WBHRB Job Recruitment 2024: পশ্চিমবঙ্গ WBHRB পদে শুধুমাএ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ! এক্ষুনি দেখুন বিস্তারিত তথ্য।
WBHRB Job Recruitment 2024:
পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য রয়েছে একটি দারুন সুসংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরে WB Help Recruitment Board (WBHRB)- এর তরফ থেকে কর্মী নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনো জায়গা থেকে মহিলা পূরুষ উভয়ই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
রাজ্যের যে সমস্ত মহিলা এবং পুরুষ WBHRB- এই পদের জন্য ইচ্ছুক রয়েছেন, আজকের প্রতিবেদনটি তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এই পদের জন্য আবেদন করবেন? কী কী প্রয়োজন উক্ত পদে কাজ করার জন্য? এবং এই কর্মী পদে নিযুক্ত হওয়ার জন্য নিয়োগের শর্তাবলী কি কি চাওয়া হয়েছে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। WBHRB Job Recruitment 2024
Table of Contents
পদের নাম ও সেই সম্পর্কিত বিষয়সূচী:
পদের নাম:
WB Help Recruitment Board (WBHRB)-এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Principal পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা:
সরকারি নিয়ম অনুযায়ী, উক্ত পদে ইচ্ছুক আবেদন প্রার্থীদের বয়সের মানদণ্ড রাখা হয়েছে সর্বাধিক ৫৫ বছরের মধ্যে। প্রার্থীর বয়স গণনা করা হবে ২০২৪- এর ১ জানুয়ারি তারিখ অনুযায়ী।
মাসিক বেতন:
এই নির্দিষ্ট পদে কর্মরত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে ১ লক্ষ ৩০ হাজার থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা দেওয়া হবে। WBHRB Job Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদের জন্য ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তির লিঙ্কটি।
নিয়োগ প্রক্রিয়া:
WBHRB এর Principal পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে অর্থাৎ সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন পদ্ধতি:
WBHRB- এর Principal পদে নিয়োগের জন্যে ইচ্ছুক আবেদন প্রার্থীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। যদি আপনি আবেদন জানাতে চান, সেক্ষেত্রে WBHRB -এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখান থেকে ফর্ম ডাউনলোড করে জরুরি সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে সেই ফর্মে। এরপর প্রয়োজনীয় নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর নির্দেশ মতো প্রয়োজনীয় নথিপত্র আপলোড আপলোড করতে হবে। অবশেষে সব ঠিক আছে কিনা একবার যাচাই করে ফাইনাল সাবমিট করলেই এই পদের জন্য আবেদন আপনার সম্পন্ন হবে। WBHRB Job Recruitment 2024
আবেদন ফি:
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শ্রেণী অনুযায়ী আলাদা আলাদা ফী জমা করতে হবে না। সকল শ্রেনীর মানুষদের জন্য একই রাখা হয়েছে আবেদন ফি। আবেদন ফি ধার্য করা হয়েছে ২১০ টাকা।
আবেদনের শেষ তারিখ:
এই পদে চাকরির জন্য প্রার্থীদের আবেদন জানানোর শেষ তারিখ দেওয়া হয়েছে ২০২৪- এর ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
Official Notification Link- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
Manikchak