Balika Samriddhi Yojana 2024: লক্ষ্মীর ভান্ডার অতীত, চালু হচ্ছে নতুন প্রকল্প!
Balika Samriddhi Yojana 2024
লক্ষ্মীর ভান্ডার অতীত, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন প্রকল্প। পশ্চিমবঙ্গের কেন্দ্র সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই নতুন প্রকল্প। আমাদের রাজ্য সরকার ২৫ বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করে আসছে বহু দিন থেকেই কিন্তু এবার কেন্দ্রের তরফ থেকে রাজ্যের ছোটো ছোটো কন্যা শিশু, বালিকাদের পালা।
Table of Contents
কেন্দ্র সরকার পরিচালিত বালিকা সমৃদ্ধি যোজনাটি কি?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম। তবে এখন থেকে লক্ষ্মীর ভান্ডার অতীত, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন প্রকল্প। পশ্চিমবঙ্গের কেন্দ্র সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমাজে বালিকাদের পড়াশোনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। Balika Samriddhi Yojana 2024
বালিকা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য কি?
আমাদের দেশে যতই সবাই বলুক নারী পুরুষ উভয় সমান, কথাটা আজও অনেক জায়গায় প্রযোজ্য নয়। এখনো নারীরা অনেক জায়গায় পিছিয়ে রয়েছে অবহেলিত হচ্ছে। সমাজ এখনো পুরুষতান্ত্রিক হয়ে রয়েছে। খুব কম সংখ্যক পরিবারে নারীদের স্বাধীন ভাবে বাঁচতে দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের সব দিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে। এমনকি কন্যা শিশুদের পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়।
কেন্দ্র ও রাজ্য সরকার নারীদের কল্যানের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেক রকম আর্থিক সহায়তা করে চলেছেন। যেমন রাজ্য সরকার মেয়েদের পড়াশোনায় আর্থিক সহায়তা করতে কন্যাশ্রী প্রকল্পটি চালু করেছিলেন তেমনই এবার থেকে কেন্দ্র সরকার সমাজের পিছিয়ে পড়া সেই সব বালিকাদের পড়াশোনার জন্য কিছু টাকা এই বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে দিবে। Balika Samriddhi Yojana 2024
বালিকা সমৃদ্ধি যোজনার সুবিধা কি রয়েছে?
১.বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে দেশের পড়াশোনায় পিছিয়ে পড়া বালিকাদের আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্র সরকার। Balika Samriddhi Yojana 2024
২. কন্যা সন্তানের বয়স ৬ মাস থেকে শুরু করে ১৮ বছর বয়সী মেয়েরা আবেদন করতে পারবে। যদি কন্যা সন্তান ০-৬ মাস বয়স থেকে ১২ বছরের নিম্নে হয় তো সেই কন্যা সন্তানটির অভিভাবক মাতা পিতা এই প্রকল্পের জন্য আবেদন জানাবেন।
৩. একটি বাড়ির সর্বোচ্চ দুজন কন্যা সন্তান এই প্রকল্পটির সুবিধা পাবে।
৪. এই প্রকল্পটির সুবিধা বাচ্চা মেয়েদের পড়াশোনায় সাহায্যের জন্য দেওয়া হচ্ছে তো শুধুমাত্র স্কুল পড়ুয়া মেয়েরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
৫. এই প্রকল্পটির অনেকটা উত্তরপ্রদেশে চালু হওয়া ভাগ্য লক্ষ্মী যোজনার মতোই। সবটা এক না হলেও এই বালিকা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য এক।
৬. উত্তরপ্রদেশের ভাগ্য লক্ষ্মী যোজনা এবং পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হওয়া বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে বালিকাদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা করা হবে।
বালিকা সমৃদ্ধি যোজনায় কি নিয়মে টাকা দেওয়া হবে?
কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া বালিকা সমৃদ্ধি যোজনায় ১৮ বছরের কম বয়সী বালিকাদের পড়াশোনার জন্য শ্রেনী অনুযায়ী ধাপে ধাপে টাকা দেওয়া হবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টাকা দেওয়া হবে। তবে শ্রেনী পরিবর্তনের সাথে সাথে টাকার পরিমাণও পরিবর্তন করা হবে। প্রত্যেক বছর এই টাকা বালিকা সমৃদ্ধি যোজনায় অধীনে থাকা বালিকাদের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে।
• প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত বছরে ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
• চতুর্থ শ্রেনীর পড়ুয়াদের জন্য ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
• পঞ্চম শ্রেণীর ছাত্রীদের জন্য বছরে ৬০০ টাকা।
• ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ৭০০ টাকা বরাদ্দ করেছেন মোদি সরকার।
• অষ্টম শ্রেণীর ছাত্রীদের জন্য ৮০০ টাকা ধার্য করেছেন।
• নবম ও দশম শ্রেণীতে পাঠরত মেয়েদের জন্য বার্ষিক ১০০০ টাকা পড়াশোনার জন্য দিবেন।
বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের কিছু শর্ত:
১. বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের জন্য সেই আবেদনকারী পরিবারের অথবা সেই কন্যা সন্তানের অভিভাবক বাবা কিংবা মা যে কোনো ব্যক্তি সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। Balika Samriddhi Yojana 2024
২. এই প্রকল্পটির জন্য আবেদনকারীর বার্ষিক আয় যদি bellow poverty line অথবা economically weaker section – এর নীচে হয়, তবে তারাই পারবে এই প্রকল্পের জন্য আবেদন করতে।
৩. বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনকারী পরিবারের বার্ষিক আয় ২০০০০০ টাকার নিম্নে হতে হবে।
More Details – Click Here
আরও পড়ুন- Bhagyalakshmi Scheme 2024: মেয়েদের টাকা দেওয়া হবে, দেখুন আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।