BSNL Network Coverage Check 2024: কিভাবে যাচাই করবেন আপনার এলাকায় BSNL নেটওয়ার্ক রয়েছে কী না?

BSNL Network Coverage Check 2024: কিভাবে যাচাই করবেন আপনার এলাকায় BSNL নেটওয়ার্ক রয়েছে কী না?

BSNL Network Coverage Check 2024:

হঠাৎ করে জিও, এয়ারটেল সমেত অন্যান্য মোবাইল সিম রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ গ্রাহকেরা। যার সুযোগ নিয়ে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে BSNL টেলিকম সংস্থাটি, কারণ BSNL টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যানের দাম বদলায় নি উপরন্তু আরও সুযোগ সুবিধা বাড়িয়ে তুলেছে। যার কারণে অধিকাংশ গ্রাহকেরাই এয়ারটেল, Jio, VI এই সিমগুলির নতুন দামী রিচার্জ থেকে বাঁচতে নিজেদের সিমগুলি BSNL এ পোর্ট করিয়ে নিতে শুরু করেছেন। BSNL সিমে নিজের সিম কার্ড পোর্ট করার আগে অবশ্যই দেখে নিন যে BSNL টেলিকম সংস্থার বর্তমান নেটওয়ার্ক পরিষেবা কেমন রয়েছে। আর BSNL কোম্পানির নেটওয়ার্ক পরিষেবা সঠিক রয়েছে কি না তা জানতে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ন পড়ুন। BSNL Network Coverage Check 2024

BSNL Network:

কথা মতোই ২০২৪- এর ৩ রা জুলাইয়ের পর জিও, এয়ারটেল, VI, আইডিয়া সব সিমের রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়ে ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দেওয়া হলো। মাসিক থেকে শুরু করে বার্ষিক, এমনকি নিত্যদিনের ডাটা রিচার্জ প্ল্যানগুলির দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু BSNL টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য BSNL সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম না বাড়িয়ে একই রেখে দিয়েছে। উপরন্তু এতদিন পর্যন্ত প্রায় সব জায়গায় BSNL- এর 3G এবং 2G নেটওয়ার্ক পরিষেবার ব্যবস্থা ছিল। কিন্তু ২০২৪- এর বর্তমান বাজারে গ্রাহকদের জন্য নিয়ে আসা হলো 4G নেটওয়ার্ক পরিষেবার ব্যবস্থা। BSNL Network Coverage Check 2024

BSNL Network Coverage Check 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জিও, এয়ারটেল, VI এই সব সিমগুলির বহু বছর ধরে দেশ জুড়ে রয়েছে, ঠিক তেমন ভাবেই BSNL সিমের রাজত্ব অনেক বছর থেকেই দেশে রয়েছে। কিন্তু BSNL পুরোনো সিম হওয়া সত্ত্বেও অন্যান্য সিমগুলির তুলনায় BSNL সিমের গ্রাহক সংখ্যা অনেকটাই কম। যেহেতু জিও, এয়ারটেল ও অন্যান্য মোবাইল সিম কার্ড রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়ে তোলায় অসন্তুষ্ট গ্রাহকেরা, এমন পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে নিজের জায়গা শক্ত করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে BSNL সিম টেলিকম সংস্থা। এমন অবস্থায় BSNL সিম কোম্পানি আরও জানিয়েছে তাদের 4G নেটওয়ার্ক ব্যবহারের গ্রাহক সংখ্যা বাড়লে এরপর অবশ্যই তারা বাজারে BSNL 5G নেটওয়ার্ক পরিষেবা নিয়ে আসার ব্যবস্থা করবে। এছাড়াও উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশ এই জায়গাগুলোতে BSNL- এর 4G গ্রাহক সংখ্যা প্রায় ৮ লাখ ছাড়িয়ে গিয়েছে। BSNL Network Coverage Check 2024

BSNL নেটওয়ার্ক সঠিক রয়েছে কি না, কিভাবে যাচাই করবেন?

যেহেতু জিও, এয়ারটেল ও অন্যান্য সিমের রিচার্জের প্ল্যানের দামের চেয়ে BSNL-এর রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই কম রাখা হয়েছে। সেকারণে জিও, এয়ারটেল, ভিআই, আইডিয়া এই সব সিম কার্ড ব্যবহারকারী প্রায় বেশিরভাগ গ্রাহকেরাই তাদের সিম কার্ডগুলি BSNL- এ পোর্ট করতে শুরু করে দিয়েছে। তার সাথে যেভাবে BSNL কোম্পানি তাদের গ্রাহকদের অন্যান্য সিমের থেকে কম টাকায় রিচার্জের সুবিধা দিচ্ছেন, সেই দিক দিয়ে বাজারে রীতিমতো সাড়া জাগিয়ে দিয়েছে BSNL টেলিকম সংস্থা। BSNL Network Coverage Check 2024

এমন অবস্থায় জানা যাচ্ছে BSNL সিম কার্ড বিক্রি হয় এমন দোকানগুলোতে গ্রাহকদের লাইন পড়তে শুরু হয়ে গিয়েছে। কারণ একটাই অন্যান্য সিমগুলি বদলে BSNL সিমে নিজস্ব নাম্বার পোর্টিং করতে চায় জিও, এয়ারটেল, ভিআই, আইডিয়া এই সমস্ত সিমের গ্রাহকেরা। এমনকি এখনও পর্যন্ত অনেক গ্রাহকেরাই নিজেদের মোবাইল সিম কার্ডগুলি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL- এ পোর্ট করা শুরু করে দিয়েছেন। জিও, এয়ারটেল ও অন্যান্য টেলিকম সংস্থাগুলির দাম দিন দিন এতটা বাড়িয়ে তোলায় ক্ষোভে ফেটে পড়ছে দেশবাসী। এমনকি পশ্চিমবঙ্গ সমেত অনেক রাজ্যে থেকে প্রতিবাদ উঠতে শুরু করেছে। BSNL Network Coverage Check 2024

TRAI -এর দপ্তর থেকে জানানো হয়েছে তারা এই সিদ্ধান্তে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না। এমত অবস্থায় রাগে অসন্তুষ্টিতে আরও ফেটে পড়ছে দেশবাসী। বাধ্য হয়ে প্রায় অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন এবার সিম বদলে ফেলবে।অনেক গ্রাহকেরাই নিজেদের সিমকে BSNL সিমে পোর্ট করতে চাইছে। তবে BSNL- এ নিজের সিম কার্ড পোর্ট করার আগে অবশ্যই জেনে নিন BSNL- এর বর্তমান নেটওয়ার্ক পরিষেবা ভালো আছে তো?

BSNL- এর নেটওয়ার্ক পরিষেবা যাচাই করতে দেখুন কি কি করতে হবে?

১. BSNL নেটওয়ার্ক পরিষেবা ব্যবস্থা যাচাই করার জন্য প্রথমে আপনাকে nperf.com ওয়েবসাইটে যেতে হবে।

২. দ্বিতীয়ত আপনাকে Maps অপশন গিয়ে Coverage Map বলে অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে একটি পেইজ খুলে যাবে।

৩. তৃতীয়ত আপনি যে দেশের বাসিন্দা এবং যেই সিমের নেটওয়ার্ক পরিষেবা কেমন রয়েছে সেটা সর্ম্পকে অবগত হতে চান তো, সেই সিমটি নির্বাচন করুন। BSNL Network Coverage Check 2024

৪. এরপর একটি ম্যাপ আপনার সামনে দেখানো হবে যেখানে আপনি দেখতে পাবেন কোথায় কোথায় আপনার নির্বাচিত সিমের নেটওয়ার্ক কাজ করছে। BSNL Network Coverage Check 2024

৫. সবশেষে আপনি নিজেই দেখে নিতে পারবেন আপনার এলাকায় আপনার নির্বাচিত সিমের নেটওয়ার্ক পরিষেবা কাজ করছে কি না। এবং এখানে অবশ্যই আপনি জানতে পারবেন আপনার এলাকাই BSNL নেটওয়ার্ক পরিষেবা কেমন রয়েছে। BSNL Network Coverage Check 2024

এরপর আপনি সবটা যাচাই করে নিজেই ঠিক করুন আপনার সিম কি BSNL- এ পোর্ট করবেন? যদি আপনার এলাকায় BSNL নেটওয়ার্ক সঠিক ভাবে কাজ করে তো অবশ্যই আপনি আপনার সিম কার্ডটিকে BSNL- এ পোর্ট করুন। কিন্তু যদি তা না হয় তবে কিছুদিন পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। কারণ ইতিমধ্যে BSNL ২০২৪ – এর এপ্রিল মাসের মধ্যে দেশে প্রায় ৩,৫০০ টি 4G নেটওয়ার্ক টাওয়ার বসিয়েছে। আবার জুন মাসের মধ্যে দেশে আরও BSNL 4G টাওয়ার বসিয়েছে, সবটা মোট মিলিয়ে দেশে এখন প্রায় ১০,০০০- এর বেশী BSNL 4G টাওয়ার রয়েছে। অতি শীঘ্রই BSNL- এর সব 4G টাওয়ারগুলো কার্যকরী করা হবে। এর পাশাপাশি BSNL টেলিকম সংস্থা আরও জানিয়েছে যদি BSNL 4G নেটওয়ার্ক পরিষেবার গ্রাহক সংখ্যা আগের তুলনায় বাড়তে থাকে তো খুব শীঘ্রই সম্পূর্ণ দেশ জুড়ে BSNL 5G টাওয়ার বসানো হবে। BSNL Network Coverage Check 2024

BSNL Network Coverage Check 2024
BSNL Network Coverage Check 2024

একবার সংক্ষেপে জেনে নিন BSNL- এর রিচার্জ প্ল্যানগুলি:

১. BSNL- এর সবচেয়ে কম টাকার রিচার্জ প্ল্যানটি হলো ১৮ টাকার। যেখানে আপনি পাবেন ২ দিনের প্ল্যানের বৈধতায় আনলিমিটেড কল ও দৈনিক ১ জিবি ডাটা ফ্রি।

২. এরপর আপনি পেয়ে যাবেন ৮৭ টাকায় ১৪ দিনের বৈধতায় আনলিমিটেড কল ও দৈনিক ১ জিবি ডাটা ফ্রি।

৩. ৯৭ টাকার প্ল্যানের বৈধতায় থাকছে ১৫ দিনের জন্য আনলিমিটেড কল সমেত দৈনিক ২ জিবি ডাটা ফ্রি।

৪. যেখানে জিও ও এয়ারটেলে ১ মাসের সবচেয়ে কম দামি রিচার্জের প্ল্যান রাখা হয়েছে প্রায় ৩০০ টাকা সেখানে ১০৮ টাকায় BSNL- এ আপনি পেয়ে যাবেন ২৮ দিনে আনলিমিটেড কল সমেত দৈনিক ১ জিবি ডাটা।

৫. ১৮৭ টাকায় পেয়ে যাবেন ২৮ দিনের জন্য আনলিমিটেড কল ও দৈনিক ১.৫ জিবি ডাটা।

৬. ১৯৯ টাকায় পাবেন ৩০ দিনের জন্য আনলিমিটেড কল সমেত দৈনিক ২ জিবি ডাটা।

৭. আরও রয়েছে, ৩৯৯ টাকায় ৭০ দিনের প্ল্যানের বৈধতায় আনলিমিটেড কল সমেত দৈনিক ১ জিবি ডাটা বিনামূল্যে।

৮. ৮২ দিনের জন্য ৪৯৮ টাকায় পাবেন আনলিমিটেড কল সমেত দৈনিক ১.৫ জিবি ডাটা।

৯. ৭৫ দিনের জন্য ৪৯৯ টাকায় পাবেন আনলিমিটেড কল ও দৈনিক ২ জিবি ডাটা।

১০. ৯৯৭ টাকায় ১৬০ দিনের প্ল্যানের বৈধতায় আপনি পাবেন আনলিমিটেড কল ও দৈনিক ২ জিবি ডাটা।

এছাড়া BSNL – এর রিচার্জের প্ল্যানগুলি সমন্ধে আরও বিস্তারিত জানতে গুগলে চেক করে নিন।

BSNL Official Website Link- Click Here

3G 4G 5G Direct Check Link- Click Here

আরও পড়ুন- Electricity Bill New Rules 2024: এবার থেকে মাসে মাসে আসবে বিদ্যুতের বিল! WBSEDCL- এর তরফ থেকে জারি করা হলো নয়া নিয়ম।

Leave a Comment