Weather Update Next 7 days: নিম্নচাপ কমলেও বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ টি জেলায়! সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।
Weather Update Next 7 days:
রাজ্যে জুড়ে বৃষ্টি শুরু হয়েছে জুলাই মাসের শেষের দিক থেকেই। এর মাঝে আগস্ট মাসের প্রথমেই শুরু নিম্নচাপ, যা কিছুদিনের তীব্র তাপপ্রবাহের থেকে রেহাই দিয়েছে রাজ্যবাসীদের। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করলেও এখনও ৭ টি জেলায় প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। Weather Update Next 7 days
দক্ষিণবঙ্গের ৭ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতে কোনো রকম পরিবর্তন আসবে না। উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহ জুড়ে কোথায় কেমন থাকবে আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক। Weather Update Next 7 days
Table of Contents
Weather Update:
গত কয়েকদিন আগে ওড়িশার ঝাড়খণ্ডে তৈরি হয়েছিলো একটি নিম্নচাপ, যার প্রভাবেই রাজ্যে এতোদিন ধরে চলছিলো ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ঝাড়খণ্ড থেকে নিম্নচাপ কিছুটা সরে এসেছে যার কারনে কমে এসেছে বৃষ্টিপাতের পরিমাণ। কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের ৭ টি জেলায় ভারী বৃষ্টির কারণে রয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৫-৭ দিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, এই ৭ টি জেলায় ৮ থেকে ১৫ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। Weather Update Next 7 days
দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও এখনই ইতি টানবে না বর্ষাকাল। দক্ষিণবঙ্গের মাত্র ৭ টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু উত্তরবঙ্গে সম্পূর্ণটাই চলবে ঝড় বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার ০৬/০৮/২৪ তারিখ থেকে আগামী কিছুদিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং- এ ভারী বৃষ্টির প্রবল সতর্ক বার্তা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। যার প্রভাবে উত্তরবঙ্গের বাকি জায়গাগুলোতে কম বেশি আকাশ কোথাও মেঘলা থাকবে আবার কোথাও মাঝারী বৃষ্টি চলতে থাকবে। Weather Update Next 7 days
উত্তরবঙ্গের পরিস্থিতি:
গত কয়েকদিনের ভারী বৃষ্টি চলাকালীন উত্তরবঙ্গের নদীগুলোতে জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এই তীব্র জলের প্রভাবে উত্তরের পার্বত্য এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভবনা দ্বিগুণ বেড়ে গিয়েছে। উত্তরের পাহাড়ি এলাকাগুলোতে ধ্বস নামতে শুরু করেছে। আবহাওয়াবিদদের মত অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ এরকম বাড়তে থাকলে খুব শীঘ্রই প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে, যেমন- পাহাড়ি ধ্বসের কারণে ভূমিকম্প এবং নদীর জলস্তর বৃদ্ধির কারণে বন্যার পরিস্থিতি তৈরী হতে পারে। Weather Update Next 7 days
আগামী ৭ দিন উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ, তাতেই শুরু হতে পারে প্রাকৃতিক বিপর্যয় এমনটাই আশঙ্খা করছেন আবহাওয়া দপ্তর। তাই সতর্ক বার্তা হিসাবে আগামী ৭ দিনের আবহাওয়া খবর জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর।
১. উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ডুয়ার্স এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও আগামী ৭ দিন।
২. শিলিগুড়ির আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৩. উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির সাথে সাথে আশেপাশের পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি চলতে থাকবে। কখনো আবার আকাশ মেঘময় থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।
৪. উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বুধবার থেকে আগামী কয়েকদিন ভারী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
৫. উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ডুয়ার্সেও সমান পরিমাণে বৃষ্টি চলবে। এখনো আকাশ পরিস্কার হওয়ার কোনো খবর জানানো হয় নি।
৬. উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও আবার মেঘলা আকাশ থাকবে সাথে হালকা বৃষ্টিপাত।
৭. উত্তরবঙ্গের ইসলামপুরেও বৃষ্টিপাতের পরিমাণ হালকা হলেও থাকবে, তার সাথে কখনো আংশিক আকাশ মেঘময় থাকবে।
৮. উত্তর দিনাজপুরের বাকি জেলাগুলোতে যেমন মালদা, রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে আকাশ মেঘময় থাকবে এবং এই মুহুর্তের খবর অনুযায়ী ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
৯. উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এবং তার আশেপাশে দিনের দিকটা তাপমাত্রা একটু বাড়লেও বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১০. দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আবহাওয়া একই রকম পরিস্থিতি। কখনো আকাশ আংশিক মেঘলা অথবা কখনো মাঝারী বৃষ্টি চলবে। Weather Update Next 7 days
দক্ষিণবঙ্গের পরিস্থিতি:
কয়েকদিনের ব্যাপক বৃষ্টিতে স্বাভাবিক স্থিতি হারিয়েছে দক্ষিণবঙ্গের নদ ও নদীগুলি। দক্ষিণবঙ্গের ছোটোনাগপুরের মালভূমি অঞ্চলে দামোদর নদের জলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এইদিকে নদীগুলোতে জলের পরিমাণ বাড়তে থাকায় মাইথন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে বলে জানানো হয়েছে। যার কারণে ইতিমধ্যে হাওড়া ও হুগলী জেলার নীচু এলাকাগুলিতে জল ঢুকে বন্যার পরিস্থিতি তৈরী হতে চলছে। Weather Update Next 7 days
একদিকে অত্যাধিক গরম যেমন খরার পরিস্থিতি তৈরী করে তেমন অত্যাধিক বৃষ্টি বন্যার পরিস্থিতি তৈরী করে। এই দুই পরিস্থিতি কৃষকদের জন্য অনেক অসুবিধা সৃষ্টি করছে। তার পাশাপাশি মৎস্য জীবিকা নির্বাহীদের জন্য সমুদ্রে যেতে না দেওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন আপাততো বৃষ্টি একটু কমলেও দক্ষিন এবং পশ্চিমের কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক কেমন রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে। Weather Update Next 7 days
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বর্তমান তাপমাত্রা:
১. বর্তমানে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রী সেলসিয়াস।
২. দমদম – এর বর্তমান সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
৩. হাওড়া ও হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৯ ডিগ্রী সেলসিয়াস।
৪. বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
৫. বর্ধমান জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
৬. নদীয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রী সেলসিয়াস।
৭. মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
৮. পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
৯. উওর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস।
১০. বারাসাত এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস।
১১. পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস।
১২. বীরভূম জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭-৩০ ডিগ্রী সেলসিয়াস।
এই ছিলো আগামী ৭ দিনের আবহাওয়া খবর, আবহাওয়া তো মুহূর্তেই বদলে যায় কখনো। আবহাওয়ার পরিস্থিতি নির্ভর করে পুরোপুরি প্রকৃতিকে ঘিরেই। তাই আগামী ৭ দিনের আবহাওয়াতে কিছু বদল আসতে পারে। সময় মতো তার আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রতিবেদনটি লেখায় কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।