All India Budget News 2024: ভারতের মানুষদের জন্য অনেক বড়ো অফার, স্মার্ট ফোন এখন থেকে আগের থেকে অনেক কম দামে!
All India Budget News 2024:
২০২৪- এর লোকসভা নির্বাচনী ভোটের পর দেশের অনেক নিয়মে নতুন ও চমক পূর্ণ বদল আনা হয়েছে। যা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য উপকারী আবার অনেক সময় বিভিন্ন অসুবিধার সৃষ্টি করে দিচ্ছে। সেই মতো ২০২৪ – এ অনেক ২৩ শে জুলাই পেশ করা হলো এই চলতি বছরের বাজেট অর্থাৎ ২০২৪ সালের বাজেট। সেই অনুযায়ী বাজেট ঘোষণার পর বিভিন্ন জিনিসের ওপর শুল্কের হার বৃদ্ধি করা হলো। ঠিক তেমনি ওষুধ থেকে সোনা গয়না, ইলেকট্রনিক যন্ত্রপাতি সব কিছুর ওপর আমদানি শুল্ক কমানো হবে বলেও জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগের তুলনায় ইলেকট্রনিক যন্ত্রপাতির দাম কমিয়ে দেওয়া হলো, যেমন- মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড এই সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতির দাম আগের তুলনায় অনেকটাই কমতে চলেছে। তার সাথে মোবাইলের সমস্ত সরঞ্জামের দামও কমিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। মোবাইলের ব্যাক কভার, ব্যাটারি কভার, অ্যান্টিনা, ক্যামেরা লেন্স ইত্যাদি জরুরি সামগ্রীর দাম কমবে। এমনটা ঘোষণা হওয়ার পর পরই মেড-ইন-ইন্ডিয়া স্মার্ট ফোনগুলির ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ভারতে মোবাইল ফোনের তৈরি হওয়ার সংখ্যা আগের থেকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। All India Budget News 2024
Table of Contents
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা:
মঙ্গলবার ২০২৪- এর ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী সীতারমন ঘোষণা করেন। বাজেটে আয় নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। সেখানে প্রয়োজনীয় বহু সামগ্রীর দাম কমানো এবং বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী, গয়নার ওপরে অর্থাৎ ধাতুর সামগ্রী সোনা ও রুপোর মৌলিক শুল্ক ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের মৌলিক শুল্ক ৬.৪ শতাংশে কমানোর প্রস্তাব রাখা হয়েছে। তার সাথে কেন্দ্রীয় সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় স্বাভাবিকভাবেই দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, সৌর বিদ্যুত, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য ও তামার জিনিষেরও। All India Budget News 2024
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আয়কর অনুযায়ী বড় পরিবর্তনের এসেছে সম্পূর্ণ দেশে। ২৩ শে জুলাই অর্থমন্ত্রী সীতারমণ বাজেট পেশ করায় ঘোষণা করেন যে, মোবাইল ফোন সমেত মোবাইল ফোনের সমস্ত সামগ্রী তথা ইলেকট্রনিক প্রায় সব জিনিসের দাম কমতে পারে। যার ফলে কেন্দ্রীয় সরকার ভারতে মোবাইল তৈরীর সংখ্যা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এর সাথে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, গত ৬ বছরের মধ্যে দেশীয় উৎপাদন পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। All India Budget News 2024
অর্থমন্ত্রী সীতারামন আরও জানান, দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হলে মোবাইল যন্ত্রাংশ, মোবাইলের চার্জার, গ্যাজেট ও পিভিসি ব্যবহৃত যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ শুল্কের হার কমাতে হবে। এই কারণে বলা বাহুল্য এরপর থেকে নতুন স্মার্টফোন মোবাইল সাথে মোবাইল চার্জার আরও মোবাইলের সাথে দরকারি ব্যবহারের সামগ্রীগুলি আগের তুলনায় অনেক কম খরচে কিনতে পারবে সাধারণ মানুষেরাও। নির্দিষ্ট ভাবে জানানো হয়েছে, টেলিকম সামগ্রীর ওপর সরকার ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিবে মানুষের সুবিধার্থে৷ যার কারনে টেলিকম সংস্থাগুলি টেলিকম সামগ্রীর সাথে মোবাইল ফোন ও মোবাইল ফোনের ব্যবহারকারী জিনিষগুলোর দামও কমিয়ে দিবে, যেমন – দাম কমবে মোবাইল চার্জার, হেডফোনের, ব্যাক কভার ইত্যাদি মোবাইলের সাথে ব্যবহারকারী জিনিষগুলির। All India Budget News 2024
আমদানি শুল্ক- এর পরিমাণ কত বৃদ্ধি করা হয়েছে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ২০২৪- এর ২৩ শেজুলাই গত মঙ্গলবার ২০২৪ এবং ২০২৫ সালের দুই বছরেরই জন্য হিসাব করে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। সেই অনুযায়ী যেমন শুল্কের পরিমাণ বাড়িয়েছে শেয়ার বাজারের ওপর, গ্যাস সিলিন্ডারের ওপর, প্লাস্টিকের ওপর, মোটর সাইকেল, লাইটের বিভিন্ন সামগ্রী, কিছু কিছু খাবার সামগ্রীর ওপর প্রভৃতি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর। আবার শুল্কের পরিমাণ কমিয়েছে সোনা, রূপা, তামা ও মোবাইল ফোন, চার্জার, হেডফোন ইত্যাদি জিনিসের ওপর। এছাড়াও, হাতে ব্যবহার যোগ্য কিছু উপাদানের ওপর আমদানি শুল্ক- এর ওপর ১৫ শতাংশ দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত ছয় বছরের মধ্যে অভ্যন্তরীণ জিনিসের উৎপাদন তিনগুণ বৃদ্ধি পেয়েছে তার সাথে মোবাইল ফোনের আমদানি রপ্তানিও প্রায় ১০০ গুণ বেড়ে গিয়েছে। যার কারণে ভারতে মোবাইল ফোনের শিল্প এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। এই সব কারণগুলি মাথায় রেখে গ্রাহকদের প্রয়োজনের কারণে অর্থমন্ত্রী বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইলের সমস্ত সমগ্র যেমন – মোবাইল পিসিবিএ, মোবাইল চার্জার, মোবাইল হেডফোনের ওপর গড়ে একটা শুল্ক- এর পরিমাণ কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন।
কমানো হচ্ছে iphone সমেত সমস্ত মোবাইল ফোনর দাম:
২০২৪- এর বাজেট এমন ভাবে পেশ করাতে কাউন্টারপয়েন্ট রিসার্চের V.P নিল শাহ মনে করছেন যে, বর্তমানে মোবাইল ফোনের এই অফারগুলির কারণে iphon ও iphon Pro এছাড়াও গুগল পিক্সেল সমেত আরও কিছু প্রিমিয়াম হ্যান্ডসেট সামগ্রীগুলির দাম আগের তুলনায় প্রায় ৩০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত কমে যেতে পারে। এমনকি এর পাশাপাশি গুগল পিক্সেল-এর দামও ২০০০ থেকে ৩০০০ টাকাও কমতে পারে। আর এটা একমাএ সম্ভব যদি এই সমস্ত কোম্পানিগুলি গ্রাহকদেরও সমান ভাবে শুল্কের কর ছাড় দিবে বলে মনে করেন তো। অর্থমন্ত্রী যেমন ভাবে মোবাইল সমেত মোবাইলের সাথে ব্যবহার যোগ্য সমস্ত সামগ্রীর ওপর শুল্কের ছাড় দিচ্ছে ঠিক তেমন ভাবেই যদি কোম্পানি গুলিও গ্রাহকদের ছাড় দেয় তবেই এই সুবিধা পাওয়া সম্ভব। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে, প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি ও আরও অন্যান্য উপাদানগুলির ওপর শুল্ক- এর হ্রাস ৭০০০ থেকে ২৪০০০ টাকায় 5G ফোনের দামও বেশ অনেকটা কম বেশি হতে পারে। All India Budget News 2024
মোবাইলের ওপর এতটা পরিমাণ হ্রাস কিভাবে কোম্পানিকে সুবিধা দেবে?
২০২৪- এর বাজেট অনুযায়ী iphon সহ 5G মোবাইল ও আরও সব 4G মোবাইলগুলির দাম কমানোতে অনেকেরই প্রশ্ন কিভাবে সুবিধা পাবে সব মোবাইল কোম্পানিগুলি। জানানো হচ্ছে কিছু অন্যান্য কোম্পানিগুলি যখন তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি নির্দিষ্ট সময়ের জন্য ভারতে অল্প পরিমাণ দামে আমদানি করে এবং স্থানীয়ভাবে সেগুলি তৈরি করে, ঠিক তখনই অ্যাপল ফোনগুলিও ভারতে বিক্রি হয়েও তার সাথে সব হাই-এন্ড আইফোন প্রো মডেলগুলি আমদানি শুরু করে। এই কারণ বশত, বিশ্লেষকরা জানিয়েছেন যে অ্যাপল এবং অন্যান্য মোবাইল কোম্পানিগুলির টাকার হ্রাস এমন অনেক কোম্পানি গুলিকে উপকৃত করতে সাহায্য করবে, যারা কোনো রকম স্থানীয় উৎপাদন ছাড়াই আইফোনের মতো আরও দামি দামি মোবাইলের মডেলগুলি আমদানি করে লাভবান হতে পারবেন। All India Budget News 2024
Indian Budget Official Website- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।