নয়া আয়কর বিল প্রত্যাহার করে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন1

নয়া আয়কর বিল প্রত্যাহার করে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

নয়া আয়কর বিল প্রত্যাহার

এই বছরের ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনে নয়া আয়কর বিল পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শুক্রবার সেই বিল প্রত্যাহার করে নিলেন তিনি ৷

নয়া আয়কর বিল প্রত্যাহার করে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শুক্রবার লোকসভায় এই বিল বাতিল করা হয় ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নির্বাচিত কমিটির প্রস্তাব অনুুযায়ী কয়েকটি পরিবর্তন করার পর পুনরায় এই বিল আনা হবে ৷ আগামী 11 অগস্ট আয়কর বিল, 2025-এর নতুন সংস্করণ পেশ হবে লোকসভায় ৷

1961 সালের আয়কর আইনের বদলে এই নয়া আইন আনছে মোদি সরকার ৷ গত বাজেটে এ কথা ঘো৷ষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সূত্রের খবর, নির্বাচিত কমিটির অধিকাংশ প্রস্তাব কার্যকর করা হবে নতুন আইটি বিলে ৷ এই বিলের একাধিক সংস্করণের থাকলে তা জনমানসে ধন্দ তৈরি হতে পারে বলে মনে করছে সরকার ৷ তাই সবরকম পরিবর্তন করে একটি নতুন বিল আগামী সোমবার লোকসভায় পেশ করা হবে ৷

নয়া আয়কর বিল প্রত্যাহার: নয়া আইটি বিল পর্যালোচনার কমিটির নেতৃত্বে রয়েছেন বৈজয়ন্ত পাণ্ডা ৷ এই বিলটি প্রথমবার 13 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে লোকসভায় পেশ করা হয়েছিল ৷ কিন্তু এরপরই বিলটি পর্যালোচনার জন্য নির্বাচিত কমিটির কাছে পাঠানো হয় ৷ এই কমিটিতে 31 জন সদস্য রয়েছেন ৷ তাঁরা বিলে পরিবর্তন করা নিয়ে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন ৷

এই বিলে কী কী থাকতে চলেছে তা নিয়ে সরকারি সূত্রে কয়েকটি তথ্য পাওয়া গিয়েছে ৷ আয়কর-ব্যবস্থাকে আরও সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে এই বিলে ৷ তাছাড়া এর আগের আয়কর আইনে এমন কয়েকটি ব্যবস্থা ছিল যা বর্তমানে প্রাসঙ্গিকতা হারিয়েছে ৷ সেগুলি নতুন আইনে থাকছে না ৷

নয়া আয়কর বিল
নয়া আয়কর বিল
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এর সঙ্গে তথ্য সংগ্রহ থেকে শুরু করে আয়কর সংক্রান্ত আরও নানা বিষয়ে ভালোভাবে ডিজিটাল মাধ্যমের ব্যবহার করার দিকেও গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ ছ’দশক আগের আইনে আয়কর জমা করা থেকে শুরু করে কয়েকটি বিষয়ে জটিলতা ছিল বলে মনে করা হচ্ছে ৷ সেসব এই আইনে থাকবে না বলে জানিয়েছে সরকারের ওই সূত্র ৷ মামলার সংখ্যা কমিয়ে আনাও লক্ষ সরকারের ৷ তাছাড়া একক ‘সিঙ্গল ট্যাক্স ইয়ার’ গঠনের কথাও ভাবছে অর্থমন্ত্রক ৷

সংশোধিত ভোটার লিষ্ট ২০০২ সালের! 2002 Voter List Download

Leave a Comment