Jio Airtel New Recharge Plan 2024: মোবাইলের সিমের রিচার্জের ওপর বাড়িয়ে দেওয়া হলো টাকার শুল্ক!
Jio Airtel New Recharge Plan 2024:
আকাশ এম আম্বানির নিয়ম মেনে বাড়িয়ে দেওয়া হলো মোবাইলের সিম কার্ডগুলোর ওপরে রিচার্জের টাকা। ভারতীয় এইয়ার্টেল ও রিলায়েন্স জিও সিমের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা করায় বাড়িয়ে দেওয়া হলো মোবাইলের সিম কার্ডগুলোর বিল। এই বিষয় নিয়ে গত বৃহস্পতিবার ২৭/০৬/২৪ তারিখ জিও সিমের ওপর ১২-২৫ শতাংশ সুদ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং এর পরই ভারতীয় এইয়ার্টেল সিম কার্ডের ওপর ও রিচার্জের টাকা বাড়িয়ে দেওয়ার সিধান্ত নেওয়া হয়েছে। Jio Airtel New Recharge Plan 2024
ভারতীয় এইয়ার্টেল ও রিলায়েন্স জিও সিমের ওপর ২০২১ সালের পর এই প্রথম বার এতো পরিমাণে শুল্কের হার বৃদ্ধি করা হলো। ২০২১ সালে এইয়ার্টেল ও জিও সিমের ওপর শুল্ক বৃদ্ধি করায় অনেক অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের। সেই অসুবিধা থেকে বেরোতে না বেরোতেই ২ বছরের মধ্যে আবার বাড়িয়ে তোলা হলো এইয়ার্টেল ও জিও সিমের ওপর রিচার্জের টাকা। ঘোষণা করা হয়েছে আগামী ২০২৪ এর ৩ রা জুলাই থেকে এই বিষয়টি কার্যকরী করে তোলা হবে। যারা ইতিমধ্যে সিম কার্ড রিচার্জ করতে চান তারা আগের সীমিত টাকায় রিচার্জটি সম্পন্ন করতে পারবেন কিন্তু যারা ২০২৪ এর ৩ রা জুলাইয়ের পর এইয়ার্টেল ও জিও সিমের কার্ডগুলি রিচার্জ করবেন তাদেরকে এই নতুন প্ল্যানের ওপর রিচার্জ করতে হবে। এতে দ্বিতীয় কোনো আর বিকল্প নেই।
Table of Contents
Jio & Airtel New update 2024:
ভারতীয় এইয়ার্টেল ও রিলায়েন্স জিও সিমের ওপর ২০২১ সালের পর এই প্রথম বার এতো পরিমাণে শুল্কের হার বৃদ্ধি করা হলো। ২০২১ সালে এইয়ার্টেল ও জিও সিমের ওপর শুল্ক বৃদ্ধি করায় অনেক অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের। সেই অসুবিধা থেকে বেরোতে না বেরোতেই ২ বছরের মধ্যে আবার বাড়িয়ে তোলা হলো এইয়ার্টেল ও জিও সিমের ওপর রিচার্জের টাকা। ঘোষণা করা হয়েছে আগামী ২০২৪ এর ৩ রা জুলাই থেকে এই বিষয়টি কার্যকরী করে তোলা হবে। যারা ইতিমধ্যে সিম কার্ড রিচার্জ করতে চান তারা আগের সীমিত টাকায় রিচার্জটি সম্পন্ন করতে পারবেন কিন্তু যারা ২০২৪ এর ৩ রা জুলাইয়ের পর এইয়ার্টেল ও জিও সিমের কার্ডগুলি রিচার্জ করবেন তাদেরকে এই নতুন প্ল্যানের ওপর রিচার্জ করতে হবে। এতে দ্বিতীয় কোনো আর বিকল্প নেই।
রিলায়েন্স জিও সিমের শুল্ক বৃদ্ধির বিস্তারিত বিবরণ:
রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ এম আম্বানির চিন্তা অনুযায়ী বাড়িয়ে দেওয়া হলো রিলায়েন্স জিও সিমের শুল্ক সরাসরি ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ। ২০২৪ এর ৩ রা জুলাই থেকে এই প্ল্যানটি কার্যকরী করে তোলা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে যা ৪৭২ মিলিয়ন রিলায়েন্স জিও সিম ব্যবহারকারীদের কাঁপিয়ে তুলবে। কিন্তু একইসাথে রিলায়েন্স জিও কোম্পানি জানিয়েছে জিও ভারত ও জিও ফোন ব্যবহারকারীদের জন্য সিমের রিচার্জের ওপর শুল্ক বৃদ্ধি করা হবে না। রিলায়েন্স জিও সিমের ওপর মোট ১৯ টি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে তার মধ্যে ১৭ টি প্রিপেইড প্ল্যান ও ২ টি পোস্টপেইড প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে।
রিলায়েন্স জিও সিমের রিচার্জের নতুন প্ল্যান অনুযায়ী ১৫৫ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে ২২ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ৩৯৯ টাকা রিচার্জের প্ল্যানটি অতিরিক্ত ৪৪৯ টাকা বাড়িয়ে তোলা হয়েছে। আর সবচেয়ে জনপ্রিয় মাসিক ২৩৯ টাকার প্রতিদিন ১.৫ জিবি অফারের প্ল্যানটি ২৯৯ টাকায় বদলানো হয়েছে। সর্বোচ্চ বার্ষিক পাকেজ যার দাম ছিলো ২৯৯৯ টাকা ছিলো তা বাড়িয়ে ৩৫৯৯ টাকা করা হয়েছে। Jio Airtel New Recharge Plan 2024
রিলায়েন্স জিও সিম কার্ড রিচার্জের নতুন প্ল্যানগুলি নিম্নে তুলে ধরা হলো।
ভারতীয় এইয়ার্টেল সিমের শুল্ক বৃদ্ধির বিস্তারিত বিবরণ:
রিলায়েন্স জিও সিমের মতোই আবার বাড়িয়ে তোলা হলো ভারতীয় এইয়ার্টেল সিমের রিচার্জের ওপর শুল্ক বৃদ্ধির হার। ১৭৯ টাকার মাসিক কলিং- এর প্ল্যানটির টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। তবে পরিবর্তে এই প্ল্যানটির সাথে প্রতিদিন ২ জিবি ডেটা অসমাপ্ত কলিং- এর সুবিধা ও আগের মতোই ১০০ টা মেসেজের ব্যবস্থা। বার্ষিক ১,৭৯৯ টাকার প্ল্যানে শুল্কের হার বৃদ্ধি করে ১,৯৯৯ টাকা করা হয়েছে। এইয়ার্টেল সিমের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানগুলো সমন্ধে নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো।
Jio Official Website Link- Click Here
Official Website Link- Click Here
আরও পড়ুন- Weather update 2024: নিম্নচাপের জেরে শুরু হচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।