WB Data Entry Operator Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশে রাজ্য জুড়ে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ! প্রতি মাসে 18,000/- বেতন।
WB Data Entry Operator Recruitment 2024
বাড়িতে বেকার বসে থাকা যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়েরা চাইলে আবেদন জানাতে পারবে। কিভাবে আবেদন জানাবে? আবেদন জানানোর জন্য কী কী করতে হবে? কারা আবেদন জানাতে পারবে? বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ন মন দিয়ে পড়ুন।
Table of Contents
ডাটা এন্ট্রি কাকে বলে?
ফিন্যান্সের কাজের জনপ্রিয় ভাগগুলির মধ্য একটি অন্যতম হলো ডাটা এন্ট্রির কাজ। কম্পিউটারে টাইপিং স্পীড ভালো থাকলে ও এই বিষয়ে একটু জ্ঞান থাকলেই ডাটা এন্ট্রি অপারেটরের কাজ পাওয়া সুবিধা হবে। বর্তমান দিনে এমন অনেকেই আছেন যাদের ফিন্যান্সের কাজ বা কম্পিউটার বা অনলাইন বিষয়ের সাথে জড়িত কাজগুলি অনেক বেশি পছন্দের। কিন্তু কম্পিউটার বা অনলাইন সংক্রান্ত বিষয় গুলোর সাথে তেমন যুক্ত না থাকায় এগোতে পারেন না এই ফিন্যান্সের কাজের দিকে। তাদের ফিন্যান্সের কাজের জগতে আসার জন্য ডাটা এন্ট্রি অপারেটরের কাজ প্রথম ধাপ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
বর্তমানে সরকারি চাকরী হোক বা বেসরকারি যে কোনো কাজে ডাটা এন্ট্রির কাজ জানা বিশেষ আবশ্যক। তার সাথে যে কোনো কাজ করতে করতে বাড়িতে বসেও আপনি ফাঁকা সময়ে এই ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার এই কাজের জন্য বর্তমানে ভালো বেতনে কর্মী নিয়োগ করছেন।
ডাটা এন্ট্রি কাজটি কি?
১. যে কোনো হাতে লেখা তথ্য হোক বা চিত্র বা অন্য কোনো বিষয় বস্তু কম্পিউটার বা ইলেকট্রনিক কোনো যন্ত্রের সাহায্যে কম্পিউটারে আপলোড করাই হলো ডাটা এন্ট্রির কাজ। WB Data Entry Operator Recruitment 2024
২. ডাটা এন্ট্রির কাজ মানে হলো বিভিন্ন তথ্য যেমন যে কোনো ব্যক্তির নাম, ঠিকানা সহ সমস্ত তথ্য ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে কম্পিউটারে সংরক্ষণ করে রাখা।
এছাড়াও ডাটা এন্ট্রির কাজ মানে শুধুমাত্র সব তথ্য একত্রিত করে কম্পিউটারে সংরক্ষণ করা নয় বা কোনো লেখালেখির কাজ নয়। ডাটা এন্ট্রির আরও অনেক কাজ রয়েছে। যেমন কোনো কিছু ছবি হোক বা ডকুমেন্ট সেগুলোর হার্ডকপি সফটকপিতে পরিবর্তন করা ইত্যাদি অনেক ধরনের কাজ রয়েছে ভাগ ভাগ করে দেওয়া। এই ডাটা এন্ট্রি করার কাজে আবার অনেকগুলি ভাগ রয়েছে। WB Data Entry Operator Recruitment 2024
ডাটা এন্ট্রি অপারেটরদের কি কি করতে হয়?
প্রযুক্তি গত দিক এখন সবথেকে এগিয়ে তাই সবাই চায় তাদের নিজেদের সমস্ত ব্যক্তিগত হোক কাজের তথ্য অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে। একজন ডাটা এন্ট্রি অপারেটরের কাজ হলো যে কোনো তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা। শুধু তাই নয় একজন ডাটা এন্ট্রি অপারেটরের প্রধান কাজ হলো – ডাটা ফরম্যাট করা, ডাটা ইনপুট করা, ডাটার ভুল সংশোধন করা ও সমস্ত ডাটাকে সঠিক ভাবে সংরক্ষণ করে রাখা। WB Data Entry Operator Recruitment 2024
ডাটা এন্ট্রি কাজের ভাগ কি কি রয়েছে ও সেগুলির সংক্ষিপ্ত বিবরণ?
১. ডাটা এন্ট্রি: যে কোনো তথ্য, চিত্র, ডকুমেন্টসকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা বা যে কোনো বিষয়ের হার্ডকপিকে সফটকপিতে পরিবর্তন করা।
২. টাইপিং: ডিজিটাল পদ্ধতিতে কোনো তথ্য ইলেকট্রনিক জিনিসে টাইপ করা ও টাইপ শেষে সেগুলি একটি ফাইল তৈরি করা।
৩. স্পেল চেকিং: আপনার লেখা যে কোনো তথ্য, গল্প, উপন্যাস বা কোনো লেখার ব্যকরণগত কোনো ভুল থাকলে বা কোনো বানান ভুল থাকলে সেটা সংশোধন করা।
৪. ট্রান্সলেশন: ট্রান্সলেশন অর্থাৎ বোঝায় যে কোনো বিষয়কে বদলে দেওয়া। যেমন এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন করা অথবা কোনো ইংরেজি বিষয় বাংলায় অনুবাদ করা। সেটা অডিও বই হতে পারে আবার শুধুমাত্র লেখার কোনো বিষয়বস্তু হতে পারে।
৫. MS-Excel: কোম্পানিগুলির সেলস, কাস্টোমার রিভিউ, সব কিছুর হিসাব, কোনো জিনিসের ফিডব্যাক এইসব কাজের জন্য বড়ো কোম্পানিগুলিতে প্রতিদিন MS-Excel ব্যবহার করা হয়। যেখানে প্রয়োজন মতো কোনো জিনিস এডিট করা যায়, যেটা ডাটা এন্ট্রির কাজটিকে আরও সহজ করে তোলে।
৬. কপি-পেস্ট: কপি-পেস্ট বলতে আমরা সকলেই জানি যে কোনো জিনিসকে কপি করে পেস্ট করা। আর ঠিক তাই, এটিও ডাটা এন্ট্রির একটি কাজের অংশ যা খুব সহজ।
৭. ইমেজ টু টেক্সট: ইমেজ টু টেক্সটটির কাজ হলো কোনো একটি ছবিতে যা যা লেখা রয়েছে সেটা সঠিক ভাবে কম্পিউটার বা ল্যাপটপ বা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে লিখে জমা করতে হবে।
৮. অডিও টু টেক্সট: ইমেজ টু টেক্সটের মতোই কাজটি। ইমেজ টু টেক্সটে ছবির সমস্ত তথ্য লিখতে হয় এবং অডিও টু টেক্সটের ক্ষেত্রে একটি অডিওর সব কিছু লেখায় পরিবর্তন করতে হবে।
৯. ভিডিও টু টেক্সট: আগের কাজগুলোর মতো এটাও। এই কাজটি হলো ভিডিও দেখে যে কোনো তথ্য লেখায় পরিবর্তন করা।
১০. ক্যাপচা এন্ট্রি: আমরা প্রায় সকলেই জানি ক্যাপচা এন্ট্রি সমন্ধে। ক্যাপচা এন্ট্রির কাজ সময় সাপেক্ষ, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য জমা করতে চাইলে ক্যাপচা কোড দিতে হয়। সেই ক্যাপচা এন্ট্রি করার কাজটি ডাটা এন্ট্রির অনেক ধরনের কাজের মধ্যে অন্যতম। WB Data Entry Operator Recruitment 2024
ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে কি কি বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন?
একজন ডাটা এন্ট্রি অপারেটরকে প্রথমত অবশ্যই ভালো কম্পিউটার জানা হতে হবে, এছাড়াও ফিন্যান্স বিষয়ে একটু জানতে হবে। টাইপিং স্পীড ভালো রাখতে হবে কারণ যত বেশি তাড়াতাড়ি টাইপ করতে পারবে ততো এই কাজে পারদর্শী হবে। ১ মিনিটে ৪০-৫০ টি শব্দ একজন ডাটা এন্ট্রি অপারেটকে লিখে জমা দিতে হয়, এক কথায় টাইম ম্যানেজমেন্ট করা জানতে হবে। লেখার দক্ষতা ভালো জানতে হবে ও তার সাথে ইংরেজি ভাষার ওপর জ্ঞান বেশি প্রয়োজন। রিসার্চ সম্পর্কে জানতে হবে কারণ অনেক সময় গুগল থেকে কোনো তথ্য সংগ্রহ করে লিখতে হয়। আর তার সাথে কাজের অ্যাকুরেসি বেশি থাকতে হবে অর্থাৎ কাজের টাইপিং স্পীড একটু কম হলেও চলবে কিন্তু নির্ভুল লেখা আপনাকে জমা করতে হবে। কাজের টিম স্কিল ভালো থাকা চাই তবেই আপনি ডাটা এন্ট্রি অপারেটরের কাজ খুব সহজেই দক্ষতার সঙ্গে তুলে ধরতে পারবেন কোম্পানির সামনে।
এবার আসুন জেনে নেওয়া যাক ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে পদে কর্মী নিয়োগ করা হবে, সেই পদটি কি? শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? বয়স সীমা কত? মাসিক বেতন কাঠামো কত? আবেদন পদ্ধতির সময়সীমা কী রয়েছে? ইত্যাদি বিস্তারিত তথ্য। WB Data Entry Operator Recruitment 2024
১. পদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর
২. শিক্ষাগত যোগ্যতা:
ডাটা এন্ট্রি অপারেটরের কর্মী পদে নিয়োগের জন্য ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে এবং সায়েন্স গ্রুপ – এর ওপর জ্ঞান থাকতে হবে।
৩. বয়স সীমা:
উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৪- এর ১ লা জানুয়ারি থেকে ১৮-২৮ বছরের মধ্যে হতে হবে।
৪. মাসিক বেতন:
উক্ত পদে কাজের জন্য মাসিক বেতন সীমা রাখা হয়েছে ১৮,০০০ টাকা।
৫. আবেদন প্রক্রিয়া:
অফলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে উক্ত কর্মী পদে ইচ্ছুক প্রার্থীদের। ধাপে ধাপে আবেদন পদ্ধতিটি হলো –
প্রথমত, ইচ্ছুক আবেদন প্রার্থীর নিজের নাম, বয়স, ঠিকানা, মোবাইল নাম্বার, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য জমা করতে হবে। WB Data Entry Operator Recruitment 2024
দ্বিতীয়ত, নিজের স্বাক্ষর সহ ২ কপি রঙিন ছবি জমা করতে হবে।
তৃতীয়ত, প্রয়োজন মতো সমস্ত তথ্য জেরক্স সমতে আসল গুলি একসাথে জমা করতে হবে।
চতুর্থত, সবকিছু একত্রিত করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট অফিসে গিয়ে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে হবে। WB Data Entry Operator Recruitment 2024
পঞ্চমত, সব তথ্যগুলি কোথায় পাঠাবেন? আরও কিছু তথ্য প্রয়োজন কী না? সমস্ত বিস্তারিত জেনে নিতে নিম্নে দেওয়া অফিসিয়াল লিঙ্কে ক্লিক করুন। WB Data Entry Operator Recruitment 2024
৬. নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে জেলা লেভেলে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
৭. নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা বা লেখার দক্ষতা ও স্পিডের ওপর নির্ভর করে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ও কাজের অভিজ্ঞতা এবং অবশেষে বাছাই করা কিছু প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে উক্ত কর্মী পদে নিয়োগ করা হবে। WB Data Entry Operator Recruitment 2024
৮. আবেদনের শেষ তারিখ:
উক্ত কর্মী পদে আবেদনের শেষ তারিখ ০৫/০৭/২৪।
৯. ইন্টারভিউ তারিখ:
ইন্টারভিউয়ের শেষ তারিখ ১০/০৭/২৪।
Important Links
Notice- Download Now
Official Website Link- Click Here
আরও পড়ুন- Airtel Jio VI New Plan List 2024: সিম কার্ড পোটিং নিয়ম পরিবর্তন!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।