Raiganj Sudha Nursing Home Closed 2024: কাগজপত্র ভুল থাকায় রায়গঞ্জের পুরোনো নার্সিং হোমে আবার ঝুললো তালা!

Raiganj Sudha Nursing Home Closed: কাগজপত্র ভুল থাকায় রায়গঞ্জের পুরোনো নার্সিং হোমে আবার ঝুললো তালা!

Raiganj Sudha Nursing Home Closed:

Raiganj Sudha Nursing Home Closed: পরিষেবা সঠিক থাকার পরও কেন আরও একবার বন্ধ হলো রায়গঞ্জের পুরোনো ও বিখ্যাত নার্সিং হোম। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় অবস্থিত এটি একটি বহু পুরোনো ও বিখ্যাত নার্সিং হোম। পূর্বে নার্সিং হোমটি বন্ধ হওয়ার আগে নাম ছিলো সুধা নার্সিং হোম। জানা গিয়েছে, নার্সিং হোমটি পুনরায় চালু হওয়ার পর তার নাম বদলে রাখা হয়েছে নিউ সুধা নার্সিং হোম।

Raiganj Sudha Nursing Home Closed: রায়গঞ্জ দেবীনগরের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সুধা নার্সিং হোম বহু পুরোনো ও বিশ্বস্ত একটি চিকিৎসালয়। কোনো বিপদে সুবিধা অসুবিধায় সাধারণ মানুষদের যথেষ্ট সাধ্য মতো পরিষেবা দেওয়া হতো নার্সিং হোম থেকে। কখনও গরিব মানুষদের কম খরচে আবার কখনো বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ব্যাবস্থা দেওয়া হতো সুধা নার্সিং হোম থেকে। এর পাশাপাশি আশেপাশের ছোটো বড়ো দোকানগুলোর বক্তব্য নার্সিং হোম বন্ধ হওয়ায় যেমন ব্যবসার ক্ষতি হচ্ছে। আরও একটি বড়ো সমস্যা কোনো অসুবিধায় আর চিকিৎসা ব্যবস্থা পাওয়া যাচ্ছে না নার্সিং হোম বন্ধ থাকায়। ফলেই বাইরে নিজেদের এলাকা থেকে একটু হলেও দূরে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তার সাথে চিকিৎসা খরচটাও সুধা নার্সিং হোমের তুলনায় বেশি উঠছে। হাজার হলেও নিজের এলাকায় এমন পরিষেবা মূলক নার্সিং হোম থাকায় অনেকটাই সুবিধা প্রাপ্ত হয়েছিলেন রায়গঞ্জের দেবীনগরের স্থানীয় বাসিন্দারা। Raiganj Sudha Nursing Home Closed

আরও পড়ুন- West Bengal ICDS Anganwadi Recruitment 2024: আবার ICDS অঙ্গনওয়াড়ির কর্মী আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

কেন বন্ধ হলো এতো পুরোনো নার্সিং হোম?

ঘটনা সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের বুকে দেবীনগর এলাকায় অবস্থিত সুধা নার্সিং হোম গত ২ বছর আগে আরও একবার বন্ধ হয়েছিলো তাদের কিছু কাগজপত্র ও পরিষেবা সংক্রান্ত কিছু গাফিলতি থাকায়। তবে এইও শোনা যায় সব কাগজপত্র ঠিক হওয়ার পরে পুনরায় চালু হয় সুধা নার্সিং হোম। কিন্তু এবার সুধা নার্সিং হোমের নাম বদল করে রাখা হয় নিউ সুধা নার্সিং হোম। জানা যায় খোলার পরে পরিষেবা আগের মতোই সুন্দর দেওয়া হচ্ছিলো। এখন প্রশ্ন তাহলে আবার কোন চাপে পড়ে তালা পড়লো নিউ সুধা নার্সিং হোমের দরজায়।

Raiganj Sudha Nursing Home Closed
Raiganj Sudha Nursing Home Closed
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Howrah-Mumbai Express Train Accident 2024: দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেন, মালগাড়ির ধাক্কায় আবারও ঘটনার পুনরাবৃত্তি!

এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা জানান, সরকারি নিয়ম না মেনে বাড়ির দলিলের ওপর নার্সিংহোমের ব্যবসা চলছিল। এর ফলে বোঝা যাচ্ছে, নার্সিং হোমের মালিক ডঃ ডি এন মজুমদারকে বহুবছর ধরে সরকারকে ব্যবসায়িক কোনো সুদ দিতে হয় নি। শুধুমাএ জমির দলিলের রেকর্ড ছিল নার্সিং হোমের কোনো রকম সরকারি রেকর্ড ছিল না। অর্থাৎ সরকারি কাগজ তৈরি না থাকায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আরও একবার বন্ধ করা হয় নিউ সুধা নার্সিং হোম। Raiganj Sudha Nursing Home Closed

নার্সিং হোম কর্তৃপক্ষের বক্তব্য:

নার্সিং হোম কর্তৃপক্ষের তরফ থেকে নার্সিং হোমের মালিক ডঃ ডি এন মজুমদার জানান, দ্বিতীয় বার বন্ধের সময় কাগজপত্রের কাজ সঠিক ভাবে সম্পন্ন হয় নি। কারণ তখন কোভিড – এর সময় চলছিল ২০২০-২০২২ সাল, যার কারনে সরকারি কোনো কাজ সম্পন্ন হয়ে উঠতে পারে নি। তাই সরকার থেকে কিছুদিনের সময় দেওয়া হয়েছিলো ও তার সাথে স্বাস্থ্য দপ্তর থেকে নার্সিং হোম পুনরায় চালু করার নির্দেশও দেওয়া হয়েছিলো। এর মাঝে কাগজ পত্র সঠিক করে জমা করা হয়েছিলো কিন্তু সরকারি দপ্তরের গাফিলতি থাকায় নার্সিং হোমের দলিল স্বাস্থ্য দপ্তরে গিয়ে সময় মতো পৌঁছায় নি। তবে এখন কাজ শুরু হয়ে গিয়েছে এবং সরকারি কাগজপত্র সঠিক জায়গায় পৌঁছে গিয়েছে। আর সেই ফাঁকে নার্সিং হোমে একটু নতুনত্বের কাজ চলছে। স্বাস্থ্য দপ্তর এই কাগজ গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই নার্সিং হোম এবার নতুন রূপে সেজে উঠবে ও পুনরায় চালু হবে।

আরও পড়ুন- Tourist Places in Raiganj: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কিছু দর্শনীয় স্থান।1

আরও পড়ুন- BSNL and TATA Current News 2024: সত্যিই কি রতন টাটা কিনছেন BSNL টেলিকম সংস্থা, জেনে নিন আসলে কি রয়েছে BSNL এবং TATA- এর চুক্তি?

About Raiganj- Click Here

Leave a Comment