BSNL Recharge plan 2024: লাফিয়ে খরচ বাড়ার যুগে, BSNL-এর একটি রিচার্জেই 300 দিন অবাধে কথা বলতে পারবেন ফোনে।

BSNL Recharge plan 2024: লাফিয়ে খরচ বাড়ার যুগে, BSNL-এর একটি রিচার্জেই 300 দিন অবাধে কথা বলতে পারবেন ফোনে।

BSNL Recharge plan 2024:

লাফিয়ে লাফিয়ে বেড়েছে চলছে বিভিন্ন টেলিকম সংস্থার ট্যারিফ। Jio, Airtel থেকে শুরু করে একাধিক প্রথম সারির টেলিকম সংস্থার 100 টাকা রিচার্জ প্ল্যান বেড়ে 150 টাকা করেছে। যার ফলে সমস্যায় পড়েছেন অনেকে গ্ৰাহকরা‌।

Table of Contents

লাফিয়ে বেড়েছে বিভিন্ন টেলিকম সংস্থার ট্যারিফ। Jio, Airtel থেকে শুরু করে একাধিক প্রথম সারির টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান 100 থেকে বেড়ে 150 টাকা গিয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন অনেকে সাধারণ গ্ৰাহকরা‌। কারণ অতিরিক্ত টাকা দিয়ে ফোনে রিচার্জ করতে হচ্ছে। এই সমস্যা থেকে সমাধান করে দিতে পারে একমাত্র সরকারি টেলিকম সংস্থা BSNL। এখনও পর্যন্ত BSNL কোনও অতিরিক্ত টাকা বৃদ্ধি করেনি। যার ফলে এখন অনেক গ্ৰাহকরা তাদের টেলিকম সংস্থা সিমগুলো সরকারি টেলিকম সংস্থা BSNL-এ পোর্ট করাচ্ছেন। গত কয়েকদিনে সরকারি টেলিকম সংস্থা BSNL-এর রেকর্ড সংখ্যক সিম কার্ড বিক্রি হয়েছে।

BSNL Recharge plan 2024
BSNL Recharge plan 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি টেলিকম সংস্থা BSNL-এর একটি বিশেষ রিচার্জ প্ল্যানের সুবিধা শুনলে আকাশ থেকে পড়তে পারেন। যেখানে জিও বা অন্যান্য টেলিকম সংস্থার ক্ষেত্রে 700 টাকার অধিক রিচার্জ করলেও মাত্র 50 থেকে 56 দিনের সুবিধা পাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে BSNL-এ 797 টাকা দিয়ে প্রিপেড রিচার্জ করলে 300 দিন পর্যন্ত মেয়াদ থাকবে। BSNL এই প্ল্যানের বৈধতা 365 দিন থেকে 65 দিন কমিয়েছে । তবে এই প্ল্যানে কোনও নেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে না, কেবলমাত্র কথা বলা যাবে।

আর, যে সব গ্ৰাহকরা বেশি ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য ভারতীয় টেলিকম সংস্থা BSNL সম্প্রতি একটি প্ল্যান লঞ্চ করেছে। যার মাধ্যমে 320GB ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। নতুন এই প্ল্যানটির জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে 997 টাকা। লম্বা সময় ভ্যালিডিটির পাশাপাশি ডেটা, আনলিমিটেড কলিং, SMS-এর সুবিধা পাবেন।

BSNL Official Website Link- Click Here

আরও পড়ুন- Bankura Youth Hostel:১০০০-২০০০ টাকা খরচের হোটেল রুমে দিন শেষ!এবার বাঁকুড়ায় 225 টাকায় মিলছে হোটেলে রুম ।

Leave a Comment