Free Laptop & Scooty 2024: এবার সরকার ফ্রিতে, ল্যাপটপ ও স্কুটি দেবে, কীভাবে এর সুযোগ সুবিধা পাবেন দেখে নিন।

Free Laptop & Scooty 2024: এবার সরকার ফ্রিতে, ল্যাপটপ ও স্কুটি দেবে, কীভাবে এর সুযোগ সুবিধা পাবেন দেখে নিন।

Free Laptop & Scooty 2024

সরকার পড়ুয়াদের শুধু স্কলারশিপের টাকা দিয়ে সাহায্য করেই আর থেমে থাকতে চাইছে না এখন। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগী করে তুলার জন্য সরকার আগামী দিনে স্কলারশিপের পাশাপাশি ল্যাপটপ ও স্কুটি দেওয়া উদ্যোগ নিয়েছে।যে পড়ুয়ারা পড়াশোনা উচ্চ মানের ফল করবে তাদের ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা পাশাপাশি যারা শীর্ষস্থান দখল করবে তাদের স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পড়ুয়াদের উৎসাহিত করা লক্ষ্য সরকার এই নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে।

সরকার বিনামূল্যে স্কুটি ও ল্যাপটপ দেওয়ার মাধ্যমে পড়ুয়াদের শেখার ও পড়ার আগ্ৰহ বাড়ানোর আশা রাখছে। যেখানে উচ্চ মানের ফল করলে ল্যাপটপ ও সেরা পারফরমার করলে স্কুটি , এইগুলো এক একটি বিশেষ পুরস্কার হিসেবে কাজ করবে। জুলাই মাসে মধ্যে প্রায় ৭০০০ পড়ুয়া একটি করে ল্যাপটপের জন্য ২৫০০০ টাকা করে পাবে।

এই বড় সুবিধা কারা পাবে?

মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৭৫ শতাংশ এর বেশি নম্বর মেধাবী শিক্ষার্থীদের সম্মান করার জন্য স্কুল শিক্ষা দপ্তর তোরজোড় শুরু করে দিয়েছে। মেধাবী পড়ুয়াদের তথ্য চেয়ে পাঠিয়েছেন শিক্ষা দপ্তর।যে সকল পড়ুয়া মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড থেকে ৭৫ শতাংশ নম্বর এর বেশি পাবে তারা একটা ল্যাপটপের জন্য নগদ ২৫০০০ টাকা পাবে।

এছাড়াও, সকল বিদ্যালয়ের সেরার সেরা পড়ুয়াদের একটি করে স্কুটি দেবেন সরকার।এই বিনামূল্যে স্কুটি ও ল্যাপটপ প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের একাডেমিক কৃতিত্বগুলিকে স্বীকৃতি দেবে সরকার।এই প্রকল্পে ২২৫০০০ টাকার বেশি খরচ হবে। Free Laptop & Scooty 2024

Free Laptop & Scooty 2024:
Free Laptop & Scooty 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিনামূল্যে ল্যাপটপ ও স্কুটি প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র

  • ক্লাস 12 তম মার্কশিট
  • জাতির শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক
  • ইনকাম সাটিফিকেট
  • পাসপোর্ট সাইজ এর ছবি
  • মৌলিক ঠিকানা প্রমাণ ।

এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন ?

বিনামূল্যে ল্যাপটপ ও স্কুটি প্রকল্পের জন্য আপনাকে আবেদন করতে হবে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে। আবেদন করতে হলে বিশেষভাবে মনে রাখতে হবে আপনি যে বিদ্যালয়ের পড়াশোনা করছেন সেখানকার উপস্থিত শিক্ষকদের কাছে থেকে সহায়ক নথি নিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

বিনামূল্যে ল্যাপটপ ও স্কুটি প্রকল্পের সুবিধা পাবেন পরীক্ষার ফলাফল পরে কৃতী পড়ুয়ারা। মনে রাখতে হবে,এই বিশেষ প্রকল্পটি পশ্চিমবঙ্গের নয়, মধ্যপ্রদেশের।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

আরও পড়ুন- Sealdah Kanchanjunga Express Accident 2024: শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা!

Leave a Comment