন কার্ডের কেওয়াইসি করতে হবে! না করলে রেশন সামগ্ৰি পাবেন না! বিস্তারিত জানুন।

রেশন কার্ডের নতুন নিয়ম

রেশন কার্ডের নতুন নিয়ম: আমাদের দেশের নাগরিকদের জন্য অনেক সময় পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড হয়ে ওঠে। যে সমস্ত নাগরিকদের রেশন কার্ড রয়েছে, তাঁদের জন্য বড় খবর! কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থায় বেশকিছু নতুন নিয়ম চালু করেছেন। যাতে প্রকৃত উপভোক্তারা সঠিকভাবে রেশন সামগ্ৰি পেতে পারেন। এই নিয়মে ফলে জাল কার্ডধারীরা বাদ পড়ে যান। কেন্দ্রের নতুন নিয়মে, রেশন কার্ড থাকলে এখন থেকে মানতেই হবে এই নিয়ম। কি এই নতুন নিয়ম? বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মগুলো কী কী ?

প্রতি পাঁচ বছর অন্তর একবার ই-কেওয়াইসি:

এবার থেকে যে সমস্ত নাগরিকদের রেশন কার্ড রয়েছে, তাঁদের প্রতি পাঁচ বছর অন্তর একবারই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক। তার মানে, আধার নম্বর, মোবাইল নম্বর, ও অন্যান্য দরকারি তথ্য দিয়ে নিজের পরিচয় সরকারকে জানাতে হবে। ঠিক যেমন – ব্যাংকে কেওয়াইসি করতে হয়।

আলাদা রেশন কার্ডের বয়সসীমা:

এই নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত নাগরিকদের ১৮ বছর হওয়ার আগে নিজেদের আলাদা রেশন কার্ড তৈরি করতে পারবেন না। কিন্তু আগে অনেক জায়গায় দেখা যেত যে , ১৪-১৫ বছর বয়সে আলাদা কার্ড নেওয়া হচ্ছে, এবার সেটা বন্ধ হবে।

৬ মাস একবারও রেশন না তুললে বিপদ!

যদি কোন রেশন কার্ডধারী টানা ছ’মাস থেকে একবারও রেশনসামগ্ৰি না তোলেন, তাহলে তাঁর রেশন কার্ড অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছু নেই – রাজ্য সরকারকে সেই কার্ড ফের চালু করার সুযোগ দিতে হবে তিন মাসের মধ্যে।

৫ বছরের কম বয়সি শিশুদের জন্য নতুন নিয়ম

যেসব শিশুদের ৫ বছরের কম বয়সি, তাঁদের ক্ষেত্রেও আধার নম্বর থাকলে তোলা যাবে রেশনসামগ্ৰি। আর যখনি ৫ বছর বয়স সম্পন্ন হবে, তখনি সেই সমস্ত শিশুদের এক বছরের মধ্যে তাঁদের ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।

এই নিয়মগুলো করার কারণ কী?

কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, বেশিরভাগ জায়গায় ভুয়ো রেশনকার্ডে মাধ্যমে রেশনসামগ্ৰি তোলা হচ্ছে। এর পাশাপাশি অনেক গরিব পরিবারগুলো ঠিকমতো রেশন পাচ্ছেন না, যাতে এই পরিবারগুলো সঠিকভাবে রেশনসামগ্ৰির সুবিধা পেতে পারেন।

এই নতুন নিয়ম চালু হলে কী কী হবে?

কেন্দ্রর তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন নিয়ম চালু হলে কিছু ক্ষেত্রে ভালো হবে। যেমন-

•প্রকৃত সুবিধাভোগীরা রেশনসামগ্ৰি পাবেন।

•জাল কার্ড বন্ধ হবে।

•রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে।

রেশন কার্ডের নতুন নিয়ম
রেশন কার্ডের নতুন নিয়ম
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরিশেষে বলা যায়, রেশন কার্ড সচল রাখতে গেলে এবার থেকে আপনাদের নিয়মগুলো মানতেই হবে। সময়মতো ই-কেওয়াইসি করতে হবে, নিয়মিত রেশনসামগ্ৰি তুলতে হবে, না হলে রেশনকার্ড বন্ধ হয়ে যেতে পারে। তাই এখন থেকেই নথিপত্র গুছিয়ে রাখুন, নিয়ম মতো কাজ করে নিন – যাতে আপনাদের ভবিষ্যতে সমস্যা পরতে না হয়।

আরও পড়ুন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ২০২৫: পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা নিবিড় সংশোধন! আপনার বয়স অনুযায়ী কী কী নথিপত্র লাগবে? দেখুন..

Leave a Comment