PM Awas Yojana 2024: তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার বড়োসড়ো উদ্যোগ, আবাস যোজনার টাকা আরও বেশি দেবেন!
PM Awas Yojana 2024:
নরেন্দ্র মোদী গতকাল প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার সিংহাসনে আরোহণ করেন। ২০১৪ ও ২০১৯ এর পরেও মোদীকে সেই একই মেজাজে দেখা গেল।আজ তাঁর তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন। যদিও তিনি ১০বছর এই দ্বায়িত্ব পালন করেছেন তবুও প্রথম দিনের অভিজ্ঞতা সবসময় নতুন হয়। নরেন্দ্র মোদী আজ সকালেই সাউথ ব্লক প্রধানমন্ত্রীর দফতরে যান। সেখানে মন্ত্রীসভা সকলেই উপস্থিতিতে মোদী ৩.০-র কর্মযজ্ঞ শুরু হয়।
সম্প্রতি, তৃতীয়বারের জন্য এনডিএ সরকার বসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে তিন কোটি বাড়ি বানানোর ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সূচনা করেছে সেই প্রকল্পের অধীনে বিপুল সংখ্যক বাড়ি দেওয়ার ঘোষণা করেন। যাদের নিজেদের বাড়ি নেই, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই প্রকল্পে মাধ্যমে বাড়ি পাবেন। গত ১০ বছরের ৪.২১কোটি বাড়ি বানানো হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার লক্ষ এর থেকে কিছুটা বেশি।
Table of Contents
ফাইলে প্রথম স্বাক্ষর
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে অফিসে বসে প্রথমেই কাজ হিসেবে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প “পিএম কিষান নিধি”-র ফাইলে সই করেন।এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান,’আমাদের সরকার কৃষকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই আমি দ্বায়িত্ব গ্ৰহণের পর সবার প্রথমে কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে এই ফাইলে সই করা উচিত বলে মনে হয়েছে। আমি আগামী দিনে কৃষকদের ও কৃষিক্ষেত্রের জন্য আরও কাজ করতে চাই।’জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সই এর পরেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পিএম কিষান নিধির ১৭ তম কিস্তি দেওয়া হবে।যার জন্য ব্যয় হবে ১০ হাজার কোটি টাকা ,৯.৩ কোটি কৃষক উপকৃত হতে পারে।
মন্ত্রীসভার প্রথম সভা
সূত্রের খবর, সেই দিন বিকেলেই মন্ত্রীসভার প্রথম সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি সেই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা এর জন্য অতিরিক্ত প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করার কথা আলোচনা করতে পারবেন। আবার অনেকেই মনে করছেন,এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই যোজনার সুবিধাভোগীদের সহায়তা প্রদানের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বাড়াতে পারেন।
আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!
আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে NDA সংখ্যাগরিষ্ঠ পেয়ে ক্ষমতায় ফিরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীনে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মন্ত্রীসভাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি সেই দিন মোদীর মন্ত্রীসভায় ৭২ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন।এই সভার পর সঠিক ভাবে জানা যাবে কে কোন মন্ত্রকের দ্বায়িত্ব পেতে পারেন।
কেন্দ্রীয় সরকার দেশের যে পরিবারের বাড়ি নেই তাদের জন্য দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের রাড়ি করে দেওয়ার কাজ চলছে। তবে এই কাজটি ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সিংহাসনে বসতেই আরও বেশি ত্বরাণ্বিত হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের (PM Awas Yojana 2024) আওতায় আগের তুলনায় বহু পরিবার বাড়ি পেয়েছেন বা পাচ্ছেন।
PM Awas Yojana 2024
সম্প্রতি, তৃতীয়বারের জন্য এনডিএ সরকার বসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে তিন কোটি বাড়ি বানানোর ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সূচনা করেছে সেই প্রকল্পের অধীনে বিপুল সংখ্যক বাড়ি দেওয়ার ঘোষণা করেন। যাদের নিজেদের বাড়ি নেই, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই প্রকল্পে মাধ্যমে বাড়ি পাবেন। গত ১০ বছরের ৪.২১কোটি বাড়ি বানানো হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার লক্ষ এর থেকে কিছুটা বেশি।
সত্যিই দেশের বহু পরিবার রয়েছে যাদের নিজস্ব বাড়ি নেই । প্রধানমন্ত্রী এহেন মন্তব্য শুনে স্বাভাবিকভাবেই তারাও স্বপ্ন দেখছেন তাদের নিজস্ব একটা বাড়ি হবে। সেই মতো অনেকে আবেদন করার জন্য অপেক্ষায় রয়েছে।এই প্রকল্পের আবেদনের জন্য আবার আবেদনকারীদের এই প্রকল্পে যোগ্য হতে হবে।
Official Website Link Urban – Click Here
Official Website Link Rural – Click Here
প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
আরও পড়ুন- জুনেই কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে? Krishak Bandhu Next Installment Date 2024
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।