Cast Certificate Big News 2024: SC, ST, OBC শংসাপত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলো হাইকোর্ট, বাতিল হতে পারে কাস্ট শংসাপত্রের সুবিধা!
Cast Certificate Big News 2024:
SC, ST, OBC কাস্ট শংসাপত্র নিয়ে নতুন এক বড় ঘোষণা করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এই সিদ্ধান্ত ভারী পড়তে চলেছে দেশের নাগরিকদের ওপর। এরপর থেকে নিজেদের কাস্ট শংসাপত্র আর বৈধ বলে লাঘু করা হবে না অন্য রাজ্যে। এবার থেকে নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে থাকতে যাওয়া নাগরিকদের সংরক্ষণ নীতির উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। হঠাৎ করে কেন এতো বড়ো সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্ট, এতো বড়ো সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আসুন জেনে নেওয়া যাক।
Table of Contents
SC/ST/OBC কাস্ট শংসাপত্র আসলে কি?
আমরা সকলেই জানি, SC/ST/OBC কাস্ট শংসাপত্র হল একটি গুরত্বপূর্ণ নথি। যার দ্বারা প্রমাণ করা যায় যে, একজন নির্দিষ্ট ব্যক্তি একটি নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের অন্তর্গত। যেমন SC/ST/OBC কাস্টের শংসাপত্রগুলি ভারতের রাজ্য সরকার দ্বারা জারি করা এবং ভারতের সব জায়গায় বৈধ বলে গণ্য করা হয়। এই কাস্ট শংসাপত্রগুলির উদ্দেশ্য হল কাস্ট অনুযায়ী যাতে বিভিন্ন শ্রেনীর মানুষেরা আলাদা করে শিক্ষা, চাকরি, প্রকল্প বা যে কোনো রকম সরকারি বিষয়ে সুযোগ সুবিধা সঠিক ভাবে পান তা নিশ্চিত করা।
কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশিকা:
২০২৪- এর লোকসভা নির্বাচনী ভোটের আগে OBC কাস্টের শংসাপত্র নিয়ে এক বড়ো চমক দিয়েছিলো ভারতীয় কলকাতা হাইকোর্ট। বাতিল করা হয়েছিলো ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সমস্ত OBC কাস্টের শংসাপত্র। সেই অনুযায়ী OBC কাস্টের শংসাপত্র বাতিল হওয়ায় OBC শ্রেনীর মানুষদের সব সুযোগ সুবিধা বাতিল হচ্ছে বলে শোনাও গিয়েছিল। আর কথা অনুযায়ী ঘোষণা করা হয়েছিলো OBC শ্রেনীতে থাকা যে সব ব্যক্তিরা চাকরি পেয়ে গিয়েছেন তাদের কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। তবে এরপর থেকে ২০১০ সালের পর যাদের OBC কাস্টের শংসাপত্র তৈরি হয়েছে তারা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা হয়তো পাবেন না।
এরই মাঝে আরও একটি নতুন বড়ো সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্ট। OBC কাস্ট শংসাপত্রের সাথে এবার বাতিল করা হচ্ছে SC ও ST শংসাপত্রের সুবিধাগুলি। ঘোষণা করা হলো এবার থেকে কাস্ট শংসাপত্র দেখিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যেতে গিয়ে দেখালে সেটা বৈধ বলা হবে না। এই প্রসঙ্গে ছত্তিশগড় হাইকোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে জানিয়েছেন যে, যে সব ব্যক্তিরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকার জন্য যাচ্ছেন তাদের কাস্ট শংসাপত্রের মর্যাদা দেওয়া হবে না। উপরন্তু এর সাথে এই কাস্ট শংসাপত্রের সাথে সম্পর্কিত সংরক্ষণের সুবিধাগুলিও তারা নিতে পারবেন না। Cast Certificate Big News 2024
SC, ST, OBC শংসাপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী?
SC, ST, OBC শংসাপত্র নিয়ে এই এতো বড়ো সিদ্ধান্ত নেওয়ার পিছনে হাইকোর্টের বড়ো কারণ রয়েছে। রাজস্থান থেকে কিছু লোক ছত্তিশগড়ে চলে এসেছিলেন এবং তারা নিজেদেরকে তফসিলি উপজাতি বলে দাবি জানিয়ে আদালতে নতুন করে তফসিলি উপজাতির শংসাপত্র নিয়ে অর্জি জানান। এরপর সেই মামলা কোর্টে ওঠার পর আদালতের উচ্চ-ক্ষমতাসম্পন্ন কাস্ট তদন্ত কমিটি খতিয়ে দেখার পর ধরা পড়লো যে, আবেদনকারীরা সমস্ত জাল নথিপত্র জমা করেছিলেন। Cast Certificate Big News 2024
এরপরই আদালত সিদ্ধান্ত নেয় যে, কোনও বিশেষ সম্প্রদায়কে যেমন SC, ST, OBC কাস্ট – এর মর্যাদা দেওয়া সেই বর্ণের নিজ নিজ রাজ্যে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত অনগ্রসরতার সঙ্গে যুক্ত থাকতে পারে তবে এই নিয়ম অন্য রাজ্যে লাগু নাও হতে পারে। রীতিমতো এরপর সমস্ত বিষয় খতিয়ে দেখার পর বিচারপতি নরেন্দ্র কুমার নতুন সিদ্ধান্ত জানান। Cast Certificate Big News 2024
এছাড়াও, আদালতের রায় অনুযায়ী আরও বলা হয়েছে যে, কাস্ট শনাক্তকরণ নিজের রাষ্ট্রের নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে। অতএব, যেই রাজ্যের কাস্ট সার্টফিকেট নিয়ে বাসিন্দারা অন্য রাজ্যে থাকতে আসছেন, সেই সার্টফিকেটের সুবিধাগুলো নিয়ম অন্য রাজ্যে এক না থাকলে, অভিবাসী ব্যক্তিরা সেই নতুন রাজ্যে সংরক্ষণের একই সুযোগ সুবিধা পাবেন না এবং সেটা নিয়ে আদালতে তারা কোনো রকম দাবিও জানাতে পারবেন না।
WB Cast Certificate Official Website Link- Click Here
আরও পড়ুন- ICDS New Recruitment 2024: ICDS অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ, MP পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।