Weather News July 2024: রাজ্য জুড়ে সৃষ্টি হচ্ছে গভীর ঘূর্ণাবর্ত! এই বিষয়ে কি জানালেন আবহাওয়া দপ্তর।
Weather News July:
ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যে জুড়ে, অবশেষে জুলাই মাসের প্রথম থেকেই শুরু হয়ে গেল প্রবল ঝড় বৃষ্টি। বাংলাদেশ ও অসমে শুরু হওয়া ঘূর্ণাবর্তের কারণে উত্তরেও শুরু হতে পারে ভয়ঙ্কর ঘূর্নিঝড় তার সাথে দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। কথা ছিলো ৮ ই জুলাই রাজ্যে বর্ষা প্রবেশ করবে তার ৭ দিন আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে। Weather News July 2024
Table of Contents
রাজ্যে ঘূর্ণাবর্তের পূর্বাভাস:
স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর কোথায় আবহাওয়া কেমন রয়েছে সবটা জানা সহজ হয়েছে। এই স্যাটেলাইট যন্ত্রটির মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস সহ তৎকালীন পরিস্থিতি সবটা জানতে পারা সহজ হয়েছে। আবহাওয়া দপ্তরের সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে, বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে ভারী ঘূর্ণাবর্তের রেখা সৃষ্টি হয়েছে এবং তার সাথে মৌসুমী বায়ুর অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। Weather News July 2024
কলকাতার আকাশ:
ইতিমধ্যেই রাজ্য প্রবেশ করে গিয়েছে মৌসুমী বায়ু যার কারনে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির প্রবল সতর্ক বার্তা জারি করা হয়েছে। সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ায় গরমের প্রভাবটা কম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এমনকি বৃষ্টিপাত চলার কারণে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক থাকবে। সপ্তাহ জুড়ে সব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম হলেও আকাশ পুরোপুরি ভাবে মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা সহ সর্ম্পূণ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি চলবে। উওর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদীয়া এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এই পশ্চিমের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম বেশি হলেও আকাশ সব জায়গায় মেঘলা থাকবে ও পশ্চিমের জেলাগুলোতে গরমের তাপমাত্রাও স্বাভাবিক থাকবে খুব বেশি একটা গরম আবহাওয়া থাকবে না বলেই জানালো আবহাওয়া দপ্তর। Weather News July 2024
গত মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে সারাদিন টানা বৃষ্টি চলেছে এবং আজ থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়বে বৃষ্টির পরিমাণ। আশা করা হচ্ছে, জুলাই মাস জুড়ে কম বেশি বৃষ্টিপাত চলতেই থাকবে কখনো বজ্র বিদ্যুৎ সহ ভারী কখনো বজ্র বিদ্যুৎ সহ মাঝারী বৃষ্টি। বৃষ্টির পরিমাণ থাকবে ১০০-১৫০ মিলিমিটার তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্খা করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে বের হলে অবশ্যই সবাইকে ছাতা ব্যবহার করার জন্য নির্দেশ করা হয়েছে এবং তার সাথে সাথে অকারণ বাইরে না বের হওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে। অনেকদিন আগে থেকেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। দক্ষিণের জেলাগুলোর মানুষেরা গরমে তখনও হাসফাঁস করছিলো কিন্তু তার মধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাগুলোতে শুরু হয়ে গিয়েছিলো মাঝারী বৃষ্টি হালকা ঝোড়ো হাওয়া। এবার রাজ্য মৌসুমী বায়ু প্রবেশ করায় উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির সূচনা হয়েছে তার সাথে থাকবে ঘন ঘন বজ্রপাত এমনটাই জানালেন আলিপুর দুয়ার আবহাওয়া দপ্তর। Weather News July 2024
উত্তরের পার্বত্য অঞ্চলগুলিতে ৫ টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই ৫ টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ২০০-২৫০ মিলিমিটার গতিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই ৩ টি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ পার্বত্য অঞ্চলগুলির তুলনায় একটু কম থাকবে। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলির দিকে হালকা বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভাব সম্পন্ন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলবে। Weather News July 2024
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এই সপ্তাহ জুড়ে চলবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত। আজ বুধবার ও বৃহস্পতিবার সারাদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই ৫ টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর এবং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এই দুই জায়গায় ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো প্রবল সতর্কতা জারি করা হয়নি। তবে উত্তরবঙ্গের অনেকদিন ধরেই এই প্রবল ঝড় বৃষ্টি চলাকালীন ইতিমধ্যে অনেক জেলার নদীগুলি ভরাট হয়ে বন্যার পরিস্থিতি তৈরী হয়েছে এবং সেই বন্যায় অনেক নিরীহ প্রাণীদের মৃত্যু পর্যন্ত হয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে আসাম সাথে আসামের ব্রহ্মপুত্র নদীতে জল জমে বন্যায় ভেঙ্গে পড়েছে বাঁধ যার কারনে প্রাণ হারিয়েছে অনেক মানুষ ও নিরীহ বন্য প্রানীদের। Weather News July 2024
কয়েকটি জেলার বর্তমান তাপমাত্রা:
১. বর্তমানে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রী সেলসিয়াস। Weather News July 2024
২. দমদম – এর বর্তমান সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস।
৩. হাওড়া ও হুগলি জেলার বর্তমান সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস। Weather News July 2024
৪. বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস।
৫. বর্ধমান জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস।
৬. নদীয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
৭. দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রী সেলসিয়াস।
৮. কালিম্পং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস।
৯. মালদা জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস।
১০. মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস।
১১. পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস।
১২. কোচবিহার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস।
১৩. রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস।
১৪. বালুরঘাটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস।
১৫. শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস।
১৬. উওর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস। Weather News July 2024
১৭. বারাসাত এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস।
১৮. পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। Weather News July 2024
১৯. বীরভূম জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস।
২০. জলপাইগুড়ি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস।
WB Weather Official Website Link- Click Here
আরও পড়ুন- Airtel Jio VI New Plan List 2024: সিম কার্ড পোটিং নিয়ম পরিবর্তন!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।