Rose Valley Good News 2024: রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর!রোজভ্যালির টাকা দেওয়ায় ছাড়পত্র, পুজোর আগেই উপকৃত লক্ষাধিক..

Rose Valley Good News 2024: রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর!রোজভ্যালির টাকা দেওয়ায় ছাড়পত্র, পুজোর আগেই উপকৃত লক্ষাধিক..

Rose Valley Good News 2024

Rose Valley:- চিটফান্ড সংস্থা Rose Valley প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর! পুজোর আগেই তাঁদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আগেই Rose Valley গ্রুপের 14 টি ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছিল। জানা গেছে সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যাঁদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10 হাজারের মধ্যে। জানা যাচ্ছে, উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন। Rose Valley Good News 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ। তাঁদের মোট আমানতের অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল। প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রতারিতদের টাকা ফেরানো যায়। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি ‘অ্যাসেট ডিসপোজাল কমিটি’(ADC) তৈরি হয়। একটি ওয়েবসাইট খুলা হয় যাতে চিটফান্ড সংস্থার Rose Valley -তে আমানতকারীদের টাকা ফেরতের আবেদন গ্রহণ করা শুরুও হয়ে গিয়েছে। আমাদের এই প্রতিবেদনে নীচের ওয়েবসাইটে দেওয়া হল। সেই ওয়েবসাইটের থেকে আপনারা আবেদন করতে পারবেন।

Rose Valley Chit fund Money Refund Start 2024
Rose Valley Chit fund Money Refund Start 2024

ইতিমধ্যেই গত 24 July বিশেষ পিএমএলএ আদালত নির্দেশ দেয়, Ed-এর সিজ করা Rose Valley 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা ADC-কে হস্তান্তর করতে হবে। সেই নির্দেশমতো ADC-তে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। Rose Valley Good News 2024

ADC-এর সদস্য তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, ‘ADC-এর অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। EF ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আপনারা আপনাদের টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে। আশা করছি, যাঁদের কম অঙ্কের টাকা আমানত রয়েছে, তাঁরা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন।’

জানা গিয়েছে,শুধু এই 12 কোটিই নয়, Rose Valley -এর সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে 2100 কোটি টাকা Rose Valley পাওয়া গিয়েছে। Ed-এর কাছেই এর মধ্যে 800 কোটি নগদ জমা রয়েছে। এর পাশাপাশি, বর্তমানে Rose Valley যে কোম্পানিগুলি চালু রয়েছে, তার লভ্যাংশের অর্থও নিয়মিত জমা পড়ছে ED-র কাছে। জানা গিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে।

আবেদন করার ওয়েবসাইট: www.rosevalleyadc.com

আবেদন করার ওয়েবসাইটClick Here

আরও পড়ুন- West Bengal Ayush Scheme Job Recruitment 2024: রাজ্যে নতুন আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে, এর বিস্তারিত তথ্য জেনে নিন।

আরও পড়ুন- West Bengal Group D Recruitment 2024: অষ্টম শ্রেনী পাশে প্রচুর পরিমাণে গ্রুপ – ডি পদে কর্মী নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন।

Leave a Comment