PM Awas Yojona Money Update 2024: শুরু হচ্ছে সমীক্ষা। দেখে নিন কারা পাবেন পিএম আবাস যোজনার টাকা?
PM Awas Yojona Money Update 2024:
খুব শীঘ্রই ঢুকবে পিএম আবাস যোজনার টাকা জানালেন মোদী সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হওয়া এটি একটি জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম। গরিব মানুষদের পাঁকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে মোদী সরকার ২০১৫ সাল থেকে এই আবাস যোজনা চালু করেন।
Table of Contents
পিএম আবাস যোজনা কি?
দেশের মানুষদের যাদের নিজস্ব বাড়ি নেই অথবা যারা এখনও কাঁচা বাড়িতে কষ্টে রয়েছেন তাদের পাঁকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে মোদী সরকার ২০১৫ সালে পিএম আবাস যোজনা চালু করেন। গ্রামীণ ও শহরের দুই জায়গার মানুষদের জন্য পিএম আবাস যোজনা চালু করা হয়েছে। দেশের হাজার হাজার মানুষের মাথার ছাদ দিয়েছে মোদি সরকারের পিএম আবাস যোজনা প্রকল্প। PM Awas Yojona Money Update 2024
পিএম আবাস যোজনার সুবিধা কি কি?
১. কেন্দ্র সরকার পিএম আবাস যোজনার জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন।
২. গরিব মানুষদের পাঁকা বাড়ি তার সাথে শৌচালয় তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে।
৩. পিএম আবাস যোজনায় ৩ কোটি বাড়ির মধ্যে ২ কোটি বাড়ি গ্রামীণ হবে এবং ১ কোটি বাড়ি শহরের তৈরি হবে।
৪. পিএম আবাস যোজনার সুবিধা প্রাপ্ত মানুষগুলির বার্ষিক আয় ১৮ লক্ষ টাকার কম থাকতে হবে।
৫. যদি কোনো ব্যক্তির জমি কেনা রয়েছে কিন্তু বাড়ি তৈরি করতে সাহায্য প্রয়োজন সেক্ষেত্রে সেই ব্যক্তির বার্ষিক আয় যদি ১৮ লক্ষ টাকার কম হয় তো, তিনি চাইলে পিএম আবাস যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। PM Awas Yojona Money Update 2024
৬. পিএম আবাস যোজনায় আবেদন জানাতে চাইলে আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে এবং আবেদনকারীকে স্থানীয় বাসিন্দা হতে হবে।
৭. পিএম আবাস যোজনায় ব্যাংক থেকে যে লোন দেওয়া হয় তার কম পরিমাণ পরিমাণ সুদ মওকুফ করা হয়।
৮. পিএম আবাস যোজনার কিস্তির টাকা অন্তত ২০ বছর পর্যন্ত পরিশোধ করার সময়সীমা দেওয়া হয়েছে।
৯. পিএম আবাস যোজনায় LIG – এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় ৩-৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং মিডিল ইনকাম গ্রুপ অথবা MIG 1 – এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় ৬-১২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এবং MIG 2 – এর আওতায় থাকা আবেদনকারীদের বার্ষিক আয় ১২-১৮ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। তবেই এই প্রকল্পের সুবিধা পাবে দেশের মানুষেরা। PM Awas Yojona Money Update 2024
পিএম আবাস যোজনার টাকা কবে ঢুকবে?
২০২৪ – এর লোকসভা নির্বাচনী ভোটের পর নরেন্দ্র মোদী তৃতীয় বার ক্ষমতায় আসনে এবং ক্ষমতায় আসার পর থেকে তার অনুগামীরা অপেক্ষা করে রয়েছেন দেশের নতুন নতুন চমকের জন্য। মোদী তৃতীয় বার সরকার গঠন হওয়ার পর শুরু হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কর্মী নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও দেশের মানুষদেরকে প্রকল্প গুলির মাধ্যমে তাদের প্রাপ্য টাকার ভাগ দেওয়া হচ্ছে। যেমন কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হলো মোদি সরকারের সব প্রকল্পগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প পিএম কিষান যোজনার ১৭ তম কিস্তির টাকা।
অনেক দিন ধরেই পিএম আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে এই নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। প্রকাশিত এক সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে, পিএম আবাস যোজনার টাকা কারা পাবেন কারা পাবেন না সেই বিষয় নিয়ে চলছে বিভিন্ন সমীক্ষা। মূলত কেন্দ্র সরকার শুধুমাত্র বিপিএল রেশন কার্ড গ্রাহকদেরকে এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকেন। কিন্তু যদি কোনো ব্যক্তির এপিএল হোক কিংবা বিপিএল, বার্ষিক আয় যদি ১৮ লক্ষ টাকার কম হয় তো সেই ব্যক্তিও পাবে পিএম আবাস যোজনার টাকা। PM Awas Yojona Money Update 2024
পিএম আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে চলছে দুর্নীতি। অনেকেই আছেন যারা সত্যি গৃহহীন নয় এবং পাঁকা বাড়িও রয়েছে তাদের মধ্যে অনেকেই জালিয়াতির মাধ্যমে পিএম আবাস যোজনার টাকা পাচ্ছেন। এই সব জালিয়াতি চক্র বন্ধ করতে মোদি সরকার এ বিষয়ে নতুন করে সমীক্ষার আয়োজন করেন। ইতিমধ্যে কেন্দ্র সরকার মহুকুমা শাসকদের পুরো বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। আরও জানা গিয়েছে এবার সবটা ভালো মতো যাচাই করার পর পিএম আবাস যোজনার টাকা এই প্রকল্পের আওতায় থাকা মানুষদের অ্যাকাউন্টে জমা দিবে। আনুমানিক জুলাই মাসের শেষের দিকে পিএম আবাস যোজনার টাকা প্রদান কাজ শুরু করা হবে।
Official Website Link- Click Here
আরও পড়ুন- Krishak Bondhu Payment 2024: কৃষক বন্ধুর টাকা দিতে হচ্ছে গাফিলতি। মালদায় বঞ্চিত হলো যোগ্য চাষি!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।