West Bengal Primary Job Recruitment 2024: অবশেষে মাধ্যমিক পাশেও প্রাইমারি স্কুলে চাকরি, অনলাইনে আবেদন,

West Bengal Primary Job Recruitment 2024: অবশেষে মাধ্যমিক পাশেও প্রাইমারি স্কুলে চাকরি, অনলাইনে আবেদন,

West Bengal Primary Job Recruitment 2024

West Bengal Primary Job Recruitment 2024:-পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। Backward Classes Welfare & Tribal Development Department- এর পক্ষ থেকে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একই সাথে বিভিন্ন শূন্যপদের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাস করা চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবে। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। West Bengal Primary Job Recruitment 2024

আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ কবে। শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে? বেতন সীমা কত? আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।

Table of Contents

পদের নাম:-


•Helper.
•Matron.
•Cook.
•Superintendent.
•Darwan-cum Night guard.
•Karmabandhu.

শিক্ষাগত যোগ্যতা :–

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাস ডিগ্রী অর্জন করা থাকলে খুব সহজে আবেদন করতে পারবে। কোন পদে কি যোগ্যতা রয়েছে নিম্নে উল্লেখ করা হয়েছে।

•Helper- অষ্টম শ্রেণী পাস।
•Matron- ম্যধমিক পাস।
•Cook- অষ্টম শ্রেণী পাস
•Superintendent- স্নাতক ডিগ্রি লাভ।
•Darwan-cum Night guard- অষ্টম শ্রেণী পাস।
•Karmabandhu- অষ্টম শ্রেণী পাস।

বয়স সীমা :–

সকল চাকরিপ্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 01/01/2024 তারিখ অনুযায়ী। SC ST OBC চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :–

আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন শুরুতে 15000 হাজার টাকা বেতন প্রদান করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে।

West Bengal Primary Job Recruitment 2024
West Bengal Primary Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ পদ্ধতি:-

  • Helper, Cook, Darwan-cum Night guard ও Karmabandhu-এই পদের জন্য প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
  • Matron ও Superintendent- এই পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিযুক্ত করা হবে। এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলি দেখে আবেদন করবেন। West Bengal Primary Job Recruitment 2024

Matron And Superintendent-এর পরিক্ষার সিলেবাস:-


•ইংরেজি, বাংলা, প্রাথমিক পাটিগণিত, সাধারণ জ্ঞান – 100.
•ইন্টারভিউ -10.

আবেদন করার শেষ তারিখ :–

আগামী 13/08/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে এয়ার লাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইলে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ গুলি দেখে আবেদন করুন।

Official Website Link: Click Here

Online Application: Apply Now

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

আরও পড়ুন- West Bengal ICDS Recruitment 2024: 32000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে, অনলাইনে আবেদন করুন।

আরও পড়ুন- Bankura Puja News 2024: শুশুনিয়াতে পাহাড়ের নীচে দুর্গাপূজার সূচনা! থিম এখনো প্রকাশ্যে তুলে ধরা হয় নি।

Leave a Comment