India Post Payment Bank Recruitment 2024: ভারতীয় ডাক ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আবেদন সম্পর্কে জানতে বিস্তারিতভাবে পড়ুন।

India Post Payment Bank Recruitment 2024: ভারতীয় ডাক ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আবেদন সম্পর্কে জানতে বিস্তারিতভাবে পড়ুন।

India Post Payment Bank Recruitment 2024:

India Post Payment Bank Recruitment 2024:আপনারা কি চাকরির পাবার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন? চাকরি নিয়ে আর কোন চিন্তার কারণ নেই এবার এই বিষয়ে আশার আলো দেখাচ্ছে India Post Payments Bank.বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন India Post Payments Bank. ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন 09 August 2024তারিখ পর্যন্ত। নিচে থেকে বিস্তারিতভাবে জেনে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? কিভাবে আবেদন পত্র জমা করতে হবে? নিয়োগ পদ্ধতি কি? প্রভৃতির উত্তরসহ।

পদের নাম-

India Post Payments Bank-এর ম্যানেজার।

শূন্যপদ-

মোট শূন্যপদ রয়েছে 9 টি।

বয়সসীমা –

India Post Payments Bank-এর বিভিন্ন পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে 26 থেকে 55 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা-

India Post Payments Bank-এর বিভিন্ন পদে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে বিএসসি এমএসসি বিটেক (কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি সাবজেক্টের উপর)।

মাসিক বেতন –

বিভিন্ন পদের জন্য বেতন পরিকাঠামো আলাদা আলাদা আছে।এই সম্পর্কে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন। আপনাদের সুবিধার জন্য নীচে দেওয়া হল।

নিয়োগ পদ্ধতি –

এই পদের জন্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা পরে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

India Post Payment Bank Recruitment 2024
India Post Payment Bank Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন পদ্ধতি-

প্রথমতম, এই সংস্থায় প্রার্থীদের আবেদন করতে হবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম প্রাথীদের India Post Payments Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

দ্বিতীয়ত, অ্যাপ্লিকেশন ফরম্যাটের লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য সঠিকভাবেই পূরণ করতে হবে।

তৃতীয়ত, এরপরে প্রার্থীদের এককপি পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং শংসাপত্রের কপি, অভিজ্ঞতা শংসাপত্রের কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি সব তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।

চতুর্থতম, প্রয়োজনীয় সব নথিপত্রগুলি আপলোড করা হয়ে গেলে আবেদনের মূল্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ শেষ হবে।

পঞ্চমত, আবেদন পত্রটি জমা দেওয়ার পরেই ফর্মটির একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন‌।

আবেদন করার শেষ তারিখ-

অনলাইনের মাধ্যমে India Post Payments Bank-এর বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করা হচ্ছে। এই পদে আবেদন করার শেষ তারিখ হল 9 August 2024.

Official Notification : Download

আরও পড়ুন- Indian Railway Recruitment 2024: ভারতীয় রেলের চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি।

Leave a Comment