R G Kar Hospital Viral News 2024: মহিলা চিকিৎসকের রহস্যময় মৃত্যুতে গ্রেফতার হলো ১ জন! অভিভাবকের তুমুল বিক্ষোভের শিকার R G Kar

R G Kar Hospital Viral News 2024: মহিলা চিকিৎসকের রহস্যময় মৃত্যুতে গ্রেফতার হলো ১ জন! অভিভাবকের তুমুল বিক্ষোভের শিকার R G Kar

R G Kar Hospital Viral News 2024:

কলকাতার বিখ্যাত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলের ভিতর থেকে মহিলা চিকিৎসক পড়ুয়ার অর্ধ নগ্ন দেহ উদ্ধার।

পরিবারের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনাটি সাড়া জাগিয়েছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে। তরুণীর সন্দেহ জনক মৃত্যুতে গ্রেফতার ১ জন।

আরজি কর হাসপাতাল কান্ডে চলছে ময়না তদন্ত:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে উদ্ধার হলো মহিলা চিকিৎসকের অর্ধ নগ্ন দেহ, তরুণী ছিলেন Chest Department Post Graduate trainer। ময়নাতদন্তে জানা গিয়েছে, খুব ভয়ঙ্কর ভাবে ধর্ষণ করে খুন করা হয় সেই তরুণী চিকিৎসক পড়ুয়াকে। তাঁর যৌনাঙ্গে ছিলো ক্ষতের চিহ্ন, যৌনাঙ্গে শুকনো রক্তের দাগ লেগেছিল তখনও, ঘাড়ের পেছনের হাড় ভাঙ্গা, মুখে, ঠোটেঁ, গলায় হাজারো ক্ষত চিহ্ন। এই ঘটনা সকলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। মৃতার পরিবার সহ হাসপাতালের ডাক্তার থেকে ছাত্র ছাত্রী সকলে চাইছে অপরাধী ধরা পড়ুক এবং গুরুতর শাস্তি দেওয়া হোক। R G Kar Hospital Viral News 2024

এই ঘটনা সাড়া জাগিয়েছে ব্যস্ততম কলকাতায়, ঘটনাটিকে ঘিরে তৈরি হয়েছে মৃত্যু মিছিল আর এই মর্মান্তিক ঘটনায় মৃতা তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে শাস্তি দেওয়া হবে। তরুণীর মৃত্যুর বিষয় যেন আরও বেশি রহস্যময় হয়ে উঠছে সকলের কাছে। এরই মধ্যে সামনে এলো একটি নতুন ক্লু, যেই সেমিনার হলে ধর্ষণ করা হয়েছিলো সেই সেমিনার হল ছিল চার তলায়। কিন্তু সেখানে কোনো সিসি ক্যামেরা ছিলো না কারণ ঐ ঘর ছিলো মহিলা চিকিৎসকদের প্রাইভেট জায়গা। তবে সেখান থেকে পাওয়া গেলো একটা ছেড়া হেডফোনের টুকরো, সেটা সেই তরুনীর কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। এবার প্রশাসনের প্রশ্ন হলো ‘চারতলায় ওপরে কিভাবে কেউ উঠে এলো এবং সেটা সিসি ক্যামেরার ফুটেজও ধরা পড়লো না।’

ঘটনায় গ্রেফতার ১ জন:

পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখাকালীন সামনে এলো নতুন খবর, ২৪ ঘণ্টা পুরো তদন্ত করার পর উঠে এলো সঞ্জয় রায় বল এক ধৃতের নাম। জানা গিয়েছে, সে এই হাসপাতালের কোনো কর্মী নয়, বহিরাগত ব্যক্তি। গত শুক্রবার সকালে মৃতার দেহ উদ্ধারের পর পরই পুলিশ হাসপাতালে বৃহষ্পতিবার রাতের নাইট ডিউটিতে থাকা সমস্ত কর্মীদের সঙ্গে কথা বলে এবং জানতে পারে সেদিন রাতের সমস্ত ঘটনা সম্পর্কে। সেখানে সন্দেহজনকভাবে সঞ্জয় রায় বলে এক বহিরাগত ব্যক্তির নাম প্রকাশ্যে আসে। R G Kar Hospital Viral News 2024

সঞ্জয় রায়ের পরিচয় সামনে আসতে জানা গিয়েছে, সঞ্জয় রায় কলকাতার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত। এর পাশাপাশি ঘটনার তল্লাশিতে আরও জানা গিয়েছে, এই হাসপাতালের দালাল হিসেবে কাজ করতো যেমন রোগী ভর্তি করিয়ে টাকা নিত। সেই সূত্রেই হাসপাতালে তার যাতায়াত প্রায় নিয়মিত ছিলো। এরপর পুলিশ গতকাল রাতে তাকে আটক করে অনেক জেরা করার পর এই ঘটনার সাথে তার অনেকটা মিল খুঁজে পায় এবং সেই ব্লু টুথ হেডফোনের সঙ্গে তার ফোনের কানেকসন পাওয়া যায়। আরও একটি বড়ো ক্লু পাওয়া যায় সেটা হলো, ঘটনাটি ঘটে রাত ৩ টার পর আর সিসি ক্যামেরাই দেখা গিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে ঐ সেমিনার হল থেকে বেরোনোর সিঁড়িতে। এরপরই সঞ্জয় রায় নামে সেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ মৃতা তরুণীর ধর্ষণ ও খুনের মামলায়। R G Kar Hospital Viral News 2024

মৃত্যু মিছিলে ঘিরে তোলপাড়:

R G Kar Hospital Viral News 2024
R G Kar Hospital Viral News 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই চাঞ্চল্যকর ঘটনায় বিক্ষোভ প্রকাশ করেছে মৃতার পরিবার সমেত জেলার অন্যান্য হাসপাতালগুলো এবং হাসপাতলের বেশিরভাগ কর্মী, জুনিয়র চিকিৎসক, পড়ুয়া, নার্স সকলেই এই ঘটনায় রাগে ফুঁসছেন। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে রীতিমতো চলছে মৃত্যু মিছিল। এই মৃত্যু মিছিলে সামিল হয়েছেন শহরের অনেকই, যেমন – মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ জেলার আরও সরকারি হাসপাতালগুলো এই বিক্ষোভ জনিত মৃত্যু মিছিলে যোগদান করেন। এছাড়াও হাসপাতালের আরও চিকিৎসকরা নিজেদের জরুরী চিকিৎসা কর্ম বাদ দিয়ে সামিল হয়েছে এই মৃত্যু মিছিলে। সকলেই চায় মৃতা তরুণীর অপরাধী যেন গুরুতর শাস্তি পায়। আর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মৃতার পরিবারকে শান্তনা দিয়েছেন যে, অপরাধী শাস্তি অবশ্যই পাবে। R G Kar Hospital Viral News 2024

আরও পড়ুনঃ ICDS Recruitment New 2024: এই জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো! এক্ষুনি আবেদন করুন।

Leave a Comment