Lakshmir Bhandar June Payment: লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনগুণ বেশি দিবে এই মাসে!
Lakshmir Bhandar June Payment:
লক্ষ্মীর ভান্ডারের জুন মাসের টাকা 1000 এর বদলে 3000 এবং 1200 এর বদলে 3600 সোজা ব্যাংক অ্যাকাউন্ট এ। কিভাবে কি করতে হবে? কোন মহিলারা এই সুবিধা পাবে? কোন মহিলারা এই সুবিধা পাবেন না? সমস্ত প্রশ্নের উত্তর এই প্রতিবেদনেই পেয়ে যাবেন। আপনি বা আপনার পরিবারের যদি কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই দেখুন।
পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প রয়েছে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার একটি অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডারের শুরুর পর থেকেই মহিলাদের মুখে চরম তৃপ্তি-র হাসি দেখতে পাওয়া যায়। যার ফল স্বরূপ লোকসভা নির্বাচনের ফলাফল এত বেশি আসনে তৃণমূল কংগ্রেসের উন্নতি ঘটেছে।
লক্ষ্মীর ভান্ডারে শুধুমাত্র ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে যেসব মহিলারা পড়েন তারাই আবেদন করতে পারবে।
Table of Contents
লক্ষ্মীর ভান্ডার কারা পায়?
পশ্চিম-বাংলার মহিলাদের হাত খরচের জন্য রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। কিছু সময়ের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। রাজ্যের যেকোনো মহিলা এই প্রকল্পের আওতায় ১০০০ ও ১২০০ টাকা পেতে পারে। তবে অবশ্যই ওই মহিলার বয়স ২৫ এর উর্দ্ধে হতে হবে।
লক্ষ্মীর ভান্ডারে আবেদন পদ্ধতি:
সম্পুর্ণ অফলাইনে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করা যায়, মূলত দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভান্ডারের আবেদন প্রক্রিয়া সম্পুর্ণ হয়, কিন্তু দুয়ারে সরকার ছাড়াও যেন সাধারণ মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারে তার সু-ব্যবস্থা করে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ BSK-তে এই লক্ষ্মীর ভান্ডারের আবেদন সম্পুর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে কি কি কাগজপত্র লাগে?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম দিকে স্বাস্থ্য-সাথী কার্ড বাধ্যতামূলক করলেও পরবর্তীতে স্বাস্থ্য-সাথী কার্ড আর বাধ্যতামুলক রাখেনি। শুধুমাত্র রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক প্যাসবুক, মোবাইল নম্বর ইত্যাদি থাকলেই অনায়াসে আবেদন করতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডারের সুবিধা:
এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে SC ST মহিলারা প্রথমে ১০০০ টাকা পেতেন এবং General মহিলারা ৫০০ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট এ পেতেন। বর্তমানে এই টাকা দ্বিগুণ করা হয়েছে, ফলে SC ST মহিলারা ১২০০ টাকা এবং General মহিলারা ১০০০ টাকা করে সুবিধা পেয়ে থাকেন। লক্ষ্মীর ভান্ডারের শুধু এই একটা সুবিধা নয়, আরও অনেক যেমন- যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় সেইসব মহিলাদের পরবর্তীতে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ ২৫ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন এবং ৬০ বছর বয়স পেরিয়ে গেলেই Old Age Pension পেতে শুরু করবেন। Lakshmir Bhandar June Payment
জুন মাসে কোন মহিলারা ৩ হাজার এবং ৩৬০০ টাকা পাবে?
যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডারের আবেদন করছে কিন্তু নানারকম ভুলের কারনে তাদের একাউন্ট এ টাকা ঢুকতে পারেনি, বা ব্যাংক ভ্যালিডেশন হতে পারেনি কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ছিল। সেই সব মহিলারা তাদের অ্যাকাউন্টে এপ্রিল থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এক সঙ্গে ৩ মাসের টাকা পাবে। তাই SC ST মহিলারা ১২০০ করে ৩ মাসের এক সঙ্গে ৩৬০০ টাকা এবং General মহিলারা ১০০০ করে ৩ মাসের এক সঙ্গে ৩০০০ টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্ট এ পেতে যাবেন। Lakshmir Bhandar June Payment
আপনি কত পাবেন সেটা অনলাইনে আপনার একাউন্ট ডিটেইলস দিয়ে দেখুন পারেন। তার জন্য অবশ্যই আপনকে লক্ষ্মীর ভান্ডারের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
লক্ষ্মীর ভান্ডারের অফিশিয়াল ওয়েবসাইট লিংক – Cilck Here
লক্ষ্মীর ভান্ডারে শুধুমাত্র এই মহিলাদের ৩০০০/৩৬০০ টাকা ঢুকবে। দেখুন কোন মহিলাদের ঢুকবে, আপনি পাবেন কিনা – Click Here
প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
আরও পড়ুন- Aadhar card big update 2024 অবশ্যই ১৪ই জুনের মধ্যে এই কাজ করে ফেলুন!
বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।