Bhagyalakshmi Scheme 2024: মেয়েদের টাকা দেওয়া হবে, দেখুন আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য!
Bhagyalakshmi Scheme 2024:
আমাদের দেশ যত বেশিই উন্নতি সাধন করুক না কেন, কোথাও কোথাও আজও সমাজে অনেক অবহেলিত হচ্ছে মেয়েরা যেই কারণে অনেকটাই পিছিয়ে রয়েছে মেয়েরা। অনেক পরিবার এমন রয়েছে মেয়েরা সব বিষয়ে যথেষ্ট বুদ্ধিমতি রয়েছে কিন্তু টাকার অভাবে তাদের পড়াশোনা বন্ধ করতে হচ্ছে বা বাড়ির ছেলে সদস্যকে সব বিষয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সবার আগে। আর এই সব অসহায় মেয়েদের সাহায্য করার জন্য কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার সকলেই তৎপর হয়ে উঠেছেন। সরকার চেষ্টায় রয়েছেন এই ভাগ্যলক্ষ্মী যোজনার মাধ্যমে দেশের সমস্ত দরিদ্র অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে। Bhagyalakshmi Scheme 2024
এবার আমরা জেনে নিই ভাগ্যলক্ষ্মী যোজনার উদ্দেশ্য কি রয়েছে?ভাগ্যলক্ষ্মী যোজনার সুবিধাগুলো কি?ভাগ্যলক্ষ্মী যোজনায় কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন? সব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। Bhagyalakshmi Scheme 2024
Table of Contents
ভাগ্যলক্ষ্মী যোজনার উদ্দেশ্য কি রয়েছে?
ভাগ্যলক্ষ্মী যোজনার প্রধান উদ্দেশ্য হলো সরকারের তরফ থেকে দরিদ্র পরিবারের মেয়ে সদস্যদের আর্থিক সাহায্য প্রদান করা। আর এই আর্থিক সাহায্য হিসেবে ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে একটি মেয়ের জন্য। এই আর্থিক সাহায্যর ফলে সেই দরিদ্র পরিবারের মেয়েরা যারা অর্থের অভাবে সমাজের শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছে তাদেরও সমাজে পড়াশোনার দিকে এগিয়ে আসার সুযোগ মিলবে। একজন কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে তার পিতা মাতাকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। Bhagyalakshmi Scheme 2024
ভাগ্যলক্ষ্মী যোজনার সুবিধাগুলো কি?
ভাগ্যলক্ষ্মী যোজনার মাধ্যমে একজন কন্যা সন্তান জন্ম নেওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে সেই কন্যা সন্তানটি বড়ো হওয়ার প্রতিটি ধাপ অনুযায়ী। সরকার এই প্রকল্পের অধীনে থাকা মেয়েদের জন্মের পরই ৫০ হাজার টাকা বরাদ্দ করে দেয়। এরপর মেয়েটি ২১ বছর বয়স পর্যন্ত সরকারের তরফ থেকে সেই বরাদ্দ করা টাকার মান ২ লক্ষ টাকায় গিয়ে পৌঁছাবে। এর পাশাপাশি শিশু কন্যা জন্মানোর পর ভাগ্যলক্ষ্মী যোজনার সুবিধাপ্রাপ্ত সেই শিশু কন্যাটির মাকে ৫১,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। এইদিকে শিশু কন্যা সন্তানটি বড়ো হওয়ার সাথেই যখন বিদ্যালয়ে ভর্তি হয়ে ধাপে ধাপে এক একটি শ্রেনী পার করতে থাকে সেই হিসাব মতো সরকার তাকে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক অনুদান দিতে শুরু করে। কোন শ্রেণীতে কত টাকা দেয় সেবিষয় সর্ম্পকে নিম্নে বিস্তারিত জানানো হলো। Bhagyalakshmi Scheme 2024
সপ্তম শ্রেণীতে সরকার প্রদত্ত টাকার পরিমাণ- ৩০০০ টাকা।
অষ্টম শ্রেণীতে সরকার প্রদত্ত টাকার পরিমাণ- ৫০০০ টাকা।
দশম শ্রেণীতে সরকার প্রদত্ত টাকার পরিমাণ- ৭০০০ টাকা।
কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন?
১. ভাগ্যলক্ষ্মী যোজনার অধীনে থাকা একটি পরিবারের প্রথম দুই মেয়ে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।
২. ভাগ্যলক্ষ্মী যোজনার অধীনে থাকা একটি পরিবারের মাসিক আয় ২০,০০০ টাকার কমে থাকতে হবে।
৩. ভাগ্যলক্ষ্মী যোজনায় আবেদন করার জন্য শিশু কন্যার বয়স ৬ মাস বয়স হবে তখন থেকেই আবেদন করতে পারবে।
৪. ভাগ্যলক্ষ্মী যোজনায় আবেদন করার জন্য শিশু কন্যার পরিবারের কাছে সেই কন্যাটির জন্ম প্রমাণপত্র সহ আরও প্রয়োজনীয় তথ্য থাকা বিশেষ দরকার।
৫. ভাগ্যলক্ষ্মী যোজনা উত্তরপ্রদেশ রাজ্যে চালু হয়েছে তাই এই প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই আবেদনকারীকে উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে।
ভাগ্যলক্ষ্মী যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি বলেছেন সরকার?
১. শিশু কন্যাটির মাতা পিতার আধার কার্ড।
২. পিতা মাতার স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
৩. পিতা ও মাতা উভয়েরই আয় করার শংসাপত্র। এক্ষেত্রে মা গৃহ কর্মী হলে আয়ের শংসাপত্র প্রয়োজনীয় না।
৪. পিতা মাতার কাস্ট সার্টিফিকেট।
৫. যদি মাতা পিতা কোনো চাকরিজীবী হন সেক্ষেত্রে যিনি চাকরি করছেন সেই চাকরির শংসাপত্র।
৬. কন্যা শিশুটির নামের ব্যাংক অ্যাকাউন্ট – এর বিবরণ।
৭.কন্যা শিশুটির আধার কার্ড।
৮.কন্যা শিশুটির জন্ম প্রমাণপত্র।
ভাগ্যলক্ষ্মী যোজনায় আবেদন পদ্ধতি:
১. আবেদনকারীকে ভাগ্যলক্ষ্মী যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. ভাগ্যলক্ষ্মী যোজনার অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে এরপর আবেদনকারীকে New Registration – এ ক্লিক করতে হবে।
৩. New Registration বটোনে ক্লিক করার পর online form বলে একটি অপশন আপনার সামনে চলে আসবে সেখানে ক্লিক করতে হবে।
৪. এরপর আবেদনকারীর সামনে একটি আবেদন পত্র দেখনো হবে। সেটা নির্ভুল ভাবে পূরন করে সেখানে চাওয়া প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৫.অবশেষে submit অপশনটিতে ক্লিক করে ভাগ্যলক্ষ্মী যোজনার আবেদন কার্যটি সম্পন্ন করা হবে।
আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।