Airtel VI and Jio Recharge Plan: 1 মাসের সবচেয়ে কম রিচার্জ প্ল্যান কোনটি? জানালেন জিও, এয়ারটেল ও ভোডাফোন।
Airtel VI and Jio Recharge Plan:
Jio , Airtel, And Vodafone-Idea Recharge Plans: July মাস থেকে একাধিক টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে দিয়েছে। আগের থেকে অনেক বেশি টাকা দিয়ে গ্রাহকদের রিচার্জ করতে হচ্ছে। বেশিরভাগ গ্রাহক থাকেন যারা বেশি দিনের রিচার্জ এর পরিবর্তে আজকালকার সুবিধার্থে অল্প দিনের রিচার্জ প্ল্যানগুলি করে থাকেন।
কম দিনের রিচার্জগুলোর মধ্যে 28 দিনের রিচার্জ প্ল্যানটি বেশি জনপ্রিয়। আজকে আমরা এই প্রতিবেদনে Jio, Airtel ও VodafoneIdea-এই সিমগুলোর ২৮ দিনের রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করব চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
Table of Contents
জিও-এর এক মাসের কম রিচার্জ প্ল্যান
জিও- এর সব থেকে সস্তা প্ল্যান হল ১৯৯ টাকা রিচার্জ প্ল্যানটি হলো জিও-এর সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান। এর বৈধতা ২৮ দিন। রিচার্জের দাম বাড়ানোর আগে এই প্ল্যানটির দাম ছিল ১৫৫ টাকা। এই রিচার্জ প্ল্যানটি করলে গ্ৰাহকরা পেয়ে যাবে মোট 2 GB ইন্টারনেটের সাথে 4G ডেটা, Unlimited voice call এবং মোট 300টি SMS.যেসব গ্ৰাহকদের কল ছাড়া খুব বেশি ডেটার প্রয়োজন হয় না সেই সব গ্ৰাহকরা এই রিচার্জ প্ল্যানটি করতে পারেন।
Jio Official Website Link- Click Here
এয়ারটেল-এর এক মাসের কম রিচার্জ প্ল্যান
Airtel-এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানটি হল 199 টাকার রিচার্জ প্ল্যান। দাম বাড়ানোর আগের রিচার্জ প্ল্যান এর দাম ছিল 179 টাকা। এই রিচার্জ প্ল্যানটি গ্ৰাহকরা করলে যে সুবিধা গুলি পাবেন সেগুলি হল Unlimited Call, মোট 2GB Internet সাথে 4G ডেটা এবং প্রতিদিন 100টি SMS। যে সকল গ্ৰাহকদের খুব বেশি ডেটার প্রয়োজন হয় না কিন্তু Unlimited Call প্রয়োজন হয় সে সকল গ্ৰাহকরা এই রিচার্জ প্ল্যানটি করতে পারবেন।
Airtel Official Website Link- Click Here
VodafoneIdea-এর এক মাসের কম রিচার্জ প্ল্যান
VodafoneIdea -এর সবথেকে সস্তা রিচার্জ প্ল্যানটি হলো 199 টাকা রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের বৈধতা হলো 28 দিন। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্ৰাহকরা যে সকল সুবিধা গুলি পাবে সেগুলি হল Unlimited Call, মোট 2 GB Internet সাথে 4 G ডেটা আর মোট 300 টি SMS.
VI Official Website Link- Click Here
আরও পড়ুন- ICDS New Recruitment 2024: ICDS অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ, MP পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।