West Bengal Gram Panchayat New App 2024: গ্ৰাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য নতুন App চালু! সব সুবিধা হাতের কাছেই মিলবে।
West Bengal Gram Panchayat New App 2024:
West Bengal Gram Panchayat New App : রাজ্য সরকার উত্তরবঙ্গের প্রত্যেকটি গ্ৰাম পঞ্চায়েতের জন্য এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে। এবার থেকে এলাকার বাসিন্দাদের আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে বা হয়রানি হতে হবে না বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র নিতে।
এবার রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করেই বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্ৰহন করেছেন। তিনি কি এমন করলেন? জেনে নিন.. পশ্চিমবঙ্গের গ্ৰাম পঞ্চায়েত এলাকার লোকজনের সুবিধার্থে রাজ্য সরকার নতুন উদ্যাগ নিলেন। রাজ্য সরকার বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করলেন Gram Panchayat App বা গ্ৰাম পঞ্চায়েত অ্যাপ নিয়ে। West Bengal Gram Panchayat New App 2024
West Bengal Gram Panchayat New App – আজকাল বেশির ভাগ কাজই অনলাইনে হয়ে যাচ্ছে। এইজন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও গ্রাম পঞ্চায়েত অ্যাপ(Gram Panchayat App)নিয়ে নতুন উদ্যোগ গ্ৰহন করেছেন। এখনও পর্যন্ত যেকোনো ছোট বড় বিভিন্ন কাজ করার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তবে সেই বিষয় মিটানো যেত। তবে এবার থেকে যেকোনো কাজ তুড়ি মেরে করা যাবে।
এখন থেকে রেসিডেন্সিয়াল শংসাপত্র ,ইনকাম শংসাপত্র সহ বিভিন্ন ধরনের শংসাপত্র যেগুলো পঞ্চায়েত থেকে নিতে হয়, সে সকল শংসাপত্রের জন্য আর পঞ্চায়েতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না।
Table of Contents
West Bengal Gram Panchayat New App 2024:
বাড়িতে বসেই গ্ৰাম পঞ্চায়েতের সকল কাজ করে ফেলতে পারবেন। নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করা যাবে এই কাজ। এর জন্য চালু করা হতে চলেছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ(Gram Panchayat App)। এই অ্যাপের মাধ্যমে কিভাবে পাওয়া যাবে প্রয়োজনীয় শংসাপত্র? জানুন আজকের এই প্রতিবেদনে।
এখন থেকে বাড়িতে বসেই Gram Panchayat App এর মাধ্যমে ইনকাম শংসাপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের শংসাপত্র যাবেন। এই অ্যাপে কাজ করবে শুধুমাত্র “West Bangla Panchayat Management System”অধীনে। রাজ্যের সাধারন মানুষদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করেই এই চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নেওয়া কারণ গ্রাম পঞ্চায়েতগুলিকে আরোও উন্নত করতে।
ইনকাম শংসাপত্র সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শংসাপত্র তুলতে গ্রামের মানুষের একমাত্র ভরসা গ্ৰাম পঞ্চায়েত। কিন্তু পঞ্চায়েতে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে তবেই পাওয়া যায় শংসাপত্র।
এখন থেকেই বাড়িতে বসে গ্ৰাম পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করুন আর পেয়ে যান যে কোনো শংসাপত্র । হাউজ বিল্ডিং অ্যাপ্রুভাল সার্টিফিকেট, ট্রেড এনওসির রেনুয়াল অ্যালার্ট সহ যেকোনো শংসাপত্র পাওয়া যাবে বাড়িতে বসেই। যদিও এখনও পর্যন্ত এই অ্যাপ চালু করা হয়নি। আগামী দুই এক মাসের মধ্যে তা চালু হয়ে যাবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই অনলাইন অ্যাপ কাজ করবে।এর ফলে রাজ্যের সকল জন সাধারণ উপকৃত হবেন। এখন দেখার রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করেন।
Panchayat & Rural Development Department, Govt. of West Bengal
আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।