Airtel and Jio New Recharge Plan 2024: এয়ারটেল এবং জিও- তে সবচেয়ে আকর্ষণীয় রিচার্জ প্ল্যানটি দেখলে চমকে উঠবেন!

Airtel & Jio New Recharge Plan 2024: এয়ারটেল এবং জিও- তে সবচেয়ে আকর্ষণীয় রিচার্জ প্ল্যানটি দেখলে চমকে উঠবেন!

Airtel and Jio New Recharge Plan 2024

বাড়িয়ে দেওয়া হলো এয়ারটেল ও জিও সিমের নতুন রিচার্জ প্ল্যানের দাম। তবে এর মাঝেও এখনও কিছু কিছু আকর্ষণীয় রিচার্জ প্ল্যান রয়েছে। যেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো।

দাম বাড়লো এয়ারটেল রিচার্জ প্ল্যানের:

২০২৪- এর গত ৩ রা জুলাই থেকে বেড়ে গেল মাসিক ও বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির দাম। মাসিক রিচার্জ প্ল্যানগুলির দাম বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির দামের চেয়ে অনেকটাই বেশি রয়েছে। তাই ২৮ দিনের চেয়ে ৮৪ দিনের লম্বা রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকদের জন্য অনেকটাই সুবিধা দায়ক হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলের গ্রাহক রয়েছে ৩৮ কোটিরও বেশি এবং এর মধ্য প্রিপেইড গ্রাহক রয়েছে ৩০ কোটির বেশি। তাদের মধ্যে অনেক গ্রাহকেরাই লম্বা রিচার্জ প্ল্যান করাতেই বেশি পছন্দ করেন এবং সেটা গ্রাহকদের জন্য অনেকটা সুবিধাদায়কও হয়। Airtel and Jio New Recharge Plan 2024

আম্বানির কথা মতো ভারতীয় এইয়ার্টেল ও রিলায়েন্স জিও সিমের ওপর ২০২১ সালের পর ২০২৪ সালেই ২ বছরের মধ্যে সরাসরি ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ সুদ বৃদ্ধি করে দেওয়া হলো। স্বাভাবিক ভাবেই যার ফলে মাথায় হাত পড়লো গরিব থেকে মধ্যবিত্ত সব শ্রেনীর মানুষদের। সব সিমের ক্ষেত্রেই প্রিপেইড ও পোস্টপেইড দুটি প্ল্যানেরই দাম বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে হিসেব করে দেখা যাচ্ছে ২৮ দিনের রিচার্জ প্ল্যানের দামের চেয়ে ৮৪ দিনের রিচার্জের প্ল্যানের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম পড়বে এবং প্রতিদিনের ডাটা ভ্যালিডিটি গ্রাহকদের জন্য ফায়দার মধ্যে পড়বে। তাই লম্বা রিচার্জ করাটাই বুদ্ধিমানের হবে। এই ৮৪ দিনের সমস্ত রিচার্জ প্ল্যানগুলি একনজরে দেখে নিন। Airtel and Jio New Recharge Plan 2024

Airtel and Jio New Recharge Plan 2024
Airtel and Jio New Recharge Plan 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৫০৯ টাকায় ৮৪ দিনের নতুন এয়ারটেল রিচার্জ প্ল্যান:

শুরু হলো ৫০৯ টাকা থেকে ৮৪ দিনের নতুন এয়ারটেল রিচার্জ প্ল্যান। এয়ারটেল রিচার্জের যেই প্ল্যানটির দাম ছিল ৪৫৫ টাকা সেই প্ল্যানটির দাম গত ৩ রা জুলাইয়ের পর থেকে বাড়িয়ে ৫০৯ টাকা করা হলো। প্ল্যানটির ভ্যালিডিটি রয়েছে ৮৪ দিনের জন্য, সাথে রয়েছে মোট ৬ জিবি ডাটা ও দৈনিক ১০০ টা মেসেজের সুবিধা। এছাড়াও আপনার প্রয়োজন মতো আপনি অতিরিক্ত ডাটা রিচার্জও করে নিতে পারবেন এবং যাদের অতিরিক্ত ডাটার প্রয়োজন নেই অথবা বাড়িতে WiFi সুবিধা রয়েছে তারা চাইলে এই ৮৪ দিনের রিচার্জটি করে নিতেই পারেন। Airtel and Jio New Recharge Plan 2024

৮৫৯ টাকায় ৮৪ দিনের নতুন এয়ারটেল রিচার্জ প্ল্যান:

৮৪ দিনের ৫০৯ টাকার প্ল্যানের মতোই অন্য আর একটি ৮৪ দিনের রিচার্জ প্ল্যানটি হলো ৭১৯ টাকার, যেটার দাম এখন বাড়িয়ে ৮৫৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিনের সাথে দৈনিক ১.৫০ জিবি ডাটা তার সাথে ফ্রি দৈনিক ১০০ টা মেসেজের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। যাদের নিত্যদিন পর্যাপ্ত পরিমাণ ডাটার প্রয়োজন হয় তারা চাইলে এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

৯৭৯ টাকায় ৮৪ দিনের নতুন এয়ারটেল রিচার্জ প্ল্যান:

৫০৯ টাকা ও ৭১৯ টাকার মতো ৮৪ দিনের জন্য নতুন ৯৭৯ টাকায় রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে যার দাম ৩ রা জুলাইয়ের আগে ছিল ৮৩৯ টাকা। এই ৯৭৯ টাকায় ৮৪ দিনের নতুন এয়ারটেল রিচার্জ প্ল্যানটিতে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা দৈনিক ২ জিবি ডাটা ও ১০০ টা মেসেজের সুবিধা।

প্রকাশিত বিজ্ঞপ্তি দ্বারা জানা গিয়েছে, ওপরে আলোচনা করা প্রতিটি প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডাটা বিনামূল্যে পাওয়া যাবে। এমন ৮৪ দিনের নতুন এয়ারটেল রিচার্জ প্ল্যানের মতোই বার্ষিক নতুন রিচার্জ প্ল্যানও রয়েছে। বার্ষিক যেই রিচার্জ প্ল্যানটির দাম ছিল ২৯৯৯ টাকা তার দাম বাড়িয়ে রাখা হয়েছে ৩৫৯৯ টাকা ও তার সাথে দৈনিক ২ জিবি ডাটা ও ১০০ টা মেসেজের সুবিধা পাওয়া যাবে। Airtel and Jio New Recharge Plan 2024

জিও নতুন রিচার্জ প্ল্যানে দেখুন কোন প্ল্যানে আনলিমিটেড 5G ডাটা বিনামূল্যে পাবেন?

আগে থেকেই জিও সিমে প্রতিটি রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডাটা বিনামূল্যে পাওয়া যাচ্ছিল কিন্তু এখন থেকে জিও নিয়ে আসলো নির্দিষ্ট কিছু কিছু রিচার্জ প্ল্যানের জন্যই বিনামূল্যে আনলিমিটেড 5G ডাটা প্ল্যানের অফার। যেখানে আপনি প্রতিদিন অতিরিক্ত ডাটা ব্যবহার করার সুবিধা পাবেন। তার সাথে থাকবে বিভিন্ন রিচার্জ প্যাকের সাথে আনলিমিটেড কলিং- এর সুবিধা ও নিত্যদিনের ২ জিবি ডাটা বিনামূল্যে।

Airtel Jio VI New Plan List 2024
Airtel Jio VI New Plan List 2024

জিও আনলিমিটেড 5G ডাটা রিচার্জ প্ল্যান:

১. এতদিন ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা ফ্রি পাওয়া যেত। যেখানে প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিন। বর্তমানে এই প্ল্যানের দাম বদলে রাখা হয়েছে ৩৪৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে খরচ বেড়েছে অতিরিক্ত ৫০ টাকা।

২. আগে ৩৪৯ টাকায় প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। এই প্ল্যানেরও মেয়াদ ছিল ২৮ দিন। এই প্ল্যানের খরচ বৃদ্ধি করে রাখা হয়েছে ৩৯৯ টাকা। এই প্ল্যানের ক্ষেত্রেও খরচ বেড়েছে অতিরিক্ত ৫০ টাকা।

৩. ৩ রা জুলাইয়ের আগে ৩৯৯ টাকায় দৈনিক ৩ জিবি ডেটা মোট ২৮ দিনের জন্য ফ্রি পাওয়া যেত। বর্তমান এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৪৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের জন্যেও গ্রাহকদের দিতে হবে অতিরিক্ত ৫০ টাকা বেশি মাত্রায়। Airtel and Jio New Recharge Plan 2024

৪. এতদিন থেকে ৫৩৩ টাকায় ৫৬ দিনের প্ল্যান রিচার্জের ক্ষেত্রে প্রতিদিন ২ জিবি করে ডেটা ফ্রি করা ছিল গ্রাহকদের জন্য। বর্তমান এই প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়ে রাখা হয়েছে ৬২৯ টাকা। এই রিচার্জ প্ল্যানেও অতিরিক্ত খরচ পড়েছে ৯৬ টাকা।

৫. রিচার্জের প্ল্যানগুলি বাড়িয়ে দেওয়ার আগে ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটা প্রতিদিন ফ্রি করা ছিল মোট ৮৪ দিনের জন্য। বর্তমানে এই প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৮৫৯ টাকা। এক্ষেত্রে অতিরিক্ত জিও রিচার্জের খরচ বেড়েছে ১৪০ টাকা। Airtel and Jio New Recharge Plan 2024

৬. জিও সিমে আগে ৯৯৯ টাকায় মোট ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহারের জন্য পেতেন গ্রাহকেরা। বর্তমানে ৩ রা জুলাইয়ের পর থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১১৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ২০০ টাকা খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে গ্রাহকদের জন্য।

৭. এতদিন বার্ষিক রিচার্জ প্ল্যানে ২৯৯৯ টাকায় গ্রাহকেরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা প্রতিদিন ফ্রি পেতেন। এখন থেকে ৩৬৫ দিনের জন্য এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৩৫৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের খরচ অতিরিক্ত ৬০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। Airtel and Jio New Recharge Plan 2024

বিশেষ দ্রষ্টব্য:

এইভাবে ভারতীয় এয়ারটেল, রিলায়েন্স জিও সমেত আরও অন্যান্য মোবাইল সিম কার্ডগুলির রিচার্জ হঠাৎ এতটা বাড়িয়ে তুলতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দেশের বহু মানুষদের। কিন্তু সাধারণ মানুষদের কিছুই করার নেই, এখন থেকে এই দামেই চলবে সমস্ত রিচার্জ। অতএব প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ন মন দিয়ে পড়ে সিধান্ত নিন কোন এয়ারটেল ও জিও সিমের কোন রিচার্জ প্ল্যানটি আপনার জন্য সুবিধাজনক হবে। এই সম্পর্কিত বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন। Airtel and Jio New Recharge Plan 2024

Airtel Official Website Link- Click Here

Jio Official Website Link- Click Here

আরও পড়ুন- Aadhaar Card Big Update 2024: আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে। আপনার করণীয় কী? দেখুন বিস্তারিত!

Leave a Comment