NPS Vatsalya Scheme 2024: সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত কথা মাথায় রেখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের NPS বাংৎসল্য স্কিমে! কী সেই প্রকল্প বিস্তারিতভাবে জানুন।

NPS Vatsalya Scheme 2024: সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত কথা মাথায় রেখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের NPS বাংৎসল্য স্কিমে! কী সেই প্রকল্প বিস্তারিতভাবে জানুন।

NPS Vatsalya Scheme 2024:

Budget 2024:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করা সময় নতুন এক প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পের নাম National Pension Scheme Vatsalya Scheme(NPS বাৎসল্য স্কিম)।এই প্রকল্পের অধীনে National Pension Scheme Account -এ অভিভাবকরা তাদের নাবালক সন্তানদের জন্যও National Pension Scheme Account টাকা জমা করে রাখতে পারবেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে নিয়ে বড় ঘোষণাও করলেন। এবার অভিভাবকরা তাদের পেনশন অ্যাকাউন্টের সাথে যুক্ত করা যাবে সন্তানদেরও। একই দিনে বাজেটে NPS বাৎসল্য স্কিমের (National Pension Scheme Vatsalya Scheme) ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । কী এই প্রকল্প? কীভাবেই বা পাবেন এই প্রকল্পের সুযোগ সুবিধা?

একই দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় নতুন এক প্রকল্প, National Pension Scheme Vatsalya Scheme ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে National Pension Scheme Account অভিভাবকরা তাদের নাবালক সন্তানদের জন্যও National Pension Scheme Account টাকা জমা করে রাখতে পারবেন।

সরকার জানিয়েছে, এই প্রকল্পে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য টাকা করে জমা জমাতে পারবেন। সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, অর্থাৎ 18 বছর হবে, তখন Vaatsary Account সাধারণভাবে National Pension Scheme Account পরিবর্তিত হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর গ্রাহক চাইলে, Non-National Pension Scheme Account -তে পরিবর্তিত করতে পারবেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানান, সরকারি কর্মচারীদের National Pension Scheme নিয়ে যে প্রশ্নগুলো সকলের মধ্যে সৃষ্টি হয়েছে,তাও তারাতারি মেটানো হবে ।

NPS Vatsalya Scheme 2024
NPS Vatsalya Scheme 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

What is National Pension Scheme?

National Pension Scheme হল- কেন্দ্রীয় সরকার ও Pension Fund Regulatory and Development Authority অধীনে দীর্ঘ দিনের Pension scheme. এই স্কিমে সরকারি, বেসরকারি ও অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীরা টাকা জমা রাখতে পারেন। এই স্কিমে আপনি মাসিক বা বার্ষিক টাকা জমা রাখতে পারেন। কাজে থেকে অবসরের পর আপনি এই ফান্ড থেকে আংশিক জমা রাখা অর্থ তুলে নিতে পারেন। বাকি টাকা মাসিক পেনশন হিসাবে পাবেন।

কর-এর ছাড়

National Pension Scheme Account টাকা জমা রাখলে, আয়করেও ছাড় পাওয়া যায়। আয়কর আইনের 80 C-এর ধারার অধীনে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।

NPS Website- Click Here

আরও পড়ুন- West Bengal ICDS Anganwadi Recruitment 2024: আবার ICDS অঙ্গনওয়াড়ির কর্মী আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

Leave a Comment