West Bengal ICDS Recruitment 2024: 32000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে, অনলাইনে আবেদন করুন।
West Bengal ICDS Recruitment 2024:
West Bengal ICDS Anganwadi Recruitment 2024:বেশ কিছু দিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ঘোষণা করেছিলেন ,পশ্চিমবঙ্গে 32000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS WORKER) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (ICDS HELPER) পদে আবেদন শুরু হবে।
বর্তমানে সেই শূন্যপদ পূরণ করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলাতেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর। বর্তমানে বেশ কয়েকটি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশিরভাগ ব্লকের আবেদন শুরু হয়েছে। জেলা ভিত্তিক চাকরি প্রার্থীরা অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে আবেদন আবেদন করতে পারবেন।
সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কোন কোন জেলার আবেদন শুরু হয়েছে? সেই পদগুলোতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে ? মাসিক বেতন কত? কিভাবে আবেদন করবেন ,নোটিশ কিভাবে ডাউনলোড করবেন ,ও ফর্ম কিভাবে ডাউনলোড করবেন? বিস্তারিত জানতে প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
Table of Contents
পদের নাম :-
১.অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker)
২.অঙ্গনওয়াড়ি সহায়িকা ( Anganwadi Helper)
এছাড়াও, বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির জন্য আবেদন চলছে।
শূন্যপদ:-
বিভিন্ন জেলার, বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা আপনাদের জেলার ও ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নিতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির ডাউনলোড করার সুবিধার্থের জন্য আমাদের এই প্রতিবেদনে নিচেই দেওয়া হয়েছে। West Bengal ICDS Recruitment 2024
বয়সসীমা :-
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে আবেদন করার জন্য নূন্যতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে । এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC, ST ও OBC বয়সের ছাড় পাবেন। West Bengal ICDS Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা:-
চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে । আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল । এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) আবেদন করতে পারবেন। West Bengal ICDS Recruitment 2024
নিয়োগ পদ্ধতি:-
চাকরিপ্রার্থীদের প্রথমে আবেদন করতে হবে। তারপর 90 নাম্বারের লিখিত পরীক্ষা দিতে হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। সকল পরীক্ষায় সফল হলেই চাকরি প্রার্থীরা চাকরি পাবেন।
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker)ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদের লিখিত পরীক্ষার সিলেবাস:-
•মাতৃভাষায় একটি প্রবন্ধ 150 টি শব্দের মধ্যে (ক্লাস- এইট) – 150নাম্বার।
•পাটিগণিত (M.C.Q, ক্লাস- এইট) – 20 নাম্বার।
•পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা- 15 নাম্বার।
•ইংরেজি- 20 নাম্বার।
•সাধারণ জ্ঞান- 20 নাম্বার।
আবেদন পদ্ধতি:-
জেলা ভিত্তিক আবেদন প্রক্রিয়াটি আলাদা আলাদা রয়েছে কয়েকটি জেলাতে অনলাইনে আবেদন করা হচ্ছে আবার কয়েকটি জেলাতে অফলাইনে ফর্ম জমা দিয়ে আবেদন হচ্ছে।
অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচেই জেলা অনুযায়ী আবেদন করার লিংক দেওয়া হয়েছে।
যে সকল জেলায় অফলাইনে ফর্ম জমা দিতে হচ্ছে সেই সমস্ত জেলার চাকরি প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদন পত্রে সঠিকভাবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়ে আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
আবেদন পত্রের নির্দিষ্ট অংশে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং স্বাক্ষর করতে হবে এর সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলির দিতে হবে। আবেদন পত্রটি এবং নথিপত্রগুলি চিঠি পাঠানোর খামে প্রবেশ করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। West Bengal ICDS Recruitment 2024
কোচবিহার জেলায় আবেদন:-
কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সমস্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য লিংক নিচে দেওয়া হলো। আপনারা ব্লক অনুযায়ী বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নেন। West Bengal ICDS Recruitment 2024
Mathabhanga1:
Mathabhanga 2 :
Dinhata II:
Sitalkuchi :
Main Notice :-
অনলাইন আবেদন করার লিঙ্ক:-
বাঁকুড়া জেলার আবেদন:-
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন:-
আবেদন পত্রটি ডাউনলোড করার লিঙ্ক-
আবেদন পত্রটি জমা করার ঠিকানা:-
নিজের সংশ্লিট এসডিপিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ:-
এই পদে গুলো জন্য চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে 16 Agusut 2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
উত্তর ২৪ পরগনা জেলায় আবেদন:-
আবেদন পদ্ধতি:-
চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইনে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট খুলেছেন।
সেই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই প্রতিবেদনের নিচেই দেওয়া হয়েছে। সেই লিঙ্ক ক্লিক করে আপনারা অনলাইনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদন পত্রটি পূর্ণ করে সাথে সব প্রয়োজনীয় নথিপত্রগুলির আপলোড করে সাবমিট করলেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। West Bengal ICDS Recruitment 2024
আবেদনের শেষ তারিখ:-
এই পদগুলোতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের আবেদন অবশ্যই 25 Agusut 2024 সালের মধ্যেই করতে হবে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক:-
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক:-
অনলাইন আবেদন করার লিংক:-
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
I am intarested this job so,I am a West Bengal contai block-1 contai police station, Post office -Mahisagote, District -Purba Medinipur, Pin code-721401 . Phone no-7872930637.
Banshi hari block
Dakshin Dinajpur distrik
Icds helper on line link
Send please