ICDS Recruitment New 2024: এই জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো! এক্ষুনি আবেদন করুন।

ICDS Recruitment New 2024: এই জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো! এক্ষুনি আবেদন করুন।

ICDS Recruitment New 2024:

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যে কিছুদিন আগে থেকে অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি সহকর্মী পদের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। যা মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

কোথাও অনলাইন আবার কোথাও অফলাইন পদ্ধতির মাধ্যমে জেলায় জেলায় চলছে অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি সহকর্মী পদের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া। দেখে নিন বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আবেদন চলছে।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২৪:

যে সমস্ত মহিলারা অনেকদিন ধরেই ঘরে বসে রয়েছেন এবং চাকরির খোঁজ করছেন, তাদের জন্যে পশ্চিমবঙ্গ সরকার বড়ো সুখবর নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চলছে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া। ICDS Recruitment New 2024

প্রতিটি জেলার ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শূন্য পদের সংখ্যা হিসেব করে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীরা যে কোনো জায়গা থেকে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। বর্তমানে রাজ্যের দক্ষিন দিনাজপুর জেলাতে অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি সহকর্মী পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে, দক্ষিন দিনাজপুর জেলায় কতগুলি শূন্য পদ রয়েছে? এবং নিয়োগ ও আবেদন সম্পর্কিত সমস্ত কিছু নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম:

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী

শূন্যপদ:

মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৭৫ টি। (UR- ২৬ টি, SC- ১৮ টি, ST- ৫ টি, OBC- ১৮ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Rose Valley Good News 2024: রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর!রোজভ্যালির টাকা দেওয়ায় ছাড়পত্র, পুজোর আগেই উপকৃত লক্ষাধিক..

বয়সসীমা:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য ইচ্ছুক আবেদনকারীদের বয়সসীমা চাওয়া হয়েছে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীকে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সেই সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করা হতে হবে।

নিয়োগ পদ্ধতি:

প্রথমে লিখিত পরীক্ষা এবং শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা জন্যে মোট ৯০ নম্বর ধার্য করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার জন্যে মোট ১০ নম্বর ধার্য করা হয়েছে। ICDS Recruitment New 2024

ICDS Recruitment New 2024
ICDS Recruitment New 2024

আরও পড়ুন – ICDS Exam Practice Set 2024: প্রকাশ করা হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের প্রস্তুতি সেট !

পরীক্ষার বিষয়সূচি:

১. প্রবন্ধ রচনা– ১৫ নম্বর

২. পাটিগণিত – ২০ নম্বর

৩. পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা সংক্রান্ত বিষয় – ১৫ নম্বর

৪. ইংরেজি – ২০ নম্বর

৫. সাধারণ জ্ঞান – ২০ নম্বর

আবেদন পদ্ধতি:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে আবেদনকারীদের সুবিধার্থে একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে। সেই পোর্টালে গিয়ে আবেদনকারীকে নিজের ইচ্ছেমতো পদটি বেছে নিতে হবে এবং নিজের জায়গাটি নির্বাচন করতে হবে। যদি গ্রাম পঞ্চায়েত এলাকা হয় তো সেটা অথবা পৌরসভা এলাকা হয় তো সেটা নির্বাচন করে নিবেন। এরপর সেখানে নিজের সমস্ত তথ্য অর্থাৎ প্রমাণ সহ নথিপত্রগুলি যুক্ত করে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন প্রার্থীদের সুবিধার্থে নীচে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকলো সেখানে গিয়ে আপনি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। ICDS Recruitment New 2024

আরও পড়ুন- Central Government Scheme 2024: কেন্দ্র সরকারের নতুন প্রকল্প! আধার কার্ড থাকলেই পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা।

আবেদনের শেষ তারিখ:

২০২৪- এর ২৫ আগস্ট।

Official NotificationClick here
Official WebsiteApply Now

Leave a Comment