Yuvashree Prakalpa New List 2024: যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশ পেল! দেখুন আপনার নাম তালিকায় রয়েছে তো?

Yuvashree Prakalpa New List 2024: যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশ পেল! দেখুন আপনার নাম তালিকায় রয়েছে তো?

Yuvashree Prakalpa New List 2024

রাজ্য সরকার দ্বারা অনুমোদিত যুবশ্রী প্রকল্পের টাকা কে কে পাবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলো।কাদের নাম রয়েছে ?এই চলতি বছরের (২০২৪) যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায়। Yuvashree Prakalpa New List 2024

যুবশ্রী প্রকল্প :

রাজ্য সরকার দ্বারা অনুমোদিত অনেক প্রকল্পের মধ্যে অন্যতম একটি হলো যুবশ্রী প্রকল্প। যার সাহায্যে দেশের সব বেকার যুবক ও যুবতীদের মাসে মাসে একটি ভাতা দেওয়া হয়। যেখানে আগে মাসে ১৫০০ টাকা দেওয়া হতো কিন্তু বর্তমানে এই প্রকল্পের টাকার পরিমাণ অতিরিক্ত ১০০০ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে আর ১৫০০ নয় ২৫০০ করে টাকা পেতে চলেছেন ২০২৪ – এর যুবশ্রী প্রকল্পের তালিকায় নাম থাকা বেকার যুবক ও যুবতীরা। Yuvashree Prakalpa New List 2024

যুবশ্রী প্রকল্পের সুবিধা :

যুবশ্রী প্রকল্পের সাহায্য দেশের সাধারন বেকার যুবক ও যুবতীদের এক প্রকার আর্থিক সাহায্য করা হবে। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যুবশ্রী প্রকল্প চালু হয়েছিলো। আমাদের দেশের নাগরিকদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের আয়োজন করেছেন। আবার এখন থেকে তিনি যুবশ্রী প্রকল্পের অধীনে থাকা যুবক ও যুবতীদের অতিরিক্ত ১০০০ টাকা করে ভাতা হিসাবে দিচ্ছেন। আগে ১৫০০ টাকা মাসিক অনুদান হিসেবে বরাদ্দ করাছিলো কিন্তু এবার থেকে ১৫০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা করে মাসিক অনুদান দেওয়া হবে। Yuvashree Prakalpa New List 2024

যুবশ্রী প্রকল্পের তালিকায় কিভাবে খুঁজবেন আপনার নাম ?

১. প্রথমত, আপনাকে যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. দ্বিতীয়ত,আবেদনকারীকে নিজস্ব ‘Job Seeker’ id দিয়ে লগ ইন করতে হবে।

৩. তৃতীয়ত,আবেদনকারীকে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

৪. Submit করার পর আপনার সামনে পরবর্তী পেইজ খুলে যাবে, যেখানে আপনি WB যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা পেয়ে যাবেন।

৫. সর্বশেষ সেই তালিকায় আপনার নাম সার্চ করুন।

Yuvashree Prakalpa New List 2024
Yuvashree Prakalpa New List 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Lakshmir Bhandar June Payment: লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনগুণ বেশি দিবে এই মাসে! 1000 এর বদলে 3000 এবং 1200 এর বদলে 3600!

যদি আপনার নাম যুবশ্রী প্রকল্পের তালিকায় থাকে সেক্ষেত্রে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে ?

১. প্রথমে ১১ ই জুন থেকে ৭ ই জুলাই – এর মধ্যে Annexure I ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জমা করতে হবে।

২. যুবশ্রী প্রকল্পের আপনার নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ফর্মটিকে পূরণ করতে হবে।

৩. এরপর ফর্মটিকে নির্ভুল ভাবে পূরন করার পর Annexure I ফর্মটিকে প্রিন্ট আউট করে নিবেন।

৪. দ্বিতীয় ধাপে,Annexure II – এর ফর্ম এবং ব্যাংকের পাসবই – এর প্রথম পৃষ্ঠার জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে।

৫. এই সব কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সব সঠিক থাকলে আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল তালিকায় উঠে যাবে এবং পরর্বতী মাস থেকে আপনিও ২৫০০ করে টাকা পেতে শুরু করবেন।

কিভাবে আবেদন করবেন যুবশ্রী প্রকল্পের জন্য ?

১. এই প্রকল্পের আবেদনের জন্যে প্রথমত আপনাকে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. দ্বিতীয় ধাপে, আপনাকে সেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Job seeker অপশনে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।

৩. এরপর তৃতীয় ধাপে, রেজিস্ট্রেশনের সময় নির্ভুল তথ্য দিয়ে এই প্রকল্পের অনলাইন ফর্ম পূরন করতে হবে।

৪. ফর্মটি সঠিক ভাবে পূরন হলো কিনা সেটা যাচাই করে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

৫. অবশেষে ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। এবং ফর্মের সেই প্রিন্ট আউট টি ৯০ দিনের মধ্যে নিকটবর্তী SDO অফিসে গিয়ে জমা দিয়ে আসলে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন যোগ্য প্রয়োজনীয় নথিপত্র :

১. আবেদনকারীর সমস্ত জরুরী তথ্য ( নিজস্ব বাসস্থানের প্রমাণ পত্র ও জন্ম প্রমাণ পত্র, বৈধ্য পাসফোর্ট, জমির রেকর্ড)।

২. আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট।

৩. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার নথিপত্র।

৪. ব্যাংক অ্যাকাউন্ট – এর বিবরণ।

৫. দুই কপি রঙিন ছবি ও নিজস্ব স্বাক্ষর।

যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য কী কী করণীয় ?

১. যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. রাজ্য ও কেন্দ্র সরকারের অধীনে সেই আবেদনকারী আর কোনো প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য নিতে পারবেন না।

৩. আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রী অর্জন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

যুবশ্রী নতুন পিডিএফ ডাউনলোড করার ভিডিও লিংক – Click Here

প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

আরও পড়ুন- SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন ২৭ শে জুন পর্যন্ত।

Leave a Comment