Malda To Digha Special Train Update 2024: পর্যটকদের জন্য দিঘার যাত্রা এখন অনেক সহজ! অতিরিক্ত ৩৫০০ বার্থে চালু হচ্ছে স্পেশাল ট্রেন।
Malda To Digha Special Train Update 2024:
এতোদিন পর্যন্ত মালদা থেকে দীঘা যাত্রার সরাসরি কোনো ট্রেন চালু ছিল না। তবে এখন মালদা থেকে দীঘা যাত্রার উদ্দেশ্যে অতিরিক্ত ৩৫০০ বার্থে চালু হচ্ছে স্পেশাল ট্রেন। সপ্তাহের ছুটি কাটাতে শনি ও রবিবার ঘুরেই আসুন এবার সরাসরি মালদা থেকে দীঘায়। এই ট্রেনে স্লিপার কামরা এবং এসি কামরার সুব্যবস্থাও রয়েছে।
Table of Contents
দীঘার সমুদ্র সৈকত:
সমুদ্র সৈকত মানেই বাঙালিদের প্রিয় একটাই জায়গা, সেটা হলো পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা। আর এই বর্ষায় সমুদ্রের টাটকা ইলিশ, চিংড়ি, কাকড়া সমেত আরও সামুদ্রিক মাছ খাওয়ার মজা নিতে অবশ্যই দীঘার উদ্দেশ্য যাত্রা করতে চাইছেন অনেক সমুদ্র ও মৎস্য প্রেমীরা। যার কারণে দীঘা, মন্দারমণি এই জায়গাগুলিতে প্রায় সারাবছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। সমুদ্র প্রিয় পর্যটকরা বলে ওঠেন দীঘায় যাওয়ার কোনো নির্দিষ্ট সময়ের দরকার নেই। বছরের যে কোনো সময় মন চাইলে ব্যস্ততম জীবনের মাঝে দুদিনের জন্য ছুটি কাটিয়ে আসায় যায় দীঘায়। তাই বছরের যে কোনো সময় পর্যটকদের ভিড় জমে দীঘার সমুদ্র সৈকতে। অনেকটা কাছে এবং কম খরচে সমুদ্র প্রেমীদের ঘুরতে যাওয়ার একটাই ঠিকানা, সেটা হলো দীঘা। তাই দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে দীঘার সমুদ্র সৈকতে। সেই হিসেব মতো দীঘায় যাওয়ার ট্রেনের টিকিট প্রায় বেশিরভাগ সময়ই রিজার্ভ করা থাকে, যার কারনে অনেক সময় ইচ্ছে থাকলেও আশাহত হতে হয় সমুদ্র প্রিয় সেই সব পর্যটকদের। এই দিকগুলো লক্ষ্য করে ভারতীয় রেল দপ্তরের তরফ থেকে একের পর এক দীঘা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। Malda To Digha Special Train Update 2024
মালদা থেকে দীঘা যাত্রায় স্পেশাল ট্রেন:
এতোদিন মালদা থেকে দিঘা যাওয়ার ট্রেন সংখ্যা একদমই কম ছিল এবং সরাসরি কোনো ট্রেন ব্যবস্থা ছিলোও না। এমনকি কলকাতা থেকে সরাসরি দিঘা যাওয়ারও কোনো ট্রেন ব্যবস্থা চালু ছিলো না।। কিন্তু ইতিমধ্যেই কলকাতা কয়েকমাস আগে কলকাতা থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন ব্যবস্থা চালু করা হয়েছে। তার পাশাপাশি মালদার বাসিন্দাদের জন্যে সুখবর, এবার মালদা টাউন থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন ব্যবস্থা চালু করা হল। এই খবর মালদাবাসী সমেত আশেপাশের এলাকাবাসীদের জন্য খুবই খুশির খবর। এখন থেকে মালদাবাসীদের আক্ষেপের দিন শেষ, কারণ যাত্রীরা সরাসরি মালদা থেকে ট্রেনে করে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন। Malda To Digha Special Train Update 2024
রেল দপ্তরের বিজ্ঞপ্তি:
ইতিমধ্যে রেল দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই মালদা থেকে দীঘা যাওয়ার ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, ০৩৪৬৫ মালদা টাউন- দিঘা স্পেশাল ট্রেনটি একটি সাপ্তাহিক ট্রেন অর্থাৎ সপ্তাহে এই ট্রেন শুধুমাএ ১ দিন চালু থাকবে। এর পাশাপাশি এই ট্রেনটিতে অতিরিক্ত ৩৫০০ টি বার্থ থাকবে বলে জানানো হয়েছে রেল দপ্তরের তরফ থেকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মালদা টাউন থেকে দিঘাগামী এই স্পেশাল ট্রেনটিতে স্লিপার ক্লাস এবং এসি কামরারও সুব্যবস্থা রয়েছে, যেটা যে কোনো ভাড়ার সমস্যার জন্যও অত্যন্ত জরুরি একটা অংশ। Malda To Digha Special Train Update 2024
যে সব যাত্রীরা কম ভাড়ায় দিঘা পৌঁছাতে চান তাদের জন্যে ব্যবস্থা রয়েছে অর্থাৎ স্লিপার কামরা এবং যে সমস্ত যাত্রীরা একটু ভাড়া বেশি দিয়ে আরাম করে দীঘায় পৌঁছাতে চান তাদের জন্যে এসি কামরার সুব্যবস্থা করা হয়েছে মালদা টাউন থেকে দিঘাগামী এই স্পেশাল ট্রেনটিতে। আর এই ঘোষণার পর থেকেই অনেকটাই আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে যাত্রীদের মধ্যে। এর পাশাপাশি ইতিমধ্যেই টিকিটের জন্য লম্বা ভিড়ও জমতে শুরু করেছে টিকিট কাউন্টাগুলোতে। কিন্তু এর পরও টিকিট পাচ্ছেন না অনেক যথীরাই, কারণ মালদা থেকে দিঘা যাওয়ার এই স্পেশাল ট্রেনটির টিকিট অনেক আগে থেকেই বাকি যাত্রীরা কেটে রাখছেন। বলতে গেলে স্পেশাল ট্রেন চালুর পর থেকে যেন যাত্রীদের ভিড় আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে এই লাইনে। Malda To Digha Special Train Update 2024
Malda To Digha Special Train Time Table:
মালদা থেকে দীঘা যাত্রার এই স্পেশাল ট্রেনটি প্রত্যেক সপ্তাহের শেষে চলবে অর্থাৎ প্রতি সপ্তাহে শনিবার করে মালদা টাউন থেকে পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি দীঘার উদ্দেশ্যে যাত্রা করে। মালদা টাউন থেকে দীঘাগামী এই স্পেশাল ট্রেনটির ভাড়া ৩৫৫ টাকা এবং এর আগে পর্যন্ত ১ টি ট্রেন ছিলো প্রতি বৃহষ্পতিবার করে মালদা টাউন থেকে দীঘায় যাওয়ার জন্য, এই ট্রেনটির ভাড়া ছিল ৩৬৫ টাকা। শনিবার যাত্রা করা এই স্পেশাল ট্রেনটি দুপুর ১.২৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়ে এবং রাত দুটোর সময় দীঘায় গিয়ে পৌঁছয়। আর যাওয়ার পথে রামপুরহাট, অন্ডাল, কাঁথি, সাইথিয়া, বাঁকুড়া, তমলুক, বিষ্ণুপুর সহ বহু স্টেশনে এই স্পেশাল ট্রেনটির স্টপেজ রয়েছে। ঠিক একইভাবে রবিবার দিন ০৩৪৬৬ দীঘা- মালদা টাউনের এই স্পেশাল ট্রেনটি ভোর পাঁচটার সময় দীঘা স্টেশন থেকে ছাড়ে এবং সন্ধ্যা ৬ টা নাগাদ মালদা টাউন স্টেশনে এসে পৌঁছায়। দীঘা থেকে ফেরার যাত্রা পথেও এই স্পেশাল ট্রেনটি সেই একই স্টেশনগুলিতে স্টপেজ দিবে। এই নতুন স্পেশাল ট্রেনটি চালু হওয়ায় কারনে মালদা এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকা সহ উত্তরবঙ্গের বহু পর্যটকেরা সরাসরি দীঘা পৌঁছানোর সহজ উপায় পেয়েছেন। Malda To Digha Special Train Update 2024
Indian Railways Website Link- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।