BSNL and Jio New Update 2024: সম্পূর্ণ দেশে বসানো হচ্ছে BSNL 4G টাওয়ার। সঙ্গে জিও গ্রাহকদের জন্য সুসংবাদ, কিছু কিছু রিচার্জ প্ল্যানের দাম একই রাখা হলো!
BSNL and Jio New Update 2024:
জিও সিম নতুন হলেও এয়ারটেল, VI, আইডিয়ার মতো পুরোনো একটি সিম হলো BSNL। বর্তমানে ভারতে বেশ কয়েকটি রাজ্য জুড়ে প্রায় ৮ লাখের বেশি সংখ্যক গ্রাহক BSNL 4G নেটওয়ার্ক ব্যবহার করছে। কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ এই বছরই ২০২৪- এর এপ্রিলে BSNL 4G টাওয়ারের সংখ্যা ছিল প্রায় ৩,৫০০। এর পাশাপাশি মাঝের ২ মাসের মধ্যে আরও ১০,০০০ BSNL 4G নেটওয়ার্কের টাওয়ার বসানো হয়। এতকিছু পরিবর্তন হওয়ায় BSNL কোম্পানির সিমের দামও বাড়ানো হয় নি গ্রাহকদের সুবিধার্থে। এছাড়াও বর্তমানে BSNL গ্রাহকদের 5G নেটওয়ার্ক- এর পরিষেবা প্রদান করার চেষ্টায় বড়ো চিন্তিত ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা।
BSNL New Update 2024:
জিও, এয়ারটেল, VI, আইডিয়ার এই সব সিমগুলির মতো অনেক পুরোনো একটি সিম হলো BSNL। এইদিকে জিও, এয়ারটেল সিমের মতোই বাজারে নিজের জায়গা শক্ত করতে চেষ্টায় উঠে পড়ে লেগেছে BSNL সিম। ইতিমধ্যে জিও বাজারে তার 5G নেটওয়ার্ক নিয়ে আসতে চলেছে কিন্তু BSNL কোম্পানির সিমের এখনো 5G নেটওয়ার্ক চালু করা নিয়ে কোনো আলোচনা শোনা যায় নি। কিন্তু 4G নেটওয়ার্ক বসানো নিয়ে অনেক তোড়জোড় চলছে এই BSNL টেলিকম সংস্থাটির। যেখানে জিও ও এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া সিমের রিচার্জের প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা হলো কিন্তু অন্যদিকে BSNL কোম্পানির সিম রিচার্জের প্ল্যানগুলির দাম একই রাখা হয়েছে। BSNL and Jio New Update 2024
Table of Contents
প্রকাশিত এক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, এবার দেশজুড়ে পুরোদমে 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে 10 হাজার 4G টাওয়ার ইনস্টল করেছে BSNL টেলিকম সংস্থাটি। আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে এই পরিকাঠামো গড়ে তুলেছে BSNL কোম্পানি। এই 10 হাজার 4G টাওয়ারের ফলে গ্রাহকদের 4G নেটওয়ার্কের পরিষেবা দেওয়া আরও বেশী সহজ হয়ে উঠবে এই BSNL টেলিকম সংস্থাটির কাছে। ২০২৪ সাল অর্থাৎ চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত BSNL – এর 4G নেটওয়ার্ক পরিষেবার টাওয়ারের সংখ্যা ছিল ৩,৫০০। বর্তমানে ২ মাসের মধ্যে সেটা বাড়িয়ে ১০,০০০ পর্যন্ত করা হয়েছে, যাতে এই BSNL সিম কার্ড ব্যবহারকারী গ্রাহকদের নেটওয়ার্ক জনিত আর কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। অনেকদিন ধরেই সম্পূর্ণ দেশে 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করার পরিকল্পনা করছিল BSNL সিম কোম্পানি। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সেটা বাস্তবায়ন করে তোলা সেই BSNL টেলিকম সংস্থাটির কাছে খুব একটা সহজ হয়ে উঠছিলো না। BSNL and Jio New Update 2024
জানা গিয়েছে এক্স হ্যান্ডেলে BSNL এই 4G নেটওয়ার্ক পরিষেবা সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড থেকে। সেখানে ১০ হাজার BSNL 4G টাওয়ার বসানোর কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি এটি যে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে করা হয়েছে সে কথাও জানানো হয়েছে BSNL সিম কোম্পানির তরফ থেকে। BSNL and Jio New Update 2024
টেলিকম টক সংস্থার প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন – হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশে প্রাথমিক পর্যায়ে BSNL সিম কোম্পানির তরফ থেকে 4G নেটওয়ার্ক পরিষেবার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এই রাজ্যগুলিতে BSNL – এর টেলিকম সংস্থার 4G গ্রাহক সংখ্যা প্রায় ৮ লাখ স্পর্শ করেছে। এছাড়াও শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও BSNL এর 4G নেটওয়ার্ক পরিষেবা পৌঁছে দেওয়াই হলো BSNL টেলিকম সংস্থার প্রধান লক্ষ্য যাতে গ্রাহকদের নেটওয়ার্ক পরিষেবা জনিত কোনো সমস্যায় না পড়তে হয়। যেসব BSNL গ্রাহক এতদিন থেকে 3G বা 2G নেটওয়ার্ক ব্যবহার করে আসছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব 4G নেটওয়ার্কের পরিষেবা দিতে চায় BSNL টেলিকম সংস্থা এবং এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার উদ্দেশ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে BSNL টেলিকম সংস্থা।
BSNL 5G নেটওয়ার্ক পরিষেবা বাজারে কবে চালু হচ্ছে?
জিও, এয়ারটেল সিম কোম্পানিগুলি বাজারে 5G পরিষেবা শুরু করে দিলেও BSNL কোম্পানি এখনও সেই দিক দিয়ে ব্যর্থ। তবে শোনা গিয়েছে গ্রাহকদের জন্য খুব শীঘ্রই বাজারে 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করবে BSNL টেলিকম সংস্থা। BSNL টেলিকম সংস্থা জানায় BSNL- এর 4G নেটওয়ার্ক পরিষেবা ঠিকমতো চালু হলে তবেই এরপরে বাজারে BSNL 5G নেটওয়ার্ক পরিষেবা নিয়ে কাজ শুরু করবে এই টেলিকম সংস্থা।
অন্যদিকে, জিও এবং এয়ারটেল দুটো সিমেরই পোস্টপেইড ও প্রিপেইড রিচার্জের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত গ্রাহকদের। সাথে সাথে রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে ভোডাফোন ও আইডিয়া সিম কার্ড। সেই দিক দিয়ে স্বস্তি দিচ্ছে BSNL, কারণ এখনও পর্যন্ত কোনো রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি BSNL টেলিকম সংস্থা। BSNL and Jio New Update 2024
Jio New Update: একাধিক জিও রিচার্জ প্ল্যানগুলির দাম পরিবর্তন করা হলো না!
Jio New Update: একাধিক জিও রিচার্জ প্ল্যানগুলির দাম পরিবর্তন করা হলো না!
Jio New Update:
ভারতের সমস্ত টেলিকম সংস্থাগুলির মধ্যে বর্তমান বাজারে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা jio এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে। Jio বাজারে আসার পর থেকে এখনও পর্যন্ত এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা প্রায় ৪৬ কোটিরও বেশি। এমতো অবস্থায় স্বাভাবিকভাবেই জিও রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়ায় সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয় সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের। BSNL and Jio New Update 2024
যখন মুকেশ আম্বানির এই জিও সিম প্রথম বাজারে লঞ্চ করা হয় তখন গ্রাহকদের অনেক কম টাকায় নতুন নতুন রিচার্জ প্ল্যানগুলি অফার করা হচ্ছিলো। যার কারণে খুব অল্প সময়ের মধ্যে এই টেলিকম সংস্থার বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে জিও সিম কোম্পানি। কিন্তু হঠাৎ করেই ২ বার এতোটা পরিমাণ রিচার্জ প্ল্যানগুলির দাম বেড়ে যাওয়ায় অসন্তুষ্ট জিও সিমের গ্রাহকেরা। BSNL and Jio New Update 2024
৩ রা জুলাইয়ের পর থেকে এই বিষয়টি গ্রাহকদের জন্য অনেকটা অসন্তুষ্টির বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাই সেই সব মানুষদের জন্য দাম একই রাখা হলো কোনো কোনো রিচার্জ প্ল্যানগুলিতে। কিন্তু দাম একই রাখা হলেও রিচার্জ প্ল্যানগুলির বৈধতা সীমা কমিয়ে দেওয়া হয়েছে। সেই গড়ে একই রকম থাকছে দাম বৃদ্ধি করলেও রিচার্জের বৈধতা ও সুবিধাগুলি একই রাখা হয়েছিলো কিন্তু এখন রিচার্জের দাম একই রাখা হলেও বৈধতা ও সুবিধাগুলি কমিয়ে দেওয়া হয়েছে। BSNL and Jio New Update 2024
Jio কোন কোন প্ল্যানগুলির দাম একই রাখা হয়েছে?
৭৪৯ টাকার রিচার্জ প্ল্যান: ৭৪৯ টাকায় রিচার্জ করলে আগে গ্রাহকেরা প্রতিদিন 2gb করে ডাটা ফ্রি পেত। সাথে আনলিমিটেড কল সহ দৈনিক ১০০ টা sms- এর সুবিধা পাওয়ার পাশাপাশি ৯০ দিনের ভ্যালিডিটি পেয়ে যেত। সেখানে সবটা একই রয়েছে শুধু ৯০ দিনের বৈধতা সীমা কমিয়ে ৭২ দিন করে দেওয়া হয়েছে।
৭১৯ টাকার রিচার্জ প্ল্যান: ৭৪৯ টাকার মতোই ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে কল থেকে শুরু করে দৈনিক ডাটা ও মেসেজের সুবিধা একই রাখা হয়েছে। শুধু রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন থেকে কমিয়ে করা হয়েছে ৭০ দিন করা হয়েছে।
৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান: ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানটিতে আগে গ্রাহকেরা প্রতিদিন ১.৫ জিবি ডাটার পাশাপাশি আনলিমিটেড কল ও দৈনিক ১০০ টা মেসেজের সুবিধা পেত। সেই সুবিধাগুলি একই রাখা হয়েছে কিন্তু বদলে দেওয়া হয়েছে রিচার্জের বৈধতার সময় সীমা। আগে যেখানে ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত এখন তার পরিবর্তে ৭০ দিনের বৈধতা রাখা হয়েছে। BSNL and Jio New Update 2024
২৩৯ টাকার রিচার্জ প্ল্যান: ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানে আগে ছিল প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে মেসেজের সুবিধা। সেখানে সবটা এক রয়েছে কিন্তু যেখানে বৈধতা ছিল ২৮ দিনের সেটার বদলে রাখা হয়েছে ২২ দিনের বৈধতা।
TRAI Official Website- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।