West Bengal Driving License 2024: সরকার মাত্র 240 টাকায় ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, এখনি আবেদন করুন। বিস্তারিত তথ্য জেনে নিন।
West Bengal Driving License 2024
West Bengal Driving License:- বর্তমান যুগে যানবাহন মানুষের নিত্যপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অঙ্গ নানান ধরনের দু’চাকা এবং চার চাকার গাড়ি। কর্মস্থল থেকে দোকান বাজার, অন্যান্য স্থানে যাতায়াত ও ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজন হয় যানবাহনের। এই যানবাহন গুলি চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্সের।ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালালে তা আইনত অপরাধ। এর ফলে গাড়ি চালককে বাধ্য হয়ে ফাইন দিতে হয় ।
Table of Contents
বর্তমানে গ্ৰাহকদের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে নানান হয়রানি শিকার হতে হয় না হয় দালালদের চক্করে পড়ে বেশি টাকা খোয়াতে হয়। কিন্তু এবার সরকারি উদ্যোগে খুব সহজেই সরকারিভাবে , আপনারা ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন। West Bengal Driving License 2024
সম্প্রতি জেলা পুলিশের তরফ থেকে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে । এই ড্রাইভিং লাইসেন্স মেলাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে আপনারা খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। কোথায় ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে? কিভাবে আবেদন করতে হবে? কী কী কাগজ লাগবে? কত টাকা খরচ হবে এই বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।
কোথায় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা?
সম্প্রতিকালে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ লাইনের মাঠে ড্রাইভিং লাইসেন্স মেলা চলছে। এই স্থানে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য যেতে হবে, তা হলেই আপনারা সহজেই ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স জন্য কত টাকা খরচ হবে?
•দু চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে 240 টাকা লাগবে।
•চারচাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে 240 টাকা লাগবে।•দুই চাকা এবং চার চাকা একসঙ্গে ড্রাইভিং লাইসেন্স করতে খরচ হবে 360 টাকা। West Bengal Driving License 2024
প্রয়োজনীয় নথিপত্র:-
•আধার কার্ড। ভোটার কার্ড।
•প্যান কার্ড। •আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল ফোনটির সঙ্গে নিয়ে যেতে হবে।
ড্রাইভিং লাইসেন্স জন্য কোন কোন পুলিশ স্টেশনের কবে আবেদন নেওয়া হবে?
তারিখ | স্থান |
08.08.2024 | গুড়গুড়িপাল, কোতোয়ালি, খড়গপুর গ্রামীণ এবং খড়গপুর টাউন। |
12.08.2024 | গড়বেতা, শালবনী, গোয়ালতোড় এবং আনন্দপুর। |
13.08.2024 | আগস্ট ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর এবং দাসপুর। |
20.08.2024 | ডেবরা, পিংলা, সবং এবং নারায়ণগড়। |
21.08.2024 | মোহনপুর, দাঁতন, বেলদা এবং কেশিয়াড়ি। |
22.08.2024-23.08.24 | জেলার পুলিশ এবং সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য। |
গুরুত্বপূর্ণ তারিখ:-
ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে 08.08.2024 থেকে 14.08.24 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ সময়:-
ড্রাইভিং লাইসেন্স মেলায় আবেদনপত্র জমা করা নেবেন – সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।