WBSSC Group C and D Exam 2025 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBSSC Group C and D Exam 2025

বিষয় সূচী:-

Polity Question and Answer:

1) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর – ডাঃ রাজেন্দ্র প্রসাদ।

ভারতের রাষ্ট্রপতি আসেন পরোক্ষ নির্বাচন মারফৎ।
ভারতের রাষ্ট্রপতির কথা বলা আছে Part-V [52-151]

ভারতের রাষ্ট্রপতি হতে গেলে যোগ্যতা লাগে –
ক) ভারতীয় নাগরিক হওয়া। খ) 35 বছর বয়স হওয়া।
গ) সরকারি কোনো লাভজনক পদে না থাকা।
ঘ) 50 জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত ও বাকি 50 জন নির্বাচক দ্বারা মনোনীত হওয়া।

Article PETQOI

P – President (রাষ্ট্রপতি) [52]
E – Election (নির্বাচন) [54]
T – Term (সময়কাল) [56]
Q – Qualification (যোগ্যতা) [58]
O – Oath (শপথগ্রহণ) [60]
I – Impeachment (পদচ্যুত করণ) [61]

রাষ্ট্রপতির ভোটে ভোট দেন কারা? – বিশেষ নির্বাচনী সংস্থা = নির্বাচিত MPs (সাংসদ ) + MLAs (বিধায়ক)

2) ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর – সর্বপল্লী রাধাকৃষ্ণন।

উপ-রাষ্ট্রপতির কাজ শুরু হয় রাষ্ট্রপতির পদ শূন্য হলে। রাষ্ট্রপতির পদ শূন্য হয় কখন?

ক) হঠাৎ মৃত্যু। (Sudden Death) খ) পদত্যাগ। (Resign) গ) পদচ্যুত। (Removal/Impeachment) ঘ) দীর্ঘদিন অনুপস্থিত। (Long Term Absence)

উপ-রাষ্ট্রপতির সারাবছরের কাজ হবে রাজ্য সভার চেয়ারম্যান হিসাবে কাজ করা। রাষ্ট্রপতি যখন থাকবে না তখন সেই পদ বা রাষ্ট্রপতির পদ সামলাবে ক্রমানুসারে উপ-রাষ্টপতি তারপর সুপ্রিম কোর্টের বিচারক তারপর সুপ্রিম কোর্টের বরিষ্ট বিচারক।

উপ-রাষ্ট্রপতির যোগ্যতা

ক) ভারতীয় নাগরিক হওয়া। খ) 35 বছর বয়স হওয়া। গ) সরকারি কোনো লাভজনক পদে না থাকা।
ভারতের উপ রাষ্ট্রপতির কথা বলা আছে Article 63 তে।

WBSSC Group C and D Exam 2025

3) ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর – জহরলাল নেহেরু।

ভারতের অফিসিয়াল হেড – রাষ্ট্রপতি কিন্তু ভারতের রিয়াল হেড প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার কথা অনুসারে চলেন। (Article 74)
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সব বিষয়ে অবগত করেন। (Article 78)
প্রধানমন্ত্রী সাধারণত লোকসভার ভোট জিতে আসেন। কিন্তু কখনও কখনও তিনি রাজ্য সভার ভোট জিতেও আসতে পারেন। উদাহরণ- ক) ইন্দ্রীরা গান্ধী। খ) মনমোহন সিং।

যদি কোনো দলের সংখ্যা গরিষ্ঠতা না থাকে তাহলে রাষ্ট্রপতি যে কাওকে প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারেন। কিন্তু 6 মাসের মধ্যে তাকে তাঁর সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হয়। (WBSSC Group C and D Exam 2025)

4) ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন?

উত্তর – G.V Mavalankar.

Parliament (সংসদ) – ক) রাজ্যসভা (উচ্চকক্ষ) খ) লোকসভা (নিম্নকক্ষ)
রাজ্যসভার প্রত্যেক সদস্যরা অভিজ্ঞ এবং লোকসভার সদস্যরা কিছু অভিজ্ঞ ও কিছু থাকে অ-অভিজ্ঞ।
রাজ্যসভার প্রধান – চেয়ারম্যান (ভারতের উপ-রাষ্ট্রপতি) যখন রাষ্ট্রপতি অনুপস্থিত থাকেন তখন উপ- রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাজ করেন এবং তখন এই চেয়ারম্যান এর কাজ সামলায় ডেপুটি চেয়ারম্যান।

[ভারতের পার্লামেন্টের কোন কক্ষের প্রধান রাজ্যসভার প্রধান সেই কক্ষের মেম্বার/সদস্য নয়? উত্তর – রাজ্যসভার চেয়ারম্যান (ভারতের উপরাষ্ট্রপতি)] {WBSSC Group C and D Exam 2025}

লোকসভার প্রধান – স্পিকার এবং স্পিকার অনুপস্থিতি থাকলে ডেপুটি স্পিকার সেই কাজ সামলায়।
1952 সালের রাজ্যসভার নাম ছিল Council of State এবং 1954 সাল থেকে নাম হয় রাজ্যসভা, বর্তমানে দুটো নামই চলছে। ঠিক তেমনই 1952 সালে লোকসভার নাম ছিল House of People এবং 1954 সালে লোকসভা নাম হয়, বর্তমানে দুটো নামই চলছে। WBSSC Group C and D Exam 2025

WBSSC Group C and D Exam 2025
WBSSC Group C and D Exam 2025 | WBSSC Group C and D Exam 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

5) ভারতের রাষ্টপতির পূর্ব সুপারিশ ছাড়া কোন ধরনের বিল লোকসভায় উপস্থাপন করা সম্ভব নয়?

উত্তর – অর্থ বিল (Money Bill)

Parliament এর আইন তৈরি হয় অধিবেশনের সময়ে-
Parliament এ 3 প্রকারের অধিবেশন হয় –
ক) বাজেট অধিবেশন (Jan – May) দীর্ঘ কালীন অধিবেশন।
খ) বাদল অধিবেশন ( July – Sept)
গ) শীতকালীন অধিবেশন (Nov – Dec) স্বল্পকালীন অধিবেশন।
সংবিধান অনুসারে কম পক্ষে 2 টি অধিবেশন বাধ্যতামূলক।
দুটো অধিবেশনের মাঝে সর্বোচ্চ গ্যাপ থাকে 12/2 = 6 মাস।

বিল কত প্রকার ও কি কি?

3 প্রকার –
ক) Ordinary Bill (সাধারণ বিল) – এই বিল RS ও LS এ ওঠে।
খ) Financial Bill ( আর্থিক বিল) – এই বিল শুধুমাত্র LS এ ওঠে।
গ) Constitutonal Amendment Bill (সংবিধান সংশোধন বিল) – এই বিল RS ও LS এ ওঠে।


Financial Bill রাষ্ট্রপতির পূর্ব সম্মতি নিয়ে লোকসভায় ওঠে, এই বিল লোকসভায় বিশেষ সংখ্যা গরিষ্ঠতা দ্বারা পাশ হয়। তারপর এই বিল রাজ্যসভায় 14 দিন থাকে এবং যদি কোনো সমস্যা রাজ্যসভা লোকসভায় জানায় সেই রাজ্যসভার আবেদন লোকসভা গুরত্ব দিবে কিনা ওটা লোকসভার নিজের ইচ্ছে, অর্থাৎ গুরুত্ব দিতেই পরে নাও দিতে পারে। এবং এই Financial Bill এর কিছু বিল Money Bill থাকে এবং এই Money Bill এ রাষ্ট্রপতি Signature করতে বাধ্য থাকেন। WBSSC Group C and D Exam 2025

6) ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন একটানা কত বছর জারি রাখা যায়?

উত্তর – 3 বছর।

জরুরী অবস্থা (Emergency Provisions) [Part – 18 (Article 352-360)]

352 জাতীয় জরুরী অবস্থা (National Emergency)
356 রাজ্যের জরুরী অবস্থা (State Emergency) / রাষ্ট্রপতি শাসন (President Rule) / সংবিধানের জরুরী অবস্থা (Constitutinal Emergency)
360 আর্থিক জরুরী (Financial Emergency)

জাতীয় জরুরী অবস্থা কখন ডাকে?

ক) যুদ্ধ/বহিঃ শত্রুর আক্রমণ হলে।
খ) সেনা অভ্যুত্থান/সেনা বাহিনী বিদ্রোহ করলে। (Amed Rebellion)
জাতীয় জরুরী অবস্থা 3 বার জারি হয়েছে –
ক) Indo-China War (1962)
খ) Indo-Pak War (1971)
গ) Internal Disturbance (1975)

রাজ্যের জরুরী অবস্থা কখন ডাকে?

যখন কোনো রাজ্য সংবিধান মেনে না চলে তখন রাজ্যপাল রাষ্ট্রপতিকে জানালে এই রাষ্ট্রপতি শাসন চালু হয়। [ পশ্চিমবঙ্গে দাবি উঠে অভয়া কান্ড নিয়ে তবে রাষ্ট্রপতি শাসন চালু হয়নি]
রাজ্যের জরুরী অবস্থা 126 বার জারি হয়েছে –
সব থেকে বেশি জারি হয় মনিপুরে 11 বার এবং সর্ব প্রথম (1951) ও সবচেয়ে বেশি সময় ধরে জারি হয়েছিল পাঞ্জাব, প্রায় 2500+ বেশিদিন ধরে।

Financial Emergency এই পর্যন্ত জারি হয়নি কিন্তু জারি হওয়ার সম্ভাবনা দেখা যায় 1991 এবং 2020 (COVID-19)

8) ভারতের আর্থিক জরুরী অবস্থা কতবার জারি হয়েছিল?

উত্তর – 0 বার মানে জারি হয়নি। তবে হওয়ার সম্ভাবনা দেখা যায় 1991 এবং 2020 (COVID-19).

9) ভারতের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর – উপ-রাষ্ট্রপতি (Vice President)

10) ভারতের মুখ্য আইন অফিসার কে? (Indian Chief Law Officer)

উত্তর – এটর্নী জেনারেল (Atorney General)
ভারতের সর্বোচ্চ উকিল তবে কোনো বেতন নেই কাজের দিন হিসাবে টাকা পান, এনার যোগ্যতা সুপ্রিম কোর্টের বিচারকের সমতুল্য। ইনি ভারতের পার্লামেন্টের যেকোনো কক্ষে অধিবেশনে অংশগ্রহণ এবং বক্তব্য রাখতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না। এবং ইনি ভারতের যেকোনো কোর্টে যেতে পারেন। এই পোস্টটি পুরোপুরি পলিসিটাল যখন যে দল থাকবে সেই দলের পছন্দ মতো যাকে খুশি নিয়োগ করতে পারে, বর্তমানে এই পোষ্টে R. Venkataramani রয়েছেন। WBSSC Group C and D Exam 2025

জরুরী অবস্থার সময়কাল

জাতীয় জরুরী অবস্থা প্রথমে 6 মাস এবং যতদিন না সমস্যা শেষ হচ্ছে ততদিন ধরে চলে অর্থাৎ অনির্দিষ্টকাল পর্যন্ত।
রাজ্যের জরুরী অবস্থা প্রথমে 6 মাস এবং সর্বচ্চো 3 বছর।
আর্থিক জরুরী অবস্থা প্রথমে 6 মাস এবং যতদিন না সমস্যা শেষ হচ্ছে ততদিন ধরে চলে অর্থাৎ অনির্দিষ্টকাল পর্যন্ত।

11) ভারতের লোকসভার স্পিকারকে কে নির্বাচন করেন?

উত্তর – লোকসভার সদস্যরা (MPs+MLAs) নির্বাচন করেন।

12) ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তর – লোকসভার স্পিকার। মূলত ভারতে 3 টি অধিবেশন রয়েছে কিন্তু এই 3টি ছাড়াও একটি যৌথ অধিবেশন (Joint Session) হয় যদি কোনো একটা বিল নিয়ে লোকসভায় এবং রাজ্যসভায় মধ্যে দ্বন্দ্ব (Dead Lock) তৈরি হয়েছে।
কখন এই যৌথ অধিবেশন ডাকেন?
যদি কোনো বিল দীর্ঘ 6 মাসে ধরে পরে থাকলে এই যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতির দ্বারা। এই যৌথ অধিবেশন সভাপতিত্বে করেন লোকসভার স্পিকার তারপর ডেপুটি স্পিকার তারপর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তারপর পার্লামেন্টের যেকোনো সদস্য।

13) ভারতের কোথায় এবং কার সুপারিশে অর্থ বিল উত্থাপিত হয়?

উত্তর – লোকসভাতে এবং লোকসভার স্পিকার এর দ্বারা।

14) ভারতের রাজ্যসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

উত্তর – 250 জন।
রাজ্যসভায় সর্বচ্চো 250 জন সদস্য কিন্তু বর্তমানে 245 জন রয়েছেন এবং 12 জন ব্যাক্তি মনোনিত সদস্য। অর্থাৎ নির্বাচিত সর্বোচ্চ সদস্য 238 হতে পারে। বর্তমানে 245-12=233 জন নির্বাচক সদস্য। রাষ্ট্রপতি 4 টি ক্ষেত্র থেকে 12 জন মনোনিত প্রার্থী বেছে নেন। ক্ষেত্রগুলো যথাক্রমে – সাহিত্য (Literature), কলাবিদ্যা (Arts), বিজ্ঞান (Science), সমাজসেবা (Social Service) [LASS]

15) প্রতি দুই বছর অন্তর রাজসভায় কতজন সদস্য কে অবসর নিতে হয়?

উত্তর – 1/3rd

16) ভারতের রাজ্যসভার কার্যকাল কত বছর?

উত্তর – স্থায়ী কক্ষ।

17) রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বলে?

উত্তর – চেয়ারম্যান।
রাজ্যসভার সময়কাল স্থায়ী কক্ষ এবং রাজ্যসভার সদস্য এর সময়কাল 6 বছর, প্রতি দুই বছর অন্তর 1/3rd করে Retire করেন।
লোকসভার সময়কাল 5 বছর এবং লোকসভার সদস্যদেরও সময়কাল 5 বছর। WBSSC Group C and D Exam 2025

CAA Big Update 2025: CAA তে আবেদন করতে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে! কোন জেলায় কোথায় দিচ্ছে এই ভিডিওতে দেখুন

18) চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর – ডেপুটি চেয়ারম্যান।

19) ভারতের উপ রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি সংক্রান্ত প্রস্তাব কোথায় উত্থাপিত হয়?

উত্তর – রাজসভায়।

রাষ্ট্রপতির অপসারণ (Impeachment – Article 61)
Parliament এর RS বা LS যেকোনো একটা কক্ষে তোলা হয়, এবং 1/4 সদস্য-র সাপোর্ট লাগবে এবং পরে সেই কক্ষেই বিশেষ সংখ্যা 2/3 গরিষ্ঠতা দ্বারা পাশ হলে তারপর সেটা যায় পরের কক্ষে।
এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে সরানো হয়নি।

উপ-রাষ্ট্রপতির অপসারন (পদচ্যুত/Removal)
Parliament এর RS এ তোলা হয়, LS তে তোলা হয় না। RS এ ওঠার পর সেটা LS এ যায়।

20) ভারতের লোকসভায় সদস্য সংখ্যা অনধিক কতজন হতে পারে?

উত্তর – 550 জন।

21) ভারতের দুটি রাজ্যের নাম করো যেখানে রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট?

উত্তর – বিহার, কর্ণাটক।

Parliament (কেন্দ্রীয় আইনসভা) এর দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা।
State Legislature (রাজ্য আইনসভা) আবার দুটি কক্ষ রয়েছে – State Legislative Assembly (রাজ্য বিধানসভা) {States 28+UTs 3} [SLA] এবং State Legislative Council (রাজ্য বিধান পরিষদ-পশ্চিমবঙ্গে 1969 অবদি রাজ্য বিধান পরিষদ ছিল) {States 6} [SLC]
যে 6 রাজ্যে রাজ্য বিধান পরিষদ আছে – MKUBAT
M – Maharastra
K – Karnataka
U – Uttrakhand
B – Bihar
A – Andhra Pradesh
T – Telengana

22) ভারতীয় পার্লামেন্টের অর্থ সংক্রান্ত একটি কমিটির নাম উল্লেখ করো।

উত্তর – Estimate Committee.

23) ভারতের লোকসভার নেতা কে?

উত্তর – প্রধানমন্ত্রী।
Parliament-র কমিটি এর চেয়ারম্যান কে নিয়োগ করেন লোকসভার স্পিকার এবং কিছু কমিটি চেয়ারম্যান LS স্পিকার হন।
LS Leader – PM তবে যদি PM রাজ্যসভার ভোট জিতে আসে তবে তিনি সংখ্যা গরিষ্ঠ দল/তাঁর পছন্দের লোকসভার সদস্যদের মধ্যে থেকে কাওকে LS Leader হিসাবে পছন্দ করেন। Leader of Opposition (বিরোধী দলনেতা) বিরোধী হতে গেলে সেই দলকে লোকসভায় কম পক্ষে 10% ভোট পেতে হয়।

কোরাম কি? – যে সংখ্যক মেম্বার না থাকলে লোকসভা/রাজ্যসভা/রাজ্য বিধানসভার কাজকর্ম/অধিবেশন হয়না, তাকে কোরাম বলে। এই কোরাম হতে গেলে কমপক্ষে 1/10 মেম্বারকে উপস্থিত থাকতে হয়।

24) ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে?

উত্তর – মন্ত্রীসভা ও প্রধানমন্ত্রী।

25) বর্তমানে ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত জন?

উত্তর – 543 জন।

26) ভারতের লোকসভায় অঙ্গরাজ্য গুলির প্রতিনিধি সংখ্যা সর্বাধিক কত?

উত্তর – 530, LS Max 550 ( 530 রাজ্য থেকে এবং 20 কেন্দ্রশাসিত অঞ্চল থেকে) [বর্তমানে 543 জনের মধ্যে রাজ্য থেকে 530 জন এবং 13 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রয়েছে]

27) ভারতের লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যদের সংখ্যা কত?

উত্তর – বর্তমানে 0 পূর্বে 2 ছিল।

28) ভারতের লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিনিধি সংখ্যা সর্বাধিক কত?

উত্তর – 20 জন।

29) ভারতের লোকসভার সদস্য পদ প্রার্থীদের ন্যূনতম বয়স কত?

উত্তর –
লোকসভা+রাজ্যে বিধানসভা এই দুটো ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হতে গেলে কম করে 25 বছর হতে হয়।
রাজ্যসভা+রাজ্যে বিধান পরিষদ – 30 বছর।
রাষ্ট্রপতি+রাজ্যপাল+ উপ রাষ্ট্রপতি – 35 বছর
30) ভারতের রাষ্ট্রপতি নির্বাচক মন্ডলী কারা?
উত্তর – MPs এবং MLAs.

31) তত্ত্বগতভাবে ভারত রাষ্টের প্রধান কে?

উত্তর – রাষ্ট্রপতি।

32) ভারতের পার্লামেন্টের প্রতি কক্ষের অধিবেশনে কে আহবান করেন?

উত্তর – রাষ্ট্রপতি।

33) ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা আডিনান্স জারি করতে পারেন?

উত্তর – যখন পার্লামেন্ট অধিবেশনে থাকেনা। এই অস্থায়ী আইনকে পার্মানেন্ট আইনকে পরিণত করতে গেলে 6 মাস 6 সপ্তাহ সময় লাগে অর্থাৎ 7.5 মাস।

34) ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কত শ্রেণীর মন্ত্রী থাকেন?

উত্তর – 3 প্রকার।
মন্ত্রীর প্রকারভেদ – ক) কেবিনেট মন্ত্রী। খ) রাজ্যে মন্ত্রী। গ) প্রতিমন্ত্রী।

35) ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার ও কি কি?

উত্তর – 3 প্রকার। জাতীয় জরুরী অবস্থা, রাজ্য জরুরি অবস্থা এবং ফিনান্সিয়াল জরুরি অবস্থা।

36) ভারতের ইউনিয়নের শাসন বিভাগীয় ক্ষমতা তত্ত্বগতভাবে কে প্রয়োগ করেন?

উত্তর – রাষ্ট্রপতি।

সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা পরিবর্তনের ক্ষমতা আছে পার্লামেন্টের হাতে –
সাল অনুয়ায়ী বিচারকের সংখ্যা –
1950-56 – 8 জন, 1956-60 – 10, 1960-77 – 13 জন, 1977-86 – 17 জন, 1986-2009 – 25 জন, 2009-2019 – 31 জন এবং 2019- বর্তমান – 34 জন। একজন প্রধান বিচারক এবং বাকি গুলো সহ বিচারক হয়ে কাজ করেন এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালের 28 জানুয়ারি।

37) ভেটো (Veto) কি?

ভেটো হচ্ছে যখন কোনো বিল পার্লামেন্টে রাষ্ট্রপতির কাছে এই এবং তিনি যদি অসম্মতি দেন তাকেই ভেটো বলে। ভেটো 3 প্রকার Absolute Veto, Suspensive Veto এবং Pocket Veto.

38) ধর্ম নিরপেক্ষতা (Secularism) শব্দের অর্থ কী?

উত্তর – এই কথার অর্থ প্রতিটি ধর্মের প্রতি সমান সম্মান দেওয়া। সংবিধান অনুসারে দুই জায়গায় এই শব্দটি আমরা দেখে থাকি, Presumable (প্রস্তাবনা) এবং Article 25, এই শব্দটি যুক্ত হয়েছে 42 Amendment , 1976.

39) সংসদে আইন করে কবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ বা বর্জনের শর্ত গৃহীত হয়েছিল?

উত্তর – Part – 2 [Article 5-11]


Citizenship (নাগরিকত্ব)


Article 5 ভারতের নাগরিকত্ব, (জন্ম সূত্র, পূর্বপুরুষ এর জন্ম সেই সূত্রে এবং সংবিধান তৈরির ৫ বছর আগে থেকেই ভারতে থাকলে তারা সরাসরি ভারতীয়)


Article 6 পাকিস্থানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্ব, (19 জুলাই 1948 এর আগে পাকিস্তান থেকে ভারতে চলে আসে তারা Automatically Indian Citizenship)


Article 7 ভারত থেকে পাকিস্থান এবং পুনরায় পাকিস্থান থেকে ভারতে আগত নাগরিকদের নাগরিকত্ব, (1 জুলাই 1947 এর পর ভারত থেকে পাকিস্থান এবং পুনরায় পাকিস্থান থেকে ভারতে এসেছে, তারা Indian Citizenship পাবে Registration এর মাধ্যমে।


Article 8 বিদেশে বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্ব, ( যদি কারো বাবা মা বিদেশে থাকে কিন্তু তারা ভারতীয় আর আপনার বিদেশেই জন্ম হয়েছে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাবেন)


Article 9 ভারতের নাগরিক হলে অন্য দেশের নাগরিকত্ব পাওয়া যাবে না, (অন্য দেশের নাগরিকত্ব পেয়ে গেছে যদিও আপনি ভারতীয় তখন আপনার ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাবে)


Article 10 নাগরিকত্ব Continuousion এর জন্য আইন বানাবে পার্লামেন্ট, (নাগরিকত্ব পালন সংক্রান্ত আইন পার্লামেন্ট বানাবে)


Article 11
নাগরিকত্ব অর্জন ও বর্জনের/ আইন বানাবে পার্লামেন্ট। (নাগরিকত্বের গ্রহণ এবং বর্জন/বাতিল সংক্রান্ত আইন বানাবে পার্লামেন্ট)

Citizenship Amendment Act 1955 সালে নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হলো-

এই আইনে বলা হয়েছে যে 5 টি মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার কথা – জন্মসূত্রে (By Birth), বংশসূত্রে (By Descent) নথিভুক্তিকরণ (By Registration- 4+1 years), স্বাভাবিকরণ (Naturalization 10+1 years), অঞ্চলের অন্তরভুক্তিকরণ (Incorporation of Territory)

Losing of Citizenship (Determination and Termination of Citizenship)

স্বেচ্ছায়, বাতিল, বঞ্চিত।

আইনের উদ্দেশ্য
১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের মূল উদ্দেশ্য হল কাকে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা হবে এবং সেই মর্যাদা হারানোর প্রক্রিয়াগুলির জন্য একটি বিস্তৃত কাঠামো প্রদান করা। ভারতীয় জাতীয়তা সম্পর্কিত বিষয়গুলি পরিচালনা করার জন্য আইনটি ভারতের সংবিধানের বিধানগুলির সাথে একত্রে কাজ করে।

Leave a Comment