Ladla Bhai Yojana 2024: ঘোষনা করা হলো নতুন প্রকল্প “লাডলা ভাই যোজনা”। কোন যুবকেরা পাবেন কত টাকা?

Ladla Bhai Yojona 2024: ঘোষনা করা হলো নতুন প্রকল্প “লাডলা ভাই যোজনা”। কোন যুবকেরা পাবেন কত টাকা?

Ladla Bhai Yojana 2024:

মহারাষ্ট্রের রাজ্য সরকার দ্বারা পরিচালিত রাজ্যের যুবকদের জন্য নিয়ে আসা হলো নতুন একটি প্রকল্প। যার নাম “লাডলা ভাই যোজনা”, এই প্রকল্পের আওতায় থাকা যুবকেরা মাসে ১০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এবার প্রশ্ন হলো কি এই নতুন প্রকল্প? রাজ্যের সব যুবকেরাই কি পাবে এই প্রকল্পের টাকা? কিভাবে আবেদন করবেন? সবটা বিস্তারিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

লাডলা ভাই যোজনা আসলে কি?

মহারাষ্ট্রের একটি বিধান সভায় গণমাধ্যমকে তথ্য দিতে গিয়ে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, সরকারের দৃষ্টি ভঙ্গিতে ছেলে এবং মেয়ে দুজনেই সমান কারোর ভেদাভেদ করা উচিত নয়। এমন সিদ্ধান্ত নিয়ে তিনি জানান মহিলারা যেমন সরকারের তরফ থেকে সব রকম সুবিধা পান ঠিক তেমনই এবার থেকে মহারাষ্ট্রের বেকার যুবকরা পাবে সুবিধা। সেই কথা রাখতে রাজ্য সরকার ‘লাডলা ভাই’ যোজনা চালু করেন। এই প্রকল্পের অধীনে থাকা যুবকদের কারখানায় ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সরকার থেকে সেই হিসেব মতো তাদের প্রারিশ্রমিক দেওয়া হবে। Ladla Bhai Yojana 2024

মহারাষ্ট্র সরকার তথা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আষাঢ়ী একাদশী উপলক্ষে লাডলা ভাই যোজনাটির ঘোষণা করেছেন। এই ঘোষণাটি বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ঘটেছিল। লাডলা ভাই যোজনা হল মহারাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আর এই প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যের বেকার যুবকদের সাহায্য করা। যে সব যুবকদের চাকরি নেই মহারাষ্ট্র সরকার এমন যুবকদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য লাডলা ভাই যোজনা নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। যে সব যুবকেরা ১২ তম শ্রেণী পাশ করছে বা স্নাতক ডিগ্রি নিয়ে বসে রয়েছে এক কথায় বলা যায় এই প্রকল্পটি এক ধরনের স্কলারশিপ যা মহারাষ্ট্রের যুবকদের পড়াশোনার কাজে সাহায্য প্রদান করবে। Ladla Bhai Yojana 2024

লাডলা ভাই যোজনায় আবেদন জানাতে কি কি যোগ্যতা রাখা হয়েছে?

লাডলা ভাই যোজনায় আবেদন জানাতে অবশ্যই ইচ্ছুক আবেদনকারীকে কিছু বিষয় মানতে হবে। আসুন জানি কি সেই বিষয় গুলি?

স্থায়ী বাসিন্দা: লাডলা ভাই যোজনায় আবেদন জানাতে ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। কারণ মহারাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্প। তাই এই প্রকল্পটির সুবিধা শুধুমাত্র রাজ্যে বসবাসকারী যুবকদের দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা: লাডলা ভাই যোজনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ১২ তম শ্রেনী পাশ বা কলেজ থেকে স্নাতকত্তর ডিগ্রী প্রাপ্ত। তবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আর্থিক সাহায্য করা হয়। কারণ যেই যুবক যতটা শিক্ষিত সেই হিসেব মতো অর্থ প্রদান করা হয়।

বয়সসীমা: লাডলা ভাই যোজনায় আগ্রহী আবেদনকারীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কারা পারবেন আবেদন করতে?

লাডলা ভাই যোজনায় শুধুমাত্র মহারাষ্ট্রের বেকার যুবকরাই আবেদন জানাতে পারবেন। যাদের চাকরির বিশেষ প্রয়োজন অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি একদমই নিম্ন মানের শুধুমাত্র এমন যুবকেরাই আবেদন জানাতে পারবেন।

এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই সমস্ত যুবকেরা উচ্চশিক্ষিত হয়েও চাকরি ছাড়া ঘরে বসে রয়েছেন তাদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। Ladla Bhai Yojana 2024

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আর্থিক অনুদান কত?

১. ১২ তম শ্রেনীর জন্য: যে সকল বেকার যুবকেরা তাদের ১২ তম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের মাসিক অনুদান ধার্য করা হয়েছে ৬,০০০ টাকা।

২. ডিপ্লোমা বা ITI শ্রেনী: যে সব তরুণেরা ডিপ্লোমা কোর্স শেষ করেছেন তারা প্রতি মাসে ৮,০০০ টাকা অনুদান পাবেন।

৩. স্নাতক ডিগ্রি: যে সমস্ত যুবকেরা স্নাতক স্তরে পাশ করে এখনও বেকার বসে রয়েছেন তাদের ১০,০০০ টাকা মাসিক অনুদান দেওয়া হয়।

লাডলা ভাই যোজনার করণীয় কী?

লাডলা ভাই যোজনার জন্য যুবকদের মহারাষ্ট্রের কোম্পানিতে নিয়োগকর্তা হিসেবে কাজ করতে হবে। সেই কাজের পারিশ্রমিক হিসেবে এবং যুবকের নিজস্ব শিক্ষাগত যোগ্যতার ওপর নির্ভর করে মাসিক বেতন কাঠামো তৈরি হবে। প্রথমত যুবকদের একটি কারখানায় ৬ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা তাদের কাজ ঠিক মতো বুঝে নিতে পারলে কাজের মাধ্যমে পাওয়া তাদের মাসিক বেতন সরাসরি বেনিফিট ট্রান্সফার (DBT) এর মাধ্যমে পেয়ে যাবেন। Ladla Bhai Yojana 2024

Ladla Bhai Yojana 2024
Ladla Bhai Yojana 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লাডলা ভাই যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

১. লাডলা ভাই যোজনায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সমস্ত নথিপত্র।

৩. আবেদনকারীর প্যান কার্ড ও আধার কার্ড।

৪. আবেদনকারীর নিজের এক কপি পাসপোর্ট সাইজ ছবি।

৫. আবেদনকারীর কাস্ট শংসাপত্র।

৬. আবেদনকারীর কোনো আয় থাকলে সেই বার্ষিক আয়ের শংসাপত্র।

লাডলা ভাই যোজনায় কী সুবিধা দেওয়া হবে?

মহারাষ্ট্রের একটি বিধান সভায় গণমাধ্যমকে তথ্য দিতে গিয়ে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, সরকারের দৃষ্টি ভঙ্গিতে ছেলে এবং মেয়ে দুজনেই সমান কারোর ভেদাভেদ করা উচিত নয়। এমন সিদ্ধান্ত নিয়ে তিনি জানান মহিলারা যেমন সরকারের তরফ থেকে সব রকম সুবিধা পান ঠিক তেমনই এবার থেকে মহারাষ্ট্রের বেকার যুবকরা পাবে সুবিধা। সেই কথা রাখতে রাজ্য সরকার ‘লাডলা ভাই’ যোজনা চালু করেন। এই প্রকল্পের অধীনে থাকা যুবকদের কারখানায় ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সরকার থেকে সেই হিসেব মতো তাদের প্রারিশ্রমিক দেওয়া হবে। Ladla Bhai Yojana 2024

কেন চালু করা হয় লাডলা ভাই যোজনা?

মহারাষ্ট্র- এর এক অনুষ্ঠানসভায় শিনানা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে মধ্যপ্রদেশের কাছে বেকার এবং একই রকমের চেয়ে আর্থিক দাবির জন্য অনুরোধ করছি। সেই মহারাষ্ট্র ডেপুটি সিএম ও অর্থমন্ত্রী অধিপতি। যেখানে তিনি বাড়িতে শান্তি বেকারতদের একটি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করবেন বলে ঘোষণা দেন এবং ঘোষণা করেন। বেকার ঠিক বেত জন্য তৈরি করা প্রকল্পের মুখ দিয়ে ‘লাডলি বেহাঁ যোজনা’ বা ‘স্যমান্য মাঝি লাডকি লাডকিহান যোজনা’। এই ‘লাডলি বেহন যৌনা’ বা ‘মুখ্যমন্ত্রী মাঝি লাড্ড যৌহনা’ প্রকল্পের মিলন সদস্যদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে বলে দেওয়া হবে। তার সাথে তাদের আগের সীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৬০ বছরের মধ্যে এই পুরনো বছরের পুরনো এই প্রকল্পের টাকা দেওয়া হবে। এই সাথে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয়েছিল। Ladla Bhai Yojana 2024

মহারাষ্ট্রের বিধানসভায় এই ‘লাডলি বেহানা’ প্রকল্প ঘোষণার পরেই, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বেকার যুবকদের জন্য কিছু আর্থিক সাহায্য দরকার বলে বিধানসভায় বিষয়টি উপস্থাপন করেছিলেন। উদ্ধব ঠাকরে প্রশ্ন তোলেন যে, মহারাষ্ট্রের সরকার রাজ্যের যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য একটি প্রকল্পের আয়োজন করেছেন কিন্তু রাজ্যের বেকার যুবকদের নিয়ে সরকারের কি চিন্তা ভাবনা? তিনি আরও বলেন, আজ রাজ্যে হাজার হাজার শিক্ষিত ও যোগ্য যুবকেরা বেকার পরে রয়েছে তাদের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সরকারের পরিকল্পনা কি? Ladla Bhai Yojana 2024

সেই কারণ বশত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য লাডলা ভাই প্রকল্প চালু করার ঘোষণা করলেন। এই লাডলা ভাই যোজনার লক্ষ্য হলো রাজ্য থেকে বেকারত্ব যুবকদের সংখ্যা কম করা সাথে মহারাষ্ট্রের যুবকদের স্বনির্ভর তৈরি করা। Ladla Bhai Yojana 2024

National Portal of India- Click Here

আরও পড়ুন- ICDS New Recruitment 2024: ICDS অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ, MP পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।



Leave a Comment