SIR Draft Roll West Bengal : SIR ৫৮ লক্ষ নাম বাদ, আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন!
SIR Draft Roll West Bengal :
পশ্চিমবঙ্গে ১১ ডিসেম্বর শেষ হয়েছে Enumeration পর্ব অর্থাৎ গণনা ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, SIR Draft Roll West Bengal.
Enumeration পর্ব শেষ হওয়ার পরেই জানা গেল মোট কত ভোটারের নাম বাদ যেতে চলেছে, কমিশনের পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে 58 লক্ষ 8 হাজার 202 জন ভোটারের নাম বাদ যাচ্ছে, এদের মধ্যে রয়েছে মৃত ভোটার (Dead Voters), স্থানান্তরিত ভোটার (Transfered Voters), এছাড়া অনুপস্থিত ভোটার (Absence Voters) , আগামী 16-ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। সেই খসড়া লিস্টে থাকবে না এই বাদ যাওয়া নাম।
Draft Roll : খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই বাড়িতে বাড়িতে সন্দেহজনক ভোটারদের হেয়ারিং নোটিশ পাঠানো হবে। B.L.O দের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা, (Father) মা, (Mother) ঠাকুরদা, ঠাকুর মা, দাদু, (Grand Father & Mother) দিদিমাকে আত্মীয় দেখিয়ে বহু মানুষ SIR এর ফর্ম জমা করেছেন। তাদের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ভোটার রয়েছে।
সেই ভোটারদের আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে আপলোড করতে হবে। এখন পর্যন্ত যা হিসেবে তাতে ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এমন ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে । যাদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা-মা বা আত্মীয়ের নাম আছে এমন ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯ জন।
যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা প্রত্যেকটি বুথে বুথে BLO দের টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে , এছাড়াও অনলাইনে জেলা প্রশাসন থেকে প্রতিটি জেলার বুথ অনুযায়ী বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশিত করতে বলা হয়েছে।

এই প্রতিবেদনে কিভাবে অনলাইনে আপনারা বাদ যাওয়া নামের লিস্ট দেখবেন বিস্তারিত আলোচনা করব। SIR Draft Roll West Bengal
SIR বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন
SIR Deleted Voter List
SIR 2026: BLO আপনার Enumeration Form আপলোড করলো কিনা, কিভাবে বুঝবেন দেখুন, অনলাইন বা অফলাইন
CAA Affidavit PDF Download 2025: CAA তে আবেদন করতে এই ৩ টি Affidavit লাগবেই!

বিগত প্রায় ৫ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।
