Upcoming Phone In August Month 2024: ভারতে আগস্ট মাসেই লঞ্চ হচ্ছে অনেক প্রিমিয়াম স্মার্টফোন, একনজরে দেখে নিন সেই তালিকা!

Upcoming Phone In August Month 2024: ভারতে আগস্ট মাসেই লঞ্চ হচ্ছে অনেক প্রিমিয়াম স্মার্টফোন, একনজরে দেখে নিন সেই তালিকা!

Upcoming Phone In August Month 2024:

সম্পূর্ণ দেশেই প্রতিবছরই বাজারে নতুনত্ব ফোন আবিষ্কার করে চলছে বিভিন্ন কোম্পানিগুলি। তার মধ্যে পিছিয়ে নেই আমাদের দেশ ভারত। বাজেট পেশ করার পর এই বছর প্রথম এতো কম খরচে পছন্দের ফোন কিনবেন গ্রাহকেরা। আর এই আগস্ট মাসেই ভারতের বাজারে লঞ্চের জন্যে প্রস্তুত করা হচ্ছে iphon সমেত অনেকগুলি স্মার্টফোন। তো আসুন একনজরে জেনে নেওয়া যাক আগস্ট মাসে কি কি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি করানো হচ্ছে ভারতের বাজারে। Upcoming Phone In August Month 2024

New Mobile List In August:

২০২৪ সালে ভারতে অনেক কিছু পরিবর্তন দেখা গিয়েছে। সেটা কখনো CAA অথবা NRC হোক বা jio, Airtel- এর রিচার্জ প্ল্যান বাড়িয়ে তোলায় হোক। ২০২৪ সালের বাজেটের পর যেন এক বড়ো আশ্চর্য বিস্ফোরণ ঘটলো ভারতের মোবাইলের বাজারে। বছরের প্রায় অর্ধেক সময় পার করার করে ভারতের বাজারে পর পর স্মার্টফোন লঞ্চ করানো হচ্ছে। সেই মতো এই আগস্ট মাসও ভারতের স্মার্টফোন কোম্পানিগুলির জন্য আয়ের একটা ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। বাজেট অনুযায়ী এখন যে কোনো মোবাইল ফোনের দাম অনেকটাই কমিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। সেই হিসেব মতো এই মাসে অনেকটাই কম বাজেটে গ্রাহকেরা নিজেদের পছন্দের ফোন পেয়ে যেতে পারবেন। ভারতের বাজারে স্মার্টফোন থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন সমেত আইফোন বাজারে লঞ্চ হতে চলেছে এই আগস্ট মাসেই। তো আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক আগস্ট মাসে ভারতে লঞ্চের জন্য প্রস্তুতি নেওয়া স্মার্টফোনগুলির তালিকায় কি রয়েছে? Upcoming Phone In August Month 2024

Upcoming Phone In August Month 2024
Upcoming Phone In August Month 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগস্টে লঞ্চের জন্যে প্রস্তুতি নেওয়া স্মার্টফোনগুলির তালিকা:

1. Infinix Note 40X 5G:

জানা গিয়েছে, ভারতের স্মার্টফোনের বাজারে আগামী ৫ ই আগস্ট Infinix Note 40X 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটিতে 108MP ট্রিপল ক্যামেরার সাপোর্ট সিস্টেম রয়েছে তার সাথে 12GB RAM এবং 256GB স্টোরেজ। এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট রাখা হয়েছে। লিক অনুযায়ী Infinix Note 40X 5G এই স্মার্টফোনটিতে 6.78-ইঞ্চির full HD+ 120 হার্টস ডিসপ্লে এবং সাথে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 MH ব্যাটারি দেওয়া হতে পারে জানা গিয়েছে। অনুমান করা হয়েছে Infinix Note 40X 5G এই স্মার্টফোনটির দাম হতে পারে ১৬,৯৯৯ টাকা। Upcoming Phone In August Month 2024

2. IQOO Z9s:

IQOO Z9 স্মার্টফোন ভারতের বাজারে নিজেদের সাফল্য অর্জন করার পর এই কোম্পানি ২০২৪ সালে আবার ভারতে নতুন মডেল IQOO Z9s লঞ্চ করতে চলেছে। এই কোম্পানির মডেলর আওতায় এর 5G মডেল লঞ্চ করা হয়েছে, সেটা হলো IQOO Z9s 5G । এই স্মার্টফোনটির ফাংশান হিসেবে রয়েছে 8জিবি RAM এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর। তার পাশাপাশি এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরাও রয়েছে এবং তার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই IQOO Z9s স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ১৯,৯৯৯ টাকা। Upcoming Phone In August Month 2024

3. IQOO Z9s Pro:

আগস্ট মাসে ভারতে IQOO Z9s মডেলের আরও একটি স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভবনা রয়েছে সেটা হলো IQOO Z9s Pro। IQOO Z9s কোম্পানির তরফ থেকে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনো তেমন কিছু জানানো হয়নি। কিন্তু শোনা গিয়েছে,এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যুক্ত থাকবে। তার সাথে IQOO Z9s Pro এই স্মার্টফোনটিতে 12GB RAM যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। ফটোগ্রাফির জন্য থাকবে ব্যাক ক্যামেরার ব্যাকআপ থাকবে 50 মেগাপিক্সেলের এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। তার পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে 6,000 MH ব্যাটারি। অনুমান করা হচ্ছে ভারতের বাজারে এই স্মার্টফোনের দাম থাকবে ২৪,৯৯৯ টাকা। Upcoming Phone In August Month 2024

4. Motorola Edge 50 5G:

Motorola কোম্পানি এবার ভারতের বাজারে এই কোম্পানির নতুন মডেল নিয়ে আসবে। সেটা হলো Motorola Edge 50 5G স্মার্টফোন। এটি Motorola কোম্পানির চার নাম্বার মডেল ফোন হতে চলেছে। এই ফোনটি একটি প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন। যার কারণে এই স্মার্টফোনটির দাম ৩০ হাজার টাকারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনটিতে 12GB RAM সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Motorola Edge 50 5G স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ব্যাকআপ রাখা হয়েছে এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরার সাপোর্ট সিস্টেম যুক্ত করা হতে পারে। তার পাশাপাশি এই ফোনে 6.4ইঞ্চির 120হার্টস ও LED ডিসপ্লে, 68ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,400 MH ব্যাটারি ব্যাকআপ রাখা হবে বলে জানা যাচ্ছে। মনে হচ্ছে এই স্মার্টফোনটির দাম রাখা হতে পারে ৩২,৯৯০ টাকা।

5. POCO M6 Plus 5G:

POCO M6 Plus 5G
POCO M6 Plus 5G

আগস্ট মাসের প্রথমেই ভারতে লঞ্চ হতে যাচ্ছে POCO M6 Plus 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটি Redmi 13 5G স্মার্টফোনের রিব্র্যান্ডিং ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী 8 GB RAM সাপোর্টেড কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট সহ লঞ্চ করা হবে। POCO M6+ 5G স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকবে এবং তার সাথে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হবে বলে জানা গেছে। এই POCO M6 Plus 5G স্মার্টফোনটিতে 6.79 ইঞ্চির 120হার্টস LCD ডিসপ্লে, 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম ও 5,030 MH ব্যাটারির ব্যাকআপ থাকবে। এই ফোনটির দাম রাখা হতে পারে ১২,৯৯৯ টাকা।

6. Vivo V40 5G:

Vivo ভারতে আসা অনেক পুরোনো স্মার্টফোন। প্রায় প্রতি বছরই Vivo কোম্পানি তাদের নতুন নতুন মডেল বাজারে লঞ্চ করে। এই বছর Vivo V40 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গিয়েছে। তবে কোম্পানির তরফ থেকে এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয় নি এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার। কিন্তু জানানো হয়েছে, ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই লঞ্চ হয়ে যাবে Vivo কোম্পানির নতুন মডেল। জানা গিয়েছে, গ্লোবাল মার্কেটে এই ফোনটি 12GB RAM এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিলো। এর পাশাপাশি এই স্মার্টফোনটিতে 6.78-ইঞ্চির 120হার্টস এমোলেড ডিসপ্লে, 50MP সেলফি ক্যামেরা এবং 50MP ডুয়াল ব্যাক ক্যামেরার ব্যাকআপ রাখা হয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্টের জন্য 80ওয়াট এবং 5,500mAh ব্যাটারির সাপোর্ট দেওয়া হয়েছিলো। এই স্মার্টফোনটির সম্ভাব্য মূল্য হতে পারে ৩৪,৯০০ টাকা। Upcoming Phone In August Month 2024

7. Vivo V40 Pro:

Vivo স্মার্টফোনটির আর একটি নতুন ভার্সন ভারতে আসতে চলেছে সেটা হলো V40 Pro স্মার্টফোন। এটি এখনো পর্যন্ত Vivo মডেলের হাই এবং স্পেসিফিকেশন সহ সিরিজের সবচেয়ে বড়ো মডেল হতে চলেছে। এই স্মার্টফোনটি লিক অনুযায়ী 12GB RAM এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্লাস প্রসেসর সহ লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। Vivo V40 Pro স্মার্টফোনেসেলফি ক্যামেরার জন্য 50MP ব্যাকআপ রাখা হয়েছে এবং 50MP OIS ফিচারযুক্ত ব্যাক ক্যামেরা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 120ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটির দাম হতে পারে ৪২,৯০০ টাকা যা এখনো পর্যন্ত সবগুলি স্মার্টফোনের তুলনায় বেশি দামে রয়েছে। Upcoming Phone In August Month 2024

বিশেষ দ্রষ্টব্য:

উপরের তালিকায় নাম থাকা সবগুলি স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্ভাব্য হিসাবে ধরা হয়েছে। কারণ এই স্মার্টফোনগুলি এখনো লঞ্চ করা হয় নি, ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার প্রস্তুতি চলছে। এই স্মার্টফোনগুলি সমেত Iphone লঞ্চ হওয়ারও সম্ভবনা রয়েছে খুব শীঘ্রই। তবে উপরের আলোচিত স্মার্টফোনগুলি আগস্টের মধ্যেই লঞ্চ হওয়ার কথা রয়েছে। তখনই এর দাম এবং ফোনগুলি সমন্ধে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের Yoo Bong ওয়েবসাইটে। Upcoming Phone In August Month 2024

আরও পড়ুন- POCO M6 Plus 5G: 108MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে POCO M6+ 5G স্মার্টফোন, বিস্তারিতভাবে জেনে নিন।

আরও পড়ুন- Indian Railway Recruitment 2024: ভারতীয় রেলের চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি।

Leave a Comment