West Bengal Gram Panchayat Job Recruitment 2024: পঞ্চায়েতের চাকরি কিভাবে পাবেন? কী কী পদে শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন!এই সমস্ত বিষয় দেখে নিন।
West Bengal Gram Panchayat Job Recruitment 2024:
West Bengal Gram Panchayat Job Recruitment 2024: আমার গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। আমাদের প্রায় বিভিন্ন কাজে সূত্রে গ্ৰাম পঞ্চায়েতে অফিসে গিয়ে থাকি। যেমন – ইনকাম শংসাপত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো প্রশাসনিক কাজের জন্য যেতে হয়। গ্ৰাম পঞ্চায়েত অফিসে গেলে দেখা যায় আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা সরকারি কর্মী ও স্থানীয় কর্মী থাকে। সরকারি কর্মীদের পদের ক্ষেত্রে কিভাবে চাকরি পাবেন? শিক্ষাগত যোগ্যতায় বা কত? কম্পিউটার জানা থাকতে হবে নাকি? এই সকল বিষয়ের তথ্য পেয়ে যাবেন আজকের এই প্রতিবেদনে। West Bengal Gram Panchayat Job Recruitment 2024
Table of Contents
পদের নাম:-
Executive Assistant (নির্বাহী সহকারি)।
Panchayat Karmee (পঞ্চায়েত কর্মী)।
Nirman Sahayak (নির্মাণ সহায়ক)।
Gram Sahayak Karmee (গ্ৰাম সহায়ক কর্মী)।
Panchayat Secretary (পঞ্চায়েত সচিব)।
শিক্ষাগত যোগ্যতা:শিক্ষাগত যোগ্যতা:
গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেমন –
১. প্রার্থীরা যদি দশম শ্রেণী পাশ করলেই পঞ্চায়েত কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন।
২. প্রার্থীরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর উপর ডিপ্লোমা করা থাকতে হবে অথবা গ্ৰ্যাজুয়েশন থাকে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাগত যোগ্যতা তাহলে নির্মাণ সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন।
৩. কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস করা সকল প্রার্থীরা গ্ৰাম সহায়ক কর্মী পদে আবেদন করতে পারবেন। West Bengal Gram Panchayat Job Recruitment 2024
৪. প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃতি বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য শ্রেণী পাস করা থাকলেও সাথে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করা থাকতে হবে তাহলেই পঞ্চায়েত সচিব পদে আবেদন করতে পারবে।
৫. প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এবং সাথে কোন স্বীকৃতি সংস্থা থেকে কম্পিউটার কোর্স করতে হবে তাহলে নির্বাহী সহকারি পদে আবেদন করার সুযোগ পাবে।
বয়সসীমা:-
গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। এছাড়াও প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে।
১. প্রার্থীরা যদি দশম শ্রেণী পাশ করলেই পঞ্চায়েত কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন।
২. প্রার্থীরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর উপর ডিপ্লোমা করা থাকতে হবে অথবা গ্ৰ্যাজুয়েশন থাকে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাগত যোগ্যতা তাহলে নির্মাণ সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন।
৩. কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস করা সকল প্রার্থীরা গ্ৰাম সহায়ক কর্মী পদে আবেদন করতে পারবেন। West Bengal Gram Panchayat Job Recruitment 2024
৪. প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃতি বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য শ্রেণী পাস করা থাকলেও সাথে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করা থাকতে হবে তাহলেই পঞ্চায়েত সচিব পদে আবেদন করতে পারবে।
৫. প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এবং সাথে কোন স্বীকৃতি সংস্থা থেকে কম্পিউটার কোর্স করতে হবে তাহলে নির্বাহী সহকারি পদে আবেদন করার সুযোগ পাবে।
বয়সসীমা :-
গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সর্বনিম্ন বয়স -18 ও সর্বোচ্চ বয়স -40 এর মধ্যে হতে মধ্যে হতে হবে।
কোন পদের কত টাকা মাসিক বেতন?
Panchayat Karmee (পঞ্চায়েত কর্মী)- এই পদের যোগ্য কর্মী নিযুক্ত হওয়ার পরে প্রার্থীর মাসিক বেতন 17000 টাকা থেকে 43600 টাকা পর্যন্ত হবে।
Nirman Sahayak (নির্মাণ সহায়ক)-এই পদে স্থানীয় হিসেবে নিযুক্ত হলে প্রার্থীর প্রতি মাসের বেতন 28000 টাকা থেকে74500 টাকা পর্যন্ত ধার্য করা হবে।
Gram Sahayak Karmee (গ্ৰাম সহায়ক কর্মী)-এই পদের যোগ্য কর্মীদের মাসিক বেতন 22700 টাকা থেকে 58500 টাকা পর্যন্ত পাবেন।
Panchayat Secretary (পঞ্চায়েত সচিব)-এই পদের যোগ্য কর্মী নিযুক্ত প্রার্থীরা 28900 টাকা থেকে 74500 টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।
Executive Assistant (নির্বাহী সহকারি)-এই পদে স্থানীয় হিসেবে নিযুক্ত হলে প্রার্থীর প্রতি মাসের বেতন 28000 টাকা থেকে74500 টাকা পর্যন্ত ধার্য করা হবে।
কোন পদের কী কী কাজ?
Panchayat Karmee (পঞ্চায়েত কর্মী):-
পঞ্চায়েতের সকল খাতা পত্রের কাজ অর্থাৎ কেরানি বা ক্লার্কের সব রকমের কাজ করতে হয়। খাজনার বিল জমা, সাধারণ বাসিন্দাদের বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করা সহ বিভিন্ন ধরনের কাজে সাহায্য করা, তার সাথে বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর ব্যাপারে সময় বাড়তি কাজ থাকে।
Nirman Sahayak (নির্মাণ সহায়ক):-
নির্মাণ সহায়ক হল- একজন গ্ৰাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার। বিভিন্ন বাড়ি, দোকানের নকশা অনুমোদন থেকে শুরু করে যেকোনো ধরনের নির্মাণ বিষয়ে সাহায্য করায় হল তার প্রধান কাজ।
Gram Sahayak Karmee (গ্ৰাম সহায়ক কর্মী):-
পঞ্চায়েত সহায়ক কর্মীকে বিভিন্ন কাজে সাহায্য করা অফিসিয়াল খাতা পত্রের কাজে। তার সাথে গ্ৰাম পঞ্চায়েতের প্রকল্প বাস্তবায়ন করতে সাহায্য করে এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে।
Panchayat Secretary (পঞ্চায়েত সচিব):-
গ্ৰাম সচিব হলেন একজন মুখ্য পদকর্ত,গ্ৰাম পঞ্চায়েতের যে কোন প্রশাসনিক কাজগুলো পরিচালনা করে, সভার কার্যবিবরণী রেকর্ড করে।
Executive Assistant (নির্বাহী সহকারি):-
নির্বাহী সহকারি হলেন দায়িত্ব পদকর্তা, প্রশাসনিক সহায়তা প্রদান করে, অফিসিয়াল কাজগুলি পরিচালনা করে এবং গ্ৰাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্মে সাহায্য করে। West Bengal Gram Panchayat Job Recruitment 2024
কিভাবে এই পদগুলোতে নিয়োগ এবং চাকরি পাওয়া যায়?
উপরের পদগুলোতে চাকরি পাওয়ার জন্য পঞ্চায়েতে নিয়োগ বোর্ডের তরফ থেকে পরীক্ষা দিয়ে পেতে হয়। প্রতিবছর এই পদগুলির পরীক্ষা হয় না, তবে সামনে দারুন সুযোগ আছে 2024-2025 সালে এর পরিক্ষা হতে চলেছে। বর্তমানে এই পদগুলোর জন্য রেজিস্ট্রেশন চলছে, পরবর্তীকালে পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগও হবে। West Bengal Gram Panchayat Job Recruitment 2024
আশা করি,এই তথ্যগুলো জানা থাকলে কোন পদের জন্য আপনাদের চাকরি সেরা হবে ও আপনাদের পছন্দের পদে আবেদন করতে পারবেন। এছাড়াও পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে।পশ্চিমবঙ্গ সরকারের গ্ৰাম পঞ্চায়েতে নিয়োগের বিষয়টি বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই একটি পোস্টে আছে। চাইলে আপনার আমাদের ওয়েবসাইটে ঘুরে দেখা আসতে পারেন। West Bengal Gram Panchayat Job Recruitment 2024
খুব তাড়াতাড়ি গ্ৰাম পঞ্চায়েত পদগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে (অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারবেন : https://https://wbprms.in/) পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতে পরীক্ষাও হবে। কিভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে এই বিষয়ে নতুন ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে তা খুব তাড়াতাড়ি আপডেট আস্তে চলেছে। আমাদের এই পেজটি নিয়মিত ফলো করলে এর আপডেট পেয়ে যাবেন।
Official Website Link- Click Here
আরও পড়ুন- Subhadra Yojana 2024: লক্ষ্মীর ভান্ডারের মত ১২০০ নয়, ৪২০০ টাকা দিবে প্রতি মাসে!
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।