Ration Card News 2024: পরের মাসে বন্ধ হতে পারে আপনার রেশন। দেখুন বিস্তারিত তথ্য!
Ration Card News 2024:
রেশন ব্যবস্থা দেশের প্রতিটি নাগরিকদের কাছে অনেক উপকারী। কিন্তু যদি এই কাজটি এখনও না করে থাকেন তো বন্ধ হতে পারে আপনার রেশন ব্যবস্থা। সামনের মাসেই বন্ধ হতে পারে আপনার রেশন ব্যবস্থা। দেখুন বিস্তারিত।
Table of Contents
রেশন কার্ড ব্যবস্থা:
রেশন কার্ড হলো একটি সরকারি নথিপত্র যা ভারত সরকার কর্তৃক জারি করা হয়েছে। রেশন কার্ড ব্যবহার করা হয় দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা আইন হিসাবে। রেশন কার্ডের মাধ্যমে দেশের মানুষদের বিনা মূল্যে প্রয়োজনীয় কিছু খাদ্য শস্য দেওয়া হয় ও তার সাথে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। যেমন – কেরোসিন। এটি এক প্রকার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ পত্র হিসেবে ব্যবহার করা হয়। Ration Card News 2024
এই রেশন কার্ড দু রকমের। যথা – APL ও BPL। রেশনের APL তালিকাভুক্ত যারা রয়েছে তারা BPL গ্রাহকদের তুলনায় একটু বেশি পরিমাণে সুবিধা পায়। তাই এমন অনেক BPL রেশন গ্রাহক রয়েছে যারা জালিয়াতির মাধ্যমে একজন APL রেশন গ্রাহকের সুবিধা গ্রহণ করেছেন। APL রেশন প্রাপ্ত গ্রাহক চাল, গম, চিনি থেকে কেরোসিন তেল এবং কম খরচে সরকারি শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অন্যদিকে BPL ক্যাটাগরি রেশন গ্রাহক মাসে ১০-২০ কেজি চাল, গম, চিনি, আরও অন্যান্য কিছু শস্য দ্রব্য ও তার সাথে খুচরো কিছু টাকা।
বর্তমানে দিন দিন সব বিষয়ে প্রতারকদের জালিয়াতি চক্র বেড়েই চলেছে। ব্যাঙ্ক থেকে শুরু করে আধার ব্যবস্থা সাথে রেশন ব্যবস্থাতেও বাড়ছে জালিয়াতি। তাই রেশন কার্ড ব্যবস্থায় জালিয়াতি বন্ধ করতে সরকার বড়ো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। রেশন E-KYC – এর মাধ্যমে সরকার যাচাই করবে রেশন ব্যবস্থা গ্রহণকারী সেই ব্যক্তি সঠিক কিনা। E-KYC – তে সেই ব্যক্তির আঙুলের ছাপ প্রয়োজন হবে আর যেখানে বোঝা যাবে রেশন গ্রাহক সেই ব্যক্তি আসল কি না। Ration Card News 2024
দেশে জালিয়াতি চক্র এতো বেড়ে যাওয়ায় সরকার প্রতিটা বিষয়ে E-KYC করা বাধ্যতামূলক করে দিয়েছেন তা অবশ্য দেশের নাগরিকদের সুরক্ষার জন্য। যে কোনো কার্ড E-KYC – এর মাধ্যমে সেই ব্যক্তি আসল কি না তাকে ঠিক ভাবে শনাক্ত করা যাবে। এতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব বিষয়ে জালিয়াতি অনেকটা কম করা সম্ভব হয়ে উঠবে। তাই সরকারের তরফ থেকে বার বার নির্দেশ দেওয়া হচ্ছে E-KYC বাধ্যতামূলক করার জন্য। সরকার এই নিয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেই তারিখের মধ্যে রেশন E-KYC না করলে বন্ধ হবে সরকারের তরফ থেকে আপনার রেশন ব্যবস্থা। Ration Card News 2024
কিভাবে রেশন E-KYC করবেন?
দেশের সমস্ত রেশন গ্রাহকদের সুবিধার্থে রেশন E-KYC তৈরি করার খুবই সহজ উপায়ে করেছেন সরকার। যখন কোনো রেশন গ্রাহক দোকানে রেশন আনতে যাবেন তখন সেখান থেকেই আপনি রেশন E-KYC করে নিতে পারবেন। প্রত্যেকটি রেশন ডিলারের কাছে POS মেশিন রয়েছে আর এই POS মেশিনের সাহায্যে আপনি অনায়াসে রেশন E-KYC করে নিতে পারবেন। POS মেশিনে আপনার হাতের আঙ্গুলের ছাপ নিয়ে E-KYC করা হবে।
রেশন E-KYC কেন প্রয়োজন?
বিভিন্ন প্রতারকদের রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি চক্র বন্ধ করতে সরকার E-KYC ব্যবস্থা চালু করেন। যেমন অনেক রেশন গ্রাহক হয়তো বর্তমানে বেঁচে নেই কিন্তু তার নামের রেশনের সুবিধা এখনও ভোগ করা হচ্ছে। এমন ধরনের জালিয়াতি বন্ধ করতে সরকার E-KYC ব্যবস্থা চালু করেন। শুধু তাই নয় যেহেতু রেশন কার্ড ভারতীয় নাগরিকদের একপ্রকার পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয় তো সেখানে উপস্থিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে প্রতারকরা অনেক রকমের জালিয়াতি ঘটিয়ে থাকে যেগুলি অনেকটা কম করতে সরকার E-KYC ব্যবস্থা চালু করেন। Ration Card News 2024
বিশেষ দ্রষ্টব্য:
বর্তমানে রেশন E-KYC করা নিয়েও বাড়ছে জালিয়াতি। মোবাইলে প্রতারকদের থেকে রেশন E-KYC করার মেসেজ আসতে শুরু করেছে আর একবার সেখানে ক্লিক করলেই ঘটবে সর্বনাশ। তাই আপনার নিজস্ব রেশন সেন্টারে গিয়ে রেশন ডিলারের থেকে E-KYC করান। ৩০ শে জুন E-KYC – এর শেষ তারিখ রাখা হয়েছে আর এখনও পর্যন্ত এই তারিখ সরকারের তরফ থেকে পরিবর্তন করা হয় নি। অতএব রেশন ব্যবস্থা চালু রাখতে অবশ্যই ৩০ শে জুন – এর মধ্যে রেশন E-KYC কাজটি সম্পূর্ণ করুন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।