Weather Update Next 3 Days: দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদের বার্তা নিয়ে এলো হাওয়া অফিস, বাড়ছে বজ্র বিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের প্রবণতা!
Weather Update Next 3 Days:
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য জুড়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রভাবে সক্রিয় হচ্ছে মৌসুমী অক্ষরেখা। এই সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঁচড়ে পড়তে চলেছে ঘূর্নিঝড়। এই সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলবর্তী জেলাগুলির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে। Weather Update Next 3 Days
Table of Contents
মৌসুমী অক্ষরেখার অবস্থান:
বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সক্রিয় মৌসুমী বায়ু রাজস্থানের জয়সলমেঢ় থেকে শুরু করে কোটা, শিবপুরী, ডাল্টনগঞ্জ থেকে পশ্চিমের পুরুলিয়া এবং কাঁথি পর্যন্ত বিস্তৃত হ য়েছে। মৌসুমী অক্ষকরেখা অন্যদিকে দক্ষিণ-পূর্ব দিকের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। এর পাশাপাশি উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত অন্য আরেকটি অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। যদি বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই জলীয়বাষ্প সমেত উত্তর-পশ্চিমে তৈরী হওয়া এই দুই বায়ু শক্তিশালী হয়ে ওঠে তো ঘূর্নিঝড় হওয়া নিশ্চিত রয়েছে। Weather Update Next 3 Days
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বর্তমান সময়ে দক্ষিণবঙ্গের ওপরে এর প্রভাব বিস্তার করতে চলেছে। আর এই সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আগের তুলনায় অনেকটাই বাড়তে চলেছে। গতকাল শুক্রবারে সারাদিনই প্রায় আকাশে মেঘ জমাটবদ্ধ ছিলো। সাথে কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হয়েছিল। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আজ শনিবার থেকে ভারী বৃষ্টির প্রবল সতর্ক বার্তা জারি করা হয়েছে। সারাদিনই বৃষ্টি চলবে, তার সাথে মাঝারি বৃষ্টি চলবে সব জায়গাতেই এবং আগামী ৪৮ ঘন্টা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। পাশাপশি এই মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে চলবে ভারী বর্ষণ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বর্ষণের পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। Weather Update Next 3 Days
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?
শনিবার অর্থাৎ আজ থেকে আগামী ৪৮ ঘন্টা ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম এবং মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে। তার সাথে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। তবে রবিবার থেকে তার পরের কিছু দিন বৃষ্টির সম্ভাবনা আগের কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও কম থাকবে। কিন্তু উত্তর পশ্চিমের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ১৭ই জুলাই থেকে আবারও ঘূর্ণিঝড় অথবা ভারী বৃষ্টি বেশি হওয়ার সতর্ক বার্তা বিশেভাবে জারি করা হয়েছে। আজ শনিবার কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে, কখনো মাঝারী বৃষ্টি আবার কখনো গোটা রাজ্যে জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু আগামী রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলোর মধ্যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে এরপর ভারী বৃষ্টি চলবে ১৭ থেকে ২৫ শে জুলাই পর্যন্ত। Weather Update Next 3 Days
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আজ থেকে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। রবিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় চলবে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে। সোমবারের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এর পর আবার উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরী হবে। Weather Update Next 3 Days
উত্তরবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে?
আজ শনিবারের আবহাওয়ায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টির প্রবল সতর্ক বার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন। জেনে নিন উত্তরবঙ্গের কোথায় কেমন থাকবে আবহাওয়া। Weather Update Next 3 Days
১. উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, ডুয়ার্স অঞ্চলগুলোতে আজ এবং কাল সারাদিন কম বেশি বৃষ্টি চলবে সাথে কখনো ঝোড়ো হাওয়া।
২. শিলিগুড়িতে আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
৩. পার্বত্য এলাকা দার্জিলিং এর পাহাড়গুলি গত কয়েকদিন থেকেই বৃষ্টিতে ভিজছে। সাথে মেঘ আর কুয়াশায় ঢাকা শৈলশহরে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ। দার্জিলিং- এর বর্তমান তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। Weather Update Next 3 Days
৪. পাহাড়ি এলাকা কালিম্পং- এও আকাশ মেঘলা আকাশ রয়েছে, তার সাথে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি হালকা মিষ্টি রোদে ঝলমল করছে আকাশ। আবার কোথাও কোথাও রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কালিম্পং- এর বর্তমান তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রি সেলিয়াস।
৫. উত্তরের জলপাইগুড়ি জেলায় আজ থেকে আগামী ২ দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকে আকাশ পরিস্কার থাকলেও রবিবার থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। আজ জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৪.০৬ ডিগ্রি সেলসিয়াস।
৬. পার্বত্য এলাকা ডুয়ার্সে সারাদিন হালকা বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ডুয়ার্স অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
৭. এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে সাথে সারাদিনই প্রায় ঝিরিঝিরে বৃষ্টি থাকবে। আজ এখানকার আবহাওয়া থাকবে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
৮. উত্তরের কোচবিহার জেলায় আবহাওয়া থাকবে বৃষ্টিপূর্ণ। কোথাও কোথাও হালকা মেঘ, রোদ এবং কোনো জায়গায় আকাশের মুখ ভার অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোচবিহারের বর্তমান তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। Weather Update Next 3 Days
৯.উত্তর দিনাজপুরের বিভিন্ন জেলায় যেমন মালদায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সাথে রয়েছে একটা ভ্যাপসা গরমের পরিস্থিতি। মালদার বর্তমান সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
১০. উত্তরবঙ্গের ইসলামপুরের আকাশ মেঘময় থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
১১. উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আজ সারাদিন আকাশ মেঘলা রয়েছে। গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
১২. দক্ষিণ দিনাজপুরের আকাশ আপাততো পরিষ্কার রয়েছে। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬.০৮ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ, শনিবার শুধুই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি চলছে সাথে আগামী ৪৮ ঘণ্টাও ভারী বৃষ্টি চলবে। এর ফলে পার্বত্য এলাকাগুলিতে ও তার সংলগ্ন এলাকায় প্লাবন তৈরি হচ্ছে। যার ফলে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ তবে এটাও জানানো হয়েছে সোমবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। বাড়তে পারে আবারও ভ্যাপসা গরম।
WB Weather Official Website- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।